ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চিহ্নিত মাদকব্যবসায়ী আকুন্দবাড়িয়ার রহিমা ও ছোটবুড়িসহ ১৬ জন আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৫৯৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দাসহ আলমডাঙ্গা ও জীবননগর থানা পুলিশের অভিযান : ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক মাদক বিরোধী অভিযান চলিয়ে মহিলাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রোববার ভিন্ন ভিন্ন সময়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া ও পৌর শহরের সিএন্ডবি মাঠপাড়া থেকে এদেরকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দ পুলিশের এসআই ইবনে খালিদ সঙ্গীয় ফোর্স গতকাল ১২টার পর পৌর শহরের সিএন্ডবিমাঠ পাড়ায় লিপি ম্যাডামের বাড়ি অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে একই এলাকার খালেক মিস্ত্রির ছেলে সোহাগ ওরফে সোহেল রানাকে (২৪) আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। অপরদিকে, জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম আলী, আশরাফুল ইসলাম, মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়ায় অভিযান পরিচলনা করেন। অভিযানকালে একই এলাকার আব্দুর রহমানের বাড়ী থেকে তার স্ত্রী রহিমা খাতুন (৫০) ও আব্দুল এর স্ত্রী ছোট বুড়িকে (৩৪) আটক করা হয়। এসময় রহিমার কাছ থেকে ৮ বোতল ও ছোট বুড়ীর কাছ থেকে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে গতকাল ৮ মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে। আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খানের নির্দেশে গতকাল থানার এসআই ইকরাম, এএসআই মোস্তফা অভিযান চালিয়ে বেলগাছী গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মাদক ব্যবসায়ী আরিফ (৩২), একই গ্রামের আকবার আলীর ছেলে মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান (৩০), ভোলারদাড়ী গ্রামের মুছাব আলীর ছেলে শরিফুল (২৫), একই গ্রামের লস্কর আলীর ছেলে স্বপনকে (১৮) আটক করা হয়। অপরদিকে, মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে সরিষাডাঙ্গার গোলাম দরবেশের ছেলে মাদক সেবী ও ব্যবসায়ী দুলাল (৬০), জেহালা গ্রামের মৃত রহমানের ছেলে লিটন (৩৩), জেহালা মৃত গঞ্জের আলীর ছেলে লাল্টু (৫২), একই গ্রামের খোদা বক্সের ছেলে হুদাকে (৫০) আটক করে। আটককৃতদের আজ আদালতে সোর্পদ করা হবে বলে জানা গেছে। এছাড়া ডাকাতি মামলার পলাকত আসামী কালিদাশপুর গ্রামের শহীদের ছেলে হারুনকে (২৬) গ্রেফতার করেছে থানা পুলিশ।


জীবননগর অফিস জানিয়েছে, জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিল ৫ জন আটক হয়েছে। গতকাল রবিবার জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই নাহিরুল ইসলাম, এসআই কাজী শামসুল আলম, এসআই সিরাজ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সিংনগর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে আ. সামাদ (৪০), মৃত বিশারত আলীর ছেলে হাফিজুর (৩৫), মৃত রমজান আলীর ছেলে শওকত আলীকে (৫০), ৭ বোতল এবং সীমান্ত ইউনিয়নের হরিহরনগর জেলেপাড়ার মৃত তাহার উদ্দিন মন্ডলের ছেলে নাসির মন্ডল (৫০) হরিহরনগর নতুন মসজিদপাড়ার আ. হাসেমের ছেলে আ. হাকিমকে (৩৮) ৫ বোতল ফেনসিডিলসহ আটক করে। অপরদিকে, জীবননগর উপজেলার শাহাপুর ক্যাম্পের আইসি এসআই বাবুল হোসেন গোপন সংবাদের ভিক্তিতে রতিরামপুর গ্রামের আজগার আলীর ছেলে নারী নির্যাতন মামলার আসামী ইছাহক আলীকে (৬০) গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সকল আসামীকে রবিবার কোর্টে চালান করে দেওয়া হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চিহ্নিত মাদকব্যবসায়ী আকুন্দবাড়িয়ার রহিমা ও ছোটবুড়িসহ ১৬ জন আটক

আপলোড টাইম : ১০:৪৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দাসহ আলমডাঙ্গা ও জীবননগর থানা পুলিশের অভিযান : ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক মাদক বিরোধী অভিযান চলিয়ে মহিলাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রোববার ভিন্ন ভিন্ন সময়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া ও পৌর শহরের সিএন্ডবি মাঠপাড়া থেকে এদেরকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দ পুলিশের এসআই ইবনে খালিদ সঙ্গীয় ফোর্স গতকাল ১২টার পর পৌর শহরের সিএন্ডবিমাঠ পাড়ায় লিপি ম্যাডামের বাড়ি অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে একই এলাকার খালেক মিস্ত্রির ছেলে সোহাগ ওরফে সোহেল রানাকে (২৪) আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। অপরদিকে, জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম আলী, আশরাফুল ইসলাম, মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়ায় অভিযান পরিচলনা করেন। অভিযানকালে একই এলাকার আব্দুর রহমানের বাড়ী থেকে তার স্ত্রী রহিমা খাতুন (৫০) ও আব্দুল এর স্ত্রী ছোট বুড়িকে (৩৪) আটক করা হয়। এসময় রহিমার কাছ থেকে ৮ বোতল ও ছোট বুড়ীর কাছ থেকে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে গতকাল ৮ মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে। আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খানের নির্দেশে গতকাল থানার এসআই ইকরাম, এএসআই মোস্তফা অভিযান চালিয়ে বেলগাছী গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মাদক ব্যবসায়ী আরিফ (৩২), একই গ্রামের আকবার আলীর ছেলে মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান (৩০), ভোলারদাড়ী গ্রামের মুছাব আলীর ছেলে শরিফুল (২৫), একই গ্রামের লস্কর আলীর ছেলে স্বপনকে (১৮) আটক করা হয়। অপরদিকে, মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে সরিষাডাঙ্গার গোলাম দরবেশের ছেলে মাদক সেবী ও ব্যবসায়ী দুলাল (৬০), জেহালা গ্রামের মৃত রহমানের ছেলে লিটন (৩৩), জেহালা মৃত গঞ্জের আলীর ছেলে লাল্টু (৫২), একই গ্রামের খোদা বক্সের ছেলে হুদাকে (৫০) আটক করে। আটককৃতদের আজ আদালতে সোর্পদ করা হবে বলে জানা গেছে। এছাড়া ডাকাতি মামলার পলাকত আসামী কালিদাশপুর গ্রামের শহীদের ছেলে হারুনকে (২৬) গ্রেফতার করেছে থানা পুলিশ।


জীবননগর অফিস জানিয়েছে, জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিল ৫ জন আটক হয়েছে। গতকাল রবিবার জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই নাহিরুল ইসলাম, এসআই কাজী শামসুল আলম, এসআই সিরাজ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সিংনগর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে আ. সামাদ (৪০), মৃত বিশারত আলীর ছেলে হাফিজুর (৩৫), মৃত রমজান আলীর ছেলে শওকত আলীকে (৫০), ৭ বোতল এবং সীমান্ত ইউনিয়নের হরিহরনগর জেলেপাড়ার মৃত তাহার উদ্দিন মন্ডলের ছেলে নাসির মন্ডল (৫০) হরিহরনগর নতুন মসজিদপাড়ার আ. হাসেমের ছেলে আ. হাকিমকে (৩৮) ৫ বোতল ফেনসিডিলসহ আটক করে। অপরদিকে, জীবননগর উপজেলার শাহাপুর ক্যাম্পের আইসি এসআই বাবুল হোসেন গোপন সংবাদের ভিক্তিতে রতিরামপুর গ্রামের আজগার আলীর ছেলে নারী নির্যাতন মামলার আসামী ইছাহক আলীকে (৬০) গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সকল আসামীকে রবিবার কোর্টে চালান করে দেওয়া হয়েছে।