ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ১৯

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুলাই ২০১৮
  • / ৩৮১ বার পড়া হয়েছে

বিশ্ব ডেস্ক: চীনের এক রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো এক ডজন মানুষ। বৃহস্পতিবার চীনের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ সিচুয়ানের রাজধানীতে হেংদা টেকনোলজির একটি রাসায়নিক কারখানায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে আল-জাজিরা।চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় সময় সাড়ে এগারোটায় বিস্ফোরণটি ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কারখানাটিতে আগুন জ্বলছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে।
প্রচণ্ড বিস্ফোরণে আশেপাশের ভবনগুলোর জানালার কাচ ভেঙে পড়েছে। কারখানাটি বর্তমানে ধুলায় আচ্ছন্ন হয়ে আছে। কারখানাটি থেকে প্রতিবছর প্রায় ৩০০ টন বেনজয়িক এসিড উৎপাদন করা হতো যা খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়।
উল্লেখ্য, চীন পৃথিবীর সবথেকে বেশি রাসায়নিক উৎপাদন করে থাকে। গত এক দশক ধরে দেশটির অর্থনীতির অস্বাভাবিক গতির চাপে বেশকিছু রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটেছে। ২০১৫ সালে, উত্তরের বন্দরনগরী তিয়ানজিমে এক রাসায়নিক গুদামে বিস্ফোরণের কারণে প্রায় ১৬৫ জন নিহত হয়েছিল। গতবছর পূর্ব শ্যানডং প্রদেশে পেট্রোকেমিক্যাল কারখানায় বিস্ফোরণে নিহত হয় অন্তত ৮ জন। ওই ঘটনায় আহত হয় আরো ৯ জন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ১৯

আপলোড টাইম : ১০:১৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুলাই ২০১৮

বিশ্ব ডেস্ক: চীনের এক রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো এক ডজন মানুষ। বৃহস্পতিবার চীনের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ সিচুয়ানের রাজধানীতে হেংদা টেকনোলজির একটি রাসায়নিক কারখানায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে আল-জাজিরা।চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় সময় সাড়ে এগারোটায় বিস্ফোরণটি ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কারখানাটিতে আগুন জ্বলছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে।
প্রচণ্ড বিস্ফোরণে আশেপাশের ভবনগুলোর জানালার কাচ ভেঙে পড়েছে। কারখানাটি বর্তমানে ধুলায় আচ্ছন্ন হয়ে আছে। কারখানাটি থেকে প্রতিবছর প্রায় ৩০০ টন বেনজয়িক এসিড উৎপাদন করা হতো যা খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়।
উল্লেখ্য, চীন পৃথিবীর সবথেকে বেশি রাসায়নিক উৎপাদন করে থাকে। গত এক দশক ধরে দেশটির অর্থনীতির অস্বাভাবিক গতির চাপে বেশকিছু রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটেছে। ২০১৫ সালে, উত্তরের বন্দরনগরী তিয়ানজিমে এক রাসায়নিক গুদামে বিস্ফোরণের কারণে প্রায় ১৬৫ জন নিহত হয়েছিল। গতবছর পূর্ব শ্যানডং প্রদেশে পেট্রোকেমিক্যাল কারখানায় বিস্ফোরণে নিহত হয় অন্তত ৮ জন। ওই ঘটনায় আহত হয় আরো ৯ জন।