ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার চার থানার সাবেক ওসিদের বিদায় সংবর্ধনা ও নবাগতদের বরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • / ৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার জীবননগর, দামুড়হুদা, দর্শনা ও আলমডাঙ্গা থানার সাবেক অফিসার ইনচার্জদের (ওসি) বিদায় সংবর্ধনা ও নবাগতদের বরণ করে নেওয়া হয়েছে। গতকাল চার থানায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিদায় ও বরণ করে নেওয়া হয়।

জীবননগর অফিস:
জীবননগর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেককে বিদায় সংবর্ধনা এবং নবাগত ওসি মো. নাসির উদ্দিন মৃধাকে বরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে জীবননগর থানা-পুলিশের আয়োজনে এ বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর থানার নবাগত ওসি নাসির উদ্দিন মৃধার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক ওসি আব্দুল খালেক, পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার, পরিদর্শক (অপারেশন) মাহাবুব হোসেন, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, সাংবাদিক জাহিদ বাবু, আতিয়ার রহমান, মিঠুন মাহমুদ, জীবননগর থানার এসআই নাহিরুল ইসলাম, রায়হান, মাহফুজ, নওশাদ প্রমুখ। সভা পরিচালনা করেন জীবননগর থানার এসআই কেরামত আলী।

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদকে বিদায় সংবর্ধনা এবং সাইফুল ইসলামের যোগদান উপলক্ষে বরণ অনুষ্ঠান করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলোয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের ইমাম ও খতিব মামনুর রসিদ।
এ সময় ওসি ফেরদৌস ওয়াহিদকে ফুলেল শুভেচছা জানিয়ে বিদায় দেন পুলিশ সদস্যরা। আর নবাগত ওসি সাইফুল ইসলামকে ফুলেল শুভেচছা জানিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলি, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, পুলিশ পরিদর্শক শফিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতিসহ সাংবাদিক ও পুলিশ সদস্যরা।

দর্শনা অফিস:
দর্শনা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ফেরদৌস ওয়াহিদকে বরণ এবং সাবেক ওসি এইচএম লুৎফুল কবীরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে দর্শনা থানা চত্বরে এ বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দর্শনা থানার সেকেন্ড অফিসার এসআই আহম্মদ আলী বিশ্বাসের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) এসএম আমানউল্লা, পরিদর্শক (অপারেশন) নীরব হোসেন, এসআই টিপু সুলতান, এসআই সোহেল রানা, এসআই স্বপন কুমার, এসআই ফজলুর রহমান, এসআই শামীম হোসেন, এসআই রাম প্রসাদ, এসআই শামীম হোসেন প্রমুখ।

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে বিপ্লব কুমার নাথকে বরণ ও সাবেক ওসি সাইফুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে থানার অফিসার ইনচার্জের রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন, পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম, পরিদর্শক (অপারেশন) একরামুল হক প্রমুখ।
এদিকে আলমডাঙ্গার বিদায়ী ওসি সাইফুল ইসলামের সৌজন্যে নিকটতম স্বতীর্থদের পক্ষ থেকে হ্যামলেট ক্যাফেতে ইফতার ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার সাবেক ওসি সাইফুল ইসলাম। রতন জমিদারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সিদ্দিক মাষ্টার, সাংবাদিক ফিরোজ ইফতেখার, পৌর আওয়ামী লীগের সম্পাদক মতিয়ার রহমান ফারুক, হাফিজুর রহমান, সোহেল মাষ্টার, সাংবাদিক শরিফুল ইসলাম, মিঠু, হাবিবুর রহমান প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গার চার থানার সাবেক ওসিদের বিদায় সংবর্ধনা ও নবাগতদের বরণ

আপলোড টাইম : ১২:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার জীবননগর, দামুড়হুদা, দর্শনা ও আলমডাঙ্গা থানার সাবেক অফিসার ইনচার্জদের (ওসি) বিদায় সংবর্ধনা ও নবাগতদের বরণ করে নেওয়া হয়েছে। গতকাল চার থানায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিদায় ও বরণ করে নেওয়া হয়।

জীবননগর অফিস:
জীবননগর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেককে বিদায় সংবর্ধনা এবং নবাগত ওসি মো. নাসির উদ্দিন মৃধাকে বরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে জীবননগর থানা-পুলিশের আয়োজনে এ বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর থানার নবাগত ওসি নাসির উদ্দিন মৃধার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক ওসি আব্দুল খালেক, পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার, পরিদর্শক (অপারেশন) মাহাবুব হোসেন, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, সাংবাদিক জাহিদ বাবু, আতিয়ার রহমান, মিঠুন মাহমুদ, জীবননগর থানার এসআই নাহিরুল ইসলাম, রায়হান, মাহফুজ, নওশাদ প্রমুখ। সভা পরিচালনা করেন জীবননগর থানার এসআই কেরামত আলী।

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদকে বিদায় সংবর্ধনা এবং সাইফুল ইসলামের যোগদান উপলক্ষে বরণ অনুষ্ঠান করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলোয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের ইমাম ও খতিব মামনুর রসিদ।
এ সময় ওসি ফেরদৌস ওয়াহিদকে ফুলেল শুভেচছা জানিয়ে বিদায় দেন পুলিশ সদস্যরা। আর নবাগত ওসি সাইফুল ইসলামকে ফুলেল শুভেচছা জানিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলি, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, পুলিশ পরিদর্শক শফিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতিসহ সাংবাদিক ও পুলিশ সদস্যরা।

দর্শনা অফিস:
দর্শনা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ফেরদৌস ওয়াহিদকে বরণ এবং সাবেক ওসি এইচএম লুৎফুল কবীরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে দর্শনা থানা চত্বরে এ বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দর্শনা থানার সেকেন্ড অফিসার এসআই আহম্মদ আলী বিশ্বাসের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) এসএম আমানউল্লা, পরিদর্শক (অপারেশন) নীরব হোসেন, এসআই টিপু সুলতান, এসআই সোহেল রানা, এসআই স্বপন কুমার, এসআই ফজলুর রহমান, এসআই শামীম হোসেন, এসআই রাম প্রসাদ, এসআই শামীম হোসেন প্রমুখ।

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে বিপ্লব কুমার নাথকে বরণ ও সাবেক ওসি সাইফুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে থানার অফিসার ইনচার্জের রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন, পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম, পরিদর্শক (অপারেশন) একরামুল হক প্রমুখ।
এদিকে আলমডাঙ্গার বিদায়ী ওসি সাইফুল ইসলামের সৌজন্যে নিকটতম স্বতীর্থদের পক্ষ থেকে হ্যামলেট ক্যাফেতে ইফতার ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার সাবেক ওসি সাইফুল ইসলাম। রতন জমিদারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সিদ্দিক মাষ্টার, সাংবাদিক ফিরোজ ইফতেখার, পৌর আওয়ামী লীগের সম্পাদক মতিয়ার রহমান ফারুক, হাফিজুর রহমান, সোহেল মাষ্টার, সাংবাদিক শরিফুল ইসলাম, মিঠু, হাবিবুর রহমান প্রমুখ।