ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চিত্রা নদীর বাঁধ একদিনের মধ্যে সরানোর নির্দেশ দিলেন ইউএনও

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭
  • / ২৮৮ বার পড়া হয়েছে

দৈনিক সময়ের সমীকরণে সংবাদ প্রকাশের পর চুয়াডাঙ্গার তিতুদহে

আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী চিত্রা নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি আটকে রেখেছে কিছু অবৈধ মৎস্য ব্যবসায়ীরা। ফলে বীজতলা তৈরিতে বিপাকে পