ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চিরদিন এ ভালোবাসা আমি মনে রাখব

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯
  • / ২৪০ বার পড়া হয়েছে

চাঁদপুরের উদ্দেশে চুয়াডাঙ্গা ত্যাগের সময় সদ্য বিদায়ী এসপি মাহবুব
নিজস্ব প্রতিবেদক:
‘হে বন্ধু বিদায়, কোনো দিন কর্মহীনপূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে, যে রাতে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ’ বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতার মতোই গতকাল শুক্রবার কাঁদছিল চুয়াডাঙ্গার শত শত মানুষ। যেন ছিল না আকাশেরও মন ভালো, কেঁদেছে প্রকৃতিও। নীরবে সবার অলক্ষে অঝরে কাঁদছিলেন সদ্য বিদায়ী পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে প্রায় দুই বছরের কর্মজীবনকে স্মৃতি করে নতুন কর্মস্থল চাঁদপুরে যোগদানের উদ্দেশে চুয়াডাঙ্গা ছেড়ে গেলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)। গাড়িতে উঠে তিনি চুয়াডাঙ্গাবাসীর উদ্দেশে বলে গেলেন শেষ বাক্য-‘চিরদিন এ ভালোবাসা আমি মনে রাখব।’
গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গায় ১ বছর ১১ মাস ৭ দিন কর্মদিবসের শেষ দিনে পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) দায়িত্ব হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকারের কাছে। গত বৃহস্পতিবার বিকেল থেকে পুলিশ সুপারের বাসভবনে রাজনৈতিক, সামাজিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা বিদায়ী সাক্ষাৎ করেন তাঁর সঙ্গে। গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ লাইনসে জুমার নামাজ আদায় করেন পুলিশ সুপার। এরপর তিনি বাসভবনে ফিরে আসেন। পরে বিকেল চারটায় বাসভবন থেকে চাঁদপুরে যোগদানের উদ্দেশে চুয়াডাঙ্গা ছেড়ে যান পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)।
এ সময় চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাল লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস, জীবননগর থানার ওসি শেখ গণি মিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সামাজিক-রাজনৈতিক ব্যক্তি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চিরদিন এ ভালোবাসা আমি মনে রাখব

আপলোড টাইম : ০৯:৫৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯

চাঁদপুরের উদ্দেশে চুয়াডাঙ্গা ত্যাগের সময় সদ্য বিদায়ী এসপি মাহবুব
নিজস্ব প্রতিবেদক:
‘হে বন্ধু বিদায়, কোনো দিন কর্মহীনপূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে, যে রাতে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ’ বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতার মতোই গতকাল শুক্রবার কাঁদছিল চুয়াডাঙ্গার শত শত মানুষ। যেন ছিল না আকাশেরও মন ভালো, কেঁদেছে প্রকৃতিও। নীরবে সবার অলক্ষে অঝরে কাঁদছিলেন সদ্য বিদায়ী পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে প্রায় দুই বছরের কর্মজীবনকে স্মৃতি করে নতুন কর্মস্থল চাঁদপুরে যোগদানের উদ্দেশে চুয়াডাঙ্গা ছেড়ে গেলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)। গাড়িতে উঠে তিনি চুয়াডাঙ্গাবাসীর উদ্দেশে বলে গেলেন শেষ বাক্য-‘চিরদিন এ ভালোবাসা আমি মনে রাখব।’
গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গায় ১ বছর ১১ মাস ৭ দিন কর্মদিবসের শেষ দিনে পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) দায়িত্ব হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকারের কাছে। গত বৃহস্পতিবার বিকেল থেকে পুলিশ সুপারের বাসভবনে রাজনৈতিক, সামাজিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা বিদায়ী সাক্ষাৎ করেন তাঁর সঙ্গে। গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ লাইনসে জুমার নামাজ আদায় করেন পুলিশ সুপার। এরপর তিনি বাসভবনে ফিরে আসেন। পরে বিকেল চারটায় বাসভবন থেকে চাঁদপুরে যোগদানের উদ্দেশে চুয়াডাঙ্গা ছেড়ে যান পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)।
এ সময় চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাল লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস, জীবননগর থানার ওসি শেখ গণি মিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সামাজিক-রাজনৈতিক ব্যক্তি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।