ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় যুবক গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় হৃদয় (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলার পর গত সোমবার দিবাগত রাতে হৃদয়কে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য মতে ওই স্কুলছাত্রীকে সাতগাড়ী মোড় থেকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত হৃদয় চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়ার শরিফ উদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, অপহরণের শিকার ওই ছাত্রীর স্কুলে যাওয়া আসার সময় প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই বিরক্ত করত হৃদয়। বিষয়টি ওই স্কুলছাত্রী তার পরিবারকে জানালে তারা বিষয়টি হৃদয়ের পরিবারকে জানায়। পরে হৃদয়সহ তার লোকজন গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় আরামপাড়া মোড় থেকে ওই স্কুলছাত্রীকে ইজিবাইকে তুলে নিয়ে অপহরণ করে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পিতা গত সোমবার চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাতগাড়ী মোড় থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। পরে ওই স্কুলছাত্রীকে তার পরিবারের জিম্মায় বুঝিয়ে দেয় সদর থানা পুলিশ।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, অভিযোগের পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় ১ নম্বর আসমিকে গ্রেপ্তার করে। পরদিন সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও এই মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় যুবক গ্রেপ্তার

আপলোড টাইম : ০৭:২৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় হৃদয় (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলার পর গত সোমবার দিবাগত রাতে হৃদয়কে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য মতে ওই স্কুলছাত্রীকে সাতগাড়ী মোড় থেকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত হৃদয় চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়ার শরিফ উদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, অপহরণের শিকার ওই ছাত্রীর স্কুলে যাওয়া আসার সময় প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই বিরক্ত করত হৃদয়। বিষয়টি ওই স্কুলছাত্রী তার পরিবারকে জানালে তারা বিষয়টি হৃদয়ের পরিবারকে জানায়। পরে হৃদয়সহ তার লোকজন গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় আরামপাড়া মোড় থেকে ওই স্কুলছাত্রীকে ইজিবাইকে তুলে নিয়ে অপহরণ করে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পিতা গত সোমবার চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাতগাড়ী মোড় থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। পরে ওই স্কুলছাত্রীকে তার পরিবারের জিম্মায় বুঝিয়ে দেয় সদর থানা পুলিশ।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, অভিযোগের পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় ১ নম্বর আসমিকে গ্রেপ্তার করে। পরদিন সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও এই মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।