ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গাসহ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গাসহ সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক গতকাল সোমবার মহাখালী জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। দিনব্যাপী ক্যাম্পেইনে ৬-৫৯ মাস বয়সের দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর আগে, সকাল থেকেই চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়ে তা চলে বিকেল ৪টা পর্যন্ত।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা পৌরসভায় দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পৌরসভায় ১১ মাস বয়সী শিশু সাব্বির হোসেনের মুখে সবুজ রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্যদিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, পৌরসভার প্যানেল মেয়র সুলতানা আনজু রত্না, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, জেলা ইপিআই সুপারিনডেন্ট রেহেনা খাতুন, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. উজ্জল হোসেন, টিকাদান সুপারভাইজার আলী হোসেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী। চুয়াডাঙ্গা জেলায় ৬ মাস থেকে ১১ মাস এবং ১ বছর থেকে ৫ বছর বয়সী ১ লাখ ৪৪ হাজার ৯৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাম্পসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আলমডাঙ্গা একাডেমি চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এসময় তিনি বলেন, ‘সন্তানের স্বাস্থ্য সুরক্ষায় আপনার সন্তানকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ান। বিভিন্ন রোগ থেকে সন্তানকে রক্ষা করবে এই ক্যাপসুল। সরকার বিদেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে আপনাদের সন্তানকে বিনা পয়সায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াচ্ছে। তবে শুধু ভিটামিন ‘এ’ প্লাস খাওয়াবেন না। এর সাথে দেশীও শাক-সবজিও খাওয়াবেন। স্বাস্থ্য সুরক্ষিত না হলে লেখাপড়ায় মন বসবে না।’

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আরামডাঙ্গা পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গণু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাদী জিয়া উদ্দিন আহমেদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম। আলমডাঙ্গা পৌরসভার টিকা পরিদর্শক বিল্লাল হোসেনের উপস্থাপনায় ও টিকাদানকারী লিমন হোসেনের সার্বিক সহযোগিতায় বক্তব্য দেন আল ইকরা একাডেমির পরিচালক মো. আব্দুল হাই।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গাসহ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

আপলোড টাইম : ১১:৩৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গাসহ সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক গতকাল সোমবার মহাখালী জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। দিনব্যাপী ক্যাম্পেইনে ৬-৫৯ মাস বয়সের দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর আগে, সকাল থেকেই চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়ে তা চলে বিকেল ৪টা পর্যন্ত।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা পৌরসভায় দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পৌরসভায় ১১ মাস বয়সী শিশু সাব্বির হোসেনের মুখে সবুজ রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্যদিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, পৌরসভার প্যানেল মেয়র সুলতানা আনজু রত্না, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, জেলা ইপিআই সুপারিনডেন্ট রেহেনা খাতুন, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. উজ্জল হোসেন, টিকাদান সুপারভাইজার আলী হোসেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী। চুয়াডাঙ্গা জেলায় ৬ মাস থেকে ১১ মাস এবং ১ বছর থেকে ৫ বছর বয়সী ১ লাখ ৪৪ হাজার ৯৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাম্পসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আলমডাঙ্গা একাডেমি চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এসময় তিনি বলেন, ‘সন্তানের স্বাস্থ্য সুরক্ষায় আপনার সন্তানকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ান। বিভিন্ন রোগ থেকে সন্তানকে রক্ষা করবে এই ক্যাপসুল। সরকার বিদেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে আপনাদের সন্তানকে বিনা পয়সায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াচ্ছে। তবে শুধু ভিটামিন ‘এ’ প্লাস খাওয়াবেন না। এর সাথে দেশীও শাক-সবজিও খাওয়াবেন। স্বাস্থ্য সুরক্ষিত না হলে লেখাপড়ায় মন বসবে না।’

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আরামডাঙ্গা পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গণু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাদী জিয়া উদ্দিন আহমেদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম। আলমডাঙ্গা পৌরসভার টিকা পরিদর্শক বিল্লাল হোসেনের উপস্থাপনায় ও টিকাদানকারী লিমন হোসেনের সার্বিক সহযোগিতায় বক্তব্য দেন আল ইকরা একাডেমির পরিচালক মো. আব্দুল হাই।