ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চিরনিদ্রায় শায়িত হলেন ফেরদৌস ওয়ারা সুন্না

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
  • / ১৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদে জানাজা শেষে সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।
তাঁর জানাজায় অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও মুফতি মাসুদ উজ্জামান লিটু বিশ্বাস, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন আহমেদ চন্দন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক নয়া দিগন্তের চুয়াডাঙ্গা প্রতিনিধি হুসাইন মালিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ।
এর আগে সকাল সাড়ে আটটার দিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের নের্তৃত্বে চুয়াডাঙ্গা জেলায় করোনা লাশ দাফন স্পেশাল টিম তাকওয়া ফাউন্ডেশনের সদস্যরা মরহুমের লাশ চুয়াডাঙ্গা সদর হাসাপাতাল থেকে শেষ গোসল দিয়ে পৌরসভার গাড়িযোগে জান্নাতুল মাওলা কবরস্থানে নিয়ে যায়। সেখানে জানাজা শেষে তাকওয়া ফাউন্ডেশনের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে মরহুমের দাফনকার্য সম্পন্ন করেন।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, জেলা শিল্পী কল্যাণ সমিতির সভাপতি ও অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের আজীবন সদস্য ফেরদৌস ওয়ারা সুন্নার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবদেনা জ্ঞাপন করেছেন জেলা শিল্পী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুন্সি আব্দুল মান্নান, মতিউর রহমান ভল্টু, লিটু বিশ্বাস, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বজলুর রহমান জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আব্দুল সালাম ও নাট্য সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের গুলশানপাড়ার বাসিন্দা ফেরদৌস ওয়ারা সুন্না গত কয়েকদিন যাবত জ্বর, কাঁশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শরীরে করোনা উপসর্গ থাকার কারণে তিনি অসুস্থ হওয়ার পর থেকেই হোম কোয়ারেন্টিনে ছিলেন। তাঁর পরিবারের পক্ষ থেকে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে গত সোমবার ফেরদৌস ওয়ারা সুন্নার শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়। গত মঙ্গলবার সে ফলাফল আসে। রিপোর্টে ফেরদৌস ওয়ারা সুন্নার করোনা পজিটিভ আসে। এরমধ্যে গত বুধবার বিকেলে হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হয় এবং শ্বাসকষ্ট বেড়ে গেলে পরিবারের সদস্যরা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রয়াত ফেরদৌস ওয়ারা সুন্না চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি পরবর্তীতে যুবলীগের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। পরে তিনি জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নির্বাচিত হোন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব সুনামের সঙ্গে পালন করে গেছেন। তিনি অরিন্দম-এর আজীবন সদস্যসহ বিভিন্ন সাংস্কৃতিক-সামজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ফেরদৌস ওয়ারা সুন্না কয়েক বছর আগে নিজ মহল্লা গুলশানপাড়ায় এলাকাবাসীকে সাথে নিয়ে একটি জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। এই মসজিদ কমিটির সভাপতির থাকা অবস্থায় গতকাল তিনি মৃত্যুবরণ করলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চিরনিদ্রায় শায়িত হলেন ফেরদৌস ওয়ারা সুন্না

আপলোড টাইম : ১০:২৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০

নিজস্ব প্রতিবেদক:
বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদে জানাজা শেষে সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।
তাঁর জানাজায় অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও মুফতি মাসুদ উজ্জামান লিটু বিশ্বাস, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন আহমেদ চন্দন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক নয়া দিগন্তের চুয়াডাঙ্গা প্রতিনিধি হুসাইন মালিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ।
এর আগে সকাল সাড়ে আটটার দিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের নের্তৃত্বে চুয়াডাঙ্গা জেলায় করোনা লাশ দাফন স্পেশাল টিম তাকওয়া ফাউন্ডেশনের সদস্যরা মরহুমের লাশ চুয়াডাঙ্গা সদর হাসাপাতাল থেকে শেষ গোসল দিয়ে পৌরসভার গাড়িযোগে জান্নাতুল মাওলা কবরস্থানে নিয়ে যায়। সেখানে জানাজা শেষে তাকওয়া ফাউন্ডেশনের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে মরহুমের দাফনকার্য সম্পন্ন করেন।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, জেলা শিল্পী কল্যাণ সমিতির সভাপতি ও অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের আজীবন সদস্য ফেরদৌস ওয়ারা সুন্নার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবদেনা জ্ঞাপন করেছেন জেলা শিল্পী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুন্সি আব্দুল মান্নান, মতিউর রহমান ভল্টু, লিটু বিশ্বাস, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বজলুর রহমান জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আব্দুল সালাম ও নাট্য সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের গুলশানপাড়ার বাসিন্দা ফেরদৌস ওয়ারা সুন্না গত কয়েকদিন যাবত জ্বর, কাঁশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শরীরে করোনা উপসর্গ থাকার কারণে তিনি অসুস্থ হওয়ার পর থেকেই হোম কোয়ারেন্টিনে ছিলেন। তাঁর পরিবারের পক্ষ থেকে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে গত সোমবার ফেরদৌস ওয়ারা সুন্নার শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়। গত মঙ্গলবার সে ফলাফল আসে। রিপোর্টে ফেরদৌস ওয়ারা সুন্নার করোনা পজিটিভ আসে। এরমধ্যে গত বুধবার বিকেলে হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হয় এবং শ্বাসকষ্ট বেড়ে গেলে পরিবারের সদস্যরা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রয়াত ফেরদৌস ওয়ারা সুন্না চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি পরবর্তীতে যুবলীগের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। পরে তিনি জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নির্বাচিত হোন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব সুনামের সঙ্গে পালন করে গেছেন। তিনি অরিন্দম-এর আজীবন সদস্যসহ বিভিন্ন সাংস্কৃতিক-সামজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ফেরদৌস ওয়ারা সুন্না কয়েক বছর আগে নিজ মহল্লা গুলশানপাড়ায় এলাকাবাসীকে সাথে নিয়ে একটি জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। এই মসজিদ কমিটির সভাপতির থাকা অবস্থায় গতকাল তিনি মৃত্যুবরণ করলেন।