ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
  • / ৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

সত্য ও সুন্দর উপস্থাপনের কারণে পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে ঢাকা পোস্ট। এক বছরে ঢাকা পোস্ট সাহসিকতা ও মানবিকতার সমন্বয় ঘটিয়ে যে অর্জন করেছে, তা ধরে রাখতে হবে। পাঠকের চাহিদা পূরণের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থবিষয়ক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ নিউজ পোর্টাল হিসেবে ঢাকা পোস্ট তাদের অবস্থান দৃঢ় করেছে।’ গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

তিনি বলেন, গণমাধ্যমে বস্তুনিষ্ঠতার খুব অভাব। একটা খবরের পেছনের খবর সহজে উঠে আসে না। পাঠক হিসেবে আমরা খবরের নেপথ্যের খবর, গভীরতা, তথ্যসমৃদ্ধ সত্যটা জানতে চাই। এক বছরে ঢাকা পোস্ট সেই চাহিদা পূরণে কিছুটা হলেও সফল। তাদের বেশ কিছু রিপোর্টে অনিয়ম-দুর্নীতি বন্ধ হয়েছে। অনেক অসহায় মানুষ সহযোগিতা পেয়েছে। সাহসিকতা ও মানবিকতাও সাংবাদিকতার অংশ, তা ঢাকা পোস্টে বেশি লক্ষ্য করা যায়। অবহেলিত অঞ্চল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আরও বেশি লিখতে হবে। গত এক বছরের অর্জন এবং পাঠকের আস্থা ধরে রেখে দেশের স্বপক্ষে থেকে চ্যালেঞ্জিং সাংবাদিকতা করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অতি অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে। ঢাকা পোস্ট আরও এগিয়ে যাক শুভকামনা রইল।

ঢাকা পোস্টের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আফজালুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন পিপিএম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক আকাশ খবর পত্রিকার সম্পাদক-প্রকাশক জান্নাতুল আওলিয়া নিশি ও প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক সময়ের সমীকরণ-এর বার্তা সম্পাদক, নয়া দিগন্ত ও ইউএনবির জেলা প্রতিনিধি হুসাইন মালিক।

এর আগে প্রেসক্লাব থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এসময় করোনাকালীন সময়ে সমাজসেবায় অবদান রাখায় তাকওয়া ফাউন্ডেশন চুয়াডাঙ্গার পরিচালক তারিক মাহমুদের হাতে ঢাকা পোস্টের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, মাত্র সংবাদ পরিবেশনে নতুনত্ব এনেছে ঢাকা পোস্ট। শুধু লিখে নয়, সংবাদ বিশ্বাসযোগ্য করে তুলতে ভিডিও চিত্রসহ প্রকৃত সত্য তথ্যসমৃদ্ধ উপস্থাপন পোর্টালটির জনপ্রিয়তার অন্যতম কারণ। আগামীতেও এমন ধারা অব্যাহত থাকবে এই প্রত্যাশা করছি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন পিপিএম বলেন, ‘আমি ঢাকা পোস্ট পরিবারের একজন সদস্য হিসেবে আজ বক্তব্য দেব না। অল্প সময়ের মধ্যে তারা নিজেদের কার্যক্রমের মধ্যদিয়ে সেরা হিসেবে পৌঁছে গেছে। এমনকি পুলিশ তথ্য পাওয়ার আগেই ঢাকা পোস্ট সব ধরনের খবর পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে। ঢাকা পোস্টের এই উদ্যোমী পথচলা অব্যাহত থাকুক, শুভকামনা রইল।’

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সহসভাপতি অধ্যাপক শেখ সেলিম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি কামাল জোয়ার্দ্দার, অর্থ সম্পাদক আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক আবুল হাসেম, ক্রীড়া সম্পাদক খাইরুজ্জামান সেতু, কার্যনির্বাহী সদস্য রিফাত রহমান, সদস্য মাহফুজ মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, একাত্তর টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি এম এ মামুন, স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিনিধির দর্শনা ব্যুরো প্রধান আহসান হাবিব মামুন, পশ্চিমাঞ্চল পত্রিকার দর্শনা ব্যুরো প্রধান চঞ্চল মেহমুদ, সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক রুদ্র রাসেল, জেলা প্রতিনিধি বাণিজ্য প্রতিদিন ও দ্য ডেইলি নিউজ স্টারের প্রতিনিধি আব্দুল্লাহ হক, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভি, নয়া শতাব্দীর চুয়াডাঙ্গা প্রতিনিধি আহসান আলম, ঢাকা মেইলের জেলা প্রতিনিধি আব্দুল হাকিমসহ তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার শাখার সদস্যরা। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক ও যুগান্তরের চুয়াডাঙ্গা প্রতিনিধি আহাদ আলী মোল্লা এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ-সম্পাদক ইসলাম রাকিব।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড টাইম : ০৮:৫০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২

