ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জেআর পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৪২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী জে আর পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেলে আরোহী দুই বন্ধু গুরুতর জখম হয়েছেন। গতকাল রোববার রাত সাতটার দিকে চুয়াডাঙ্গা বিজিবি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার মোহাম্মদজুমা গ্রামের ফজলু মিয়ার ছেলে মোটরসাইকেল চালক রকি হোসেন (৩০) ও তাঁর বন্ধু ঝিনাইদহ জেলার ধোপাবিলা গ্রামের আব্দুল জলিলের ছেলে মোহাম্মদ আলম (৩২)। দুর্ঘটনায় রকির ডান পা গুরুতর জখম হওয়াই জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালের রেফার্ড করেন।

        আহত মোহাম্মদ আলম বলেন চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে দুই বন্ধু সরোজগঞ্জ মোড়ে আমার ফ্রিজ সার্ভিসিং এর দোকানে যাচ্ছিলাম। পথের মধ্যে বিজিবি হাসপাতালের সামনে পৌঁছালে একটি প্রাইভেট কার আমাদেরকে চেপে ওভারটেক করে। এসময় হঠাৎ করেই একটি বাস সামনে চলে আসে।

মোটরসাইকেলটি বাসের নিচে চলে গেলে রকি গুরুতর জখম হয়। আমার হাতে ও শরীরের বিভিন্নস্থানেও ছিলে গেছে। এসময় স্থানীয় ব্যক্তিরা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। রকি বিদেশে থাকে কিছুদিন পূর্বে ছুটিতে দেশে এসেছে, আজ আমার সঙ্গে দেখা করতে আমার দোকানে এসেছিল।

        জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে জরুরি বিভাগে নেয় স্থানীয় লোকজন। আহতদের মধ্যে রকি নামের একজনের ডানপায়ে গুরুতর জখম হয়েছে। তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন। যে কারণে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাপসাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় জেআর পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ

আপলোড টাইম : ১০:৪২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী জে আর পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেলে আরোহী দুই বন্ধু গুরুতর জখম হয়েছেন। গতকাল রোববার রাত সাতটার দিকে চুয়াডাঙ্গা বিজিবি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার মোহাম্মদজুমা গ্রামের ফজলু মিয়ার ছেলে মোটরসাইকেল চালক রকি হোসেন (৩০) ও তাঁর বন্ধু ঝিনাইদহ জেলার ধোপাবিলা গ্রামের আব্দুল জলিলের ছেলে মোহাম্মদ আলম (৩২)। দুর্ঘটনায় রকির ডান পা গুরুতর জখম হওয়াই জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালের রেফার্ড করেন।

        আহত মোহাম্মদ আলম বলেন চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে দুই বন্ধু সরোজগঞ্জ মোড়ে আমার ফ্রিজ সার্ভিসিং এর দোকানে যাচ্ছিলাম। পথের মধ্যে বিজিবি হাসপাতালের সামনে পৌঁছালে একটি প্রাইভেট কার আমাদেরকে চেপে ওভারটেক করে। এসময় হঠাৎ করেই একটি বাস সামনে চলে আসে।

মোটরসাইকেলটি বাসের নিচে চলে গেলে রকি গুরুতর জখম হয়। আমার হাতে ও শরীরের বিভিন্নস্থানেও ছিলে গেছে। এসময় স্থানীয় ব্যক্তিরা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। রকি বিদেশে থাকে কিছুদিন পূর্বে ছুটিতে দেশে এসেছে, আজ আমার সঙ্গে দেখা করতে আমার দোকানে এসেছিল।

        জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে জরুরি বিভাগে নেয় স্থানীয় লোকজন। আহতদের মধ্যে রকি নামের একজনের ডানপায়ে গুরুতর জখম হয়েছে। তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন। যে কারণে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাপসাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’