ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
  • / ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় নান্নু শেখ (৩২) নামের এক মাদকসেবীর কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পৌর এলাকার সাতগাড়ী গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ নান্নুকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত নান্নু শেখ একই এলাকার মৃত শামসের শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উর জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, শাহারা ইয়াসমিন ও সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে নান্নু শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে নান্নু শেখের স্বীকারোক্তিতে তার ঘরে তল্লাশি চালিয়ে ১ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উর জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নান্নুকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, সাজাপ্রাপ্ত নান্নু শেখ মাদকসেবী। পাশাপাশি মাদক বিক্রির সাথেও জড়িত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

আপলোড টাইম : ০৬:০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় নান্নু শেখ (৩২) নামের এক মাদকসেবীর কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পৌর এলাকার সাতগাড়ী গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ নান্নুকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত নান্নু শেখ একই এলাকার মৃত শামসের শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উর জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, শাহারা ইয়াসমিন ও সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে নান্নু শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে নান্নু শেখের স্বীকারোক্তিতে তার ঘরে তল্লাশি চালিয়ে ১ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উর জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নান্নুকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, সাজাপ্রাপ্ত নান্নু শেখ মাদকসেবী। পাশাপাশি মাদক বিক্রির সাথেও জড়িত।