সমীকরণ প্রতিবেদক:

সত্য ও সুন্দর উপস্থাপনের কারণে পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে ঢাকা পোস্ট। এক বছরে ঢাকা পোস্ট সাহসিকতা ও মানবিকতার সমন্বয় ঘটিয়ে যে অর্জন করেছে, তা ধরে রাখতে হবে। পাঠকের চাহিদা পূরণের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থবিষয়ক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ নিউজ পোর্টাল হিসেবে ঢাকা পোস্ট তাদের অবস্থান দৃঢ় করেছে।’ গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

তিনি বলেন, গণমাধ্যমে বস্তুনিষ্ঠতার খুব অভাব। একটা খবরের পেছনের খবর সহজে উঠে আসে না। পাঠক হিসেবে আমরা খবরের নেপথ্যের খবর, গভীরতা, তথ্যসমৃদ্ধ সত্যটা জানতে চাই। এক বছরে ঢাকা পোস্ট সেই চাহিদা পূরণে কিছুটা হলেও সফল। তাদের বেশ কিছু রিপোর্টে অনিয়ম-দুর্নীতি বন্ধ হয়েছে। অনেক অসহায় মানুষ সহযোগিতা পেয়েছে। সাহসিকতা ও মানবিকতাও সাংবাদিকতার অংশ, তা ঢাকা পোস্টে বেশি লক্ষ্য করা যায়। অবহেলিত অঞ্চল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আরও বেশি লিখতে হবে। গত এক বছরের অর্জন এবং পাঠকের আস্থা ধরে রেখে দেশের স্বপক্ষে থেকে চ্যালেঞ্জিং সাংবাদিকতা করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অতি অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে। ঢাকা পোস্ট আরও এগিয়ে যাক শুভকামনা রইল।

ঢাকা পোস্টের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আফজালুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন পিপিএম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক আকাশ খবর পত্রিকার সম্পাদক-প্রকাশক জান্নাতুল আওলিয়া নিশি ও প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক সময়ের সমীকরণ-এর বার্তা সম্পাদক, নয়া দিগন্ত ও ইউএনবির জেলা প্রতিনিধি হুসাইন মালিক।

এর আগে প্রেসক্লাব থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এসময় করোনাকালীন সময়ে সমাজসেবায় অবদান রাখায় তাকওয়া ফাউন্ডেশন চুয়াডাঙ্গার পরিচালক তারিক মাহমুদের হাতে ঢাকা পোস্টের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, মাত্র সংবাদ পরিবেশনে নতুনত্ব এনেছে ঢাকা পোস্ট। শুধু লিখে নয়, সংবাদ বিশ্বাসযোগ্য করে তুলতে ভিডিও চিত্রসহ প্রকৃত সত্য তথ্যসমৃদ্ধ উপস্থাপন পোর্টালটির জনপ্রিয়তার অন্যতম কারণ। আগামীতেও এমন ধারা অব্যাহত থাকবে এই প্রত্যাশা করছি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন পিপিএম বলেন, ‘আমি ঢাকা পোস্ট পরিবারের একজন সদস্য হিসেবে আজ বক্তব্য দেব না। অল্প সময়ের মধ্যে তারা নিজেদের কার্যক্রমের মধ্যদিয়ে সেরা হিসেবে পৌঁছে গেছে। এমনকি পুলিশ তথ্য পাওয়ার আগেই ঢাকা পোস্ট সব ধরনের খবর পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে। ঢাকা পোস্টের এই উদ্যোমী পথচলা অব্যাহত থাকুক, শুভকামনা রইল।’

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সহসভাপতি অধ্যাপক শেখ সেলিম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি কামাল জোয়ার্দ্দার, অর্থ সম্পাদক আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক আবুল হাসেম, ক্রীড়া সম্পাদক খাইরুজ্জামান সেতু, কার্যনির্বাহী সদস্য রিফাত রহমান, সদস্য মাহফুজ মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, একাত্তর টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি এম এ মামুন, স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিনিধির দর্শনা ব্যুরো প্রধান আহসান হাবিব মামুন, পশ্চিমাঞ্চল পত্রিকার দর্শনা ব্যুরো প্রধান চঞ্চল মেহমুদ, সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক রুদ্র রাসেল, জেলা প্রতিনিধি বাণিজ্য প্রতিদিন ও দ্য ডেইলি নিউজ স্টারের প্রতিনিধি আব্দুল্লাহ হক, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভি, নয়া শতাব্দীর চুয়াডাঙ্গা প্রতিনিধি আহসান আলম, ঢাকা মেইলের জেলা প্রতিনিধি আব্দুল হাকিমসহ তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার শাখার সদস্যরা। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক ও যুগান্তরের চুয়াডাঙ্গা প্রতিনিধি আহাদ আলী মোল্লা এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ-সম্পাদক ইসলাম রাকিব।