ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সার-কীটনাশক বিক্রি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • / ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সার-কীটনাশক বিক্রয়ের অপরাধে চার প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ও গিরিশনগর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযান সূত্রে জানা গেছে, গিরিশনগর বাজারে মেসার্স মায়ের আশির্বাদ স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধ প্রমাণিত হয়। প্রতিষ্ঠানটির মালিক শ্রী মহাদেব কুমারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারায় এক হাজার টাকা, মেসার্স শরীফ ফার্মেসির মালিক শরীফ উদ্দিনকে প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সেলফে সংরক্ষণ ও বিক্রির করার অপরাধে ৫১ ধারায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স শিশির ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ সার-কীটনাশক বিক্রির অপরাধে মালিক শ্রী জগবন্ধু সাধুয়াকে ৫১ ধারায় দুই হাজার টাকা এবং মেসার্স মা মেডিসিন সেন্টারে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ সেলফে সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শ্রী বিকাশ কুমারকে ৫১ ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন তিতুদহ পুলিশ ক্যাম্পের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সার-কীটনাশক বিক্রি

আপলোড টাইম : ১১:৫৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সার-কীটনাশক বিক্রয়ের অপরাধে চার প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ও গিরিশনগর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযান সূত্রে জানা গেছে, গিরিশনগর বাজারে মেসার্স মায়ের আশির্বাদ স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধ প্রমাণিত হয়। প্রতিষ্ঠানটির মালিক শ্রী মহাদেব কুমারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারায় এক হাজার টাকা, মেসার্স শরীফ ফার্মেসির মালিক শরীফ উদ্দিনকে প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সেলফে সংরক্ষণ ও বিক্রির করার অপরাধে ৫১ ধারায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স শিশির ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ সার-কীটনাশক বিক্রির অপরাধে মালিক শ্রী জগবন্ধু সাধুয়াকে ৫১ ধারায় দুই হাজার টাকা এবং মেসার্স মা মেডিসিন সেন্টারে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ সেলফে সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শ্রী বিকাশ কুমারকে ৫১ ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন তিতুদহ পুলিশ ক্যাম্পের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।