ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চিৎলার উপনির্বাচনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯
  • / ২৬১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কর্মকর্তা। উপজেলা নির্বাচন কর্মকর্তা এম এ জি মোস্তফা ফেরদৌস জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পাঁচজন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান সরোয়ার, আব্দুস ছালাম বিপ্লব, উজির আলী ও দেলোয়ার হোসেন। উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে চিৎলা ইউপির চেয়ারম্যান জিল্লুর রহমান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ায় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য হয়। বিধি মোতাবেক ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী গত ১৮ জুন নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন অফিস। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ৩০ জুন। যাচাই-বাছাই ৯ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১০ জুলাই। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। চিৎলা ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৯৯৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮ হাজার ৪৯৯ ও নারী ৮ হাজার ৫০০ জন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চিৎলার উপনির্বাচনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

আপলোড টাইম : ১০:৪০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কর্মকর্তা। উপজেলা নির্বাচন কর্মকর্তা এম এ জি মোস্তফা ফেরদৌস জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পাঁচজন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান সরোয়ার, আব্দুস ছালাম বিপ্লব, উজির আলী ও দেলোয়ার হোসেন। উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে চিৎলা ইউপির চেয়ারম্যান জিল্লুর রহমান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ায় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য হয়। বিধি মোতাবেক ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী গত ১৮ জুন নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন অফিস। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ৩০ জুন। যাচাই-বাছাই ৯ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১০ জুলাই। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। চিৎলা ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৯৯৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮ হাজার ৪৯৯ ও নারী ৮ হাজার ৫০০ জন।