ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পুটিমারি গ্রামের কিশোরী প্রসুতির কন্যাসন্তান প্রসব দুলাভাইয়ের ঔরশের সন্তানই জন্ম দিয়েছে পলি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭
  • / ৩২০ বার পড়া হয়েছে

111111111111

নিজস্ব প্রতিবেদক: বড় বোনের স্বামীর ঔরসের সন্তানই জন্ম দিয়েছে কিশোরী পলি। কুষ্টিয়ার হালসা বহালগাড়ির জিনারুল তার স্বামী নয়। সে বড় বোন ডলির স্বামী। বছরখানেক আগে বোনের অসুস্থ্যতার কারণে ওই গ্রামে ছিলো পলি। তিন মাস থাকাকালীন সময়েই দুলাভাই জিনারুলের সাথে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে তার। দুলাভাই জিনারুলের সন্তান গর্ভে ধারণ করে গত শনিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কন্যাসন্তান প্রসব করে পলি। এদিকে, বড় বোন ডলি তার স্বামী জিনারুলের সংসারে ফিরতে না চাইলে পলিকেই পাঠানো হবে তার ঘরে। জিনারুলের ঘরে স্ত্রী হিসেবে পাঠনোর প্রক্রিয়া চলছে তার শ্যালিকা পলিকে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের পুটিমারি গ্রামের রিয়াজ হোসেনের মেয়ে পলি প্রসব বেদনা নিয়ে গত শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়। তারপরেই এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেয় পলি খাতুন। হাসপাতালেই তার পিতৃপরিচয় নিয়ে গুঞ্জন শুরু হয়। এক পর্যায়ে পলির মা জানায়, কুষ্টিয়া মিরপুর উপজেলার হালসা বহালগাড়ি গ্রামের মোজামের ছেলে জিনারুল এই নবজাতকের পিতা।
এদিকে, গতকাল রোববার পুটিমারি গ্রামের পলির বাড়িতে ভীড় জমায় উৎসুক জনতা। নবজাতককে এক নজর দেখার জন্য গ্রামের মানুষ সমবেত হয় সেখানে। ওই সময় পলির মাসহ পরিবারের লোকজন জানায়, বড় বোন ডলি জিনারুলের ঘরে ফিরতে রাজী নয়। আবার জিনারুলের ঔরশের সন্তান জন্ম দিয়েছে পলি। ফলে পলিকেই জিনারুলের ঘরে পাঠানো হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পুটিমারি গ্রামের কিশোরী প্রসুতির কন্যাসন্তান প্রসব দুলাভাইয়ের ঔরশের সন্তানই জন্ম দিয়েছে পলি

আপলোড টাইম : ০৪:২৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭

111111111111

নিজস্ব প্রতিবেদক: বড় বোনের স্বামীর ঔরসের সন্তানই জন্ম দিয়েছে কিশোরী পলি। কুষ্টিয়ার হালসা বহালগাড়ির জিনারুল তার স্বামী নয়। সে বড় বোন ডলির স্বামী। বছরখানেক আগে বোনের অসুস্থ্যতার কারণে ওই গ্রামে ছিলো পলি। তিন মাস থাকাকালীন সময়েই দুলাভাই জিনারুলের সাথে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে তার। দুলাভাই জিনারুলের সন্তান গর্ভে ধারণ করে গত শনিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কন্যাসন্তান প্রসব করে পলি। এদিকে, বড় বোন ডলি তার স্বামী জিনারুলের সংসারে ফিরতে না চাইলে পলিকেই পাঠানো হবে তার ঘরে। জিনারুলের ঘরে স্ত্রী হিসেবে পাঠনোর প্রক্রিয়া চলছে তার শ্যালিকা পলিকে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের পুটিমারি গ্রামের রিয়াজ হোসেনের মেয়ে পলি প্রসব বেদনা নিয়ে গত শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়। তারপরেই এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেয় পলি খাতুন। হাসপাতালেই তার পিতৃপরিচয় নিয়ে গুঞ্জন শুরু হয়। এক পর্যায়ে পলির মা জানায়, কুষ্টিয়া মিরপুর উপজেলার হালসা বহালগাড়ি গ্রামের মোজামের ছেলে জিনারুল এই নবজাতকের পিতা।
এদিকে, গতকাল রোববার পুটিমারি গ্রামের পলির বাড়িতে ভীড় জমায় উৎসুক জনতা। নবজাতককে এক নজর দেখার জন্য গ্রামের মানুষ সমবেত হয় সেখানে। ওই সময় পলির মাসহ পরিবারের লোকজন জানায়, বড় বোন ডলি জিনারুলের ঘরে ফিরতে রাজী নয়। আবার জিনারুলের ঔরশের সন্তান জন্ম দিয়েছে পলি। ফলে পলিকেই জিনারুলের ঘরে পাঠানো হবে।