ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা সরকারি কলেজের ‘কিংশুক’ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন

শিক্ষার্থীদের সাহিত্য ও সৃজনশীল চর্চার ওপর গুরুত্বারোপ

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৫৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • / ৩৮ বার পড়া হয়েছে

আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রকাশনা ‘কিংশুক’ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ আনুষ্ঠানিকভাবে সাহিত্য পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘কিংশুক’ সাহিত্য পত্রিকার সম্পাদক ও কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল আজিজ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি ধাপে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রভাব ছিল বিশাল। তিনি ছাত্রদের আন্দোলনকে উৎসাহিত করেছেন।’ তিনি বলেন, ‘কবি কাজী নজরুল ইসলামকে বিশ্বমানবতার কবি হিসেবে আখ্যায়িত করা উচিত।’

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন কলেজের ভাইস প্রিন্সিপ্যাল প্রফেসর ফারজানা কেতকী, শিক্ষক পরিষদের সম্পাদক নজরুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সেখ মো. আব্দুল জব্বার, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর খোন্দকার মো. রোকনুজ্জামান সাদী, সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক মতিউর রহমান ও বাংলা বিভাগের জাহিদুল হাসান।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাহিত্য ও সৃজনশীল চর্চাকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে তরুণ প্রভাষক আজিম হোসেন ও শিক্ষার্থী সজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। স্বরচিত কবিতা ‘শিক্ষক’ পাঠ করেন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী জাসিয়া, যা উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের মন জয় করে।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ। তিনি প্রাণবন্ত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা সরকারি কলেজের ‘কিংশুক’ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন

শিক্ষার্থীদের সাহিত্য ও সৃজনশীল চর্চার ওপর গুরুত্বারোপ

আপলোড টাইম : ১০:৫৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রকাশনা ‘কিংশুক’ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ আনুষ্ঠানিকভাবে সাহিত্য পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘কিংশুক’ সাহিত্য পত্রিকার সম্পাদক ও কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল আজিজ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি ধাপে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রভাব ছিল বিশাল। তিনি ছাত্রদের আন্দোলনকে উৎসাহিত করেছেন।’ তিনি বলেন, ‘কবি কাজী নজরুল ইসলামকে বিশ্বমানবতার কবি হিসেবে আখ্যায়িত করা উচিত।’

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন কলেজের ভাইস প্রিন্সিপ্যাল প্রফেসর ফারজানা কেতকী, শিক্ষক পরিষদের সম্পাদক নজরুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সেখ মো. আব্দুল জব্বার, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর খোন্দকার মো. রোকনুজ্জামান সাদী, সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক মতিউর রহমান ও বাংলা বিভাগের জাহিদুল হাসান।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাহিত্য ও সৃজনশীল চর্চাকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে তরুণ প্রভাষক আজিম হোসেন ও শিক্ষার্থী সজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। স্বরচিত কবিতা ‘শিক্ষক’ পাঠ করেন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী জাসিয়া, যা উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের মন জয় করে।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ। তিনি প্রাণবন্ত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান।