ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:০০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • / ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩২০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ি বুদ্ধিমানপাড়ার কাশেম আলী জোয়ার্দ্দারের ছেলে সুমন আলী জোয়ার্দ্দার (৪২), সুমিরদিয়া রেলপাড়ার আবুল হোসেনের ছেলে আবদার আলী (৪০) ও সবুজপাড়ার আব্দুর রউফের ছেলে আব্দুর রশিদ (৬০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বুধবার সকাল ১০টার দিকে বনানীপাড়ার বকুল মিয়ার ইটভাটা পাশে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ সুমন আলী জোয়ার্দ্দারকে আটক করেন। বেলা ১১টার দিকে বুজরুক গড়গড়ি গ্রামে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ আবদার আলীকে এবং বেলা সাড়ে ১১টার দিকে বুজরুক গড়গড়ি মাদ্রাসাপাড়ায় বাদল মিয়ার আম বাগানে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ আব্দুর রশিদকে আটক করেন।

পরে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুমন আলী জোয়ার্দ্দারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করেন। এছাড়া আবদার আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা এবং আব্দুর রশিদকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন। পরে সবাইকে জেলা কারাগারে পাঠানো হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

আপলোড টাইম : ০৪:০০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩২০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ি বুদ্ধিমানপাড়ার কাশেম আলী জোয়ার্দ্দারের ছেলে সুমন আলী জোয়ার্দ্দার (৪২), সুমিরদিয়া রেলপাড়ার আবুল হোসেনের ছেলে আবদার আলী (৪০) ও সবুজপাড়ার আব্দুর রউফের ছেলে আব্দুর রশিদ (৬০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বুধবার সকাল ১০টার দিকে বনানীপাড়ার বকুল মিয়ার ইটভাটা পাশে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ সুমন আলী জোয়ার্দ্দারকে আটক করেন। বেলা ১১টার দিকে বুজরুক গড়গড়ি গ্রামে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ আবদার আলীকে এবং বেলা সাড়ে ১১টার দিকে বুজরুক গড়গড়ি মাদ্রাসাপাড়ায় বাদল মিয়ার আম বাগানে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ আব্দুর রশিদকে আটক করেন।

পরে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুমন আলী জোয়ার্দ্দারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করেন। এছাড়া আবদার আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা এবং আব্দুর রশিদকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন। পরে সবাইকে জেলা কারাগারে পাঠানো হয়।