ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / ২৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
‘শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমুক্ত পরিবেশ পেলে’ প্রতিপাদ্যকে ধারণ করে চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ-২০২৩। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে অনুষ্ঠানটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরাফাত রহমান।
পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার সকল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে প্রতিযোগীদের ক্রীড়া শপথ পাঠ করান তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ মোট ১৮টি প্রতিযোগিতায় চার উপজেলার বাছাইকৃত মোট ৭২ জন প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৫৪ জন প্রতিযোগীকে জেলা পর্যায়ে পুরস্কৃত করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

আপলোড টাইম : ০৮:২১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
‘শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমুক্ত পরিবেশ পেলে’ প্রতিপাদ্যকে ধারণ করে চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ-২০২৩। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে অনুষ্ঠানটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরাফাত রহমান।
পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার সকল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে প্রতিযোগীদের ক্রীড়া শপথ পাঠ করান তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ মোট ১৮টি প্রতিযোগিতায় চার উপজেলার বাছাইকৃত মোট ৭২ জন প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৫৪ জন প্রতিযোগীকে জেলা পর্যায়ে পুরস্কৃত করা হয়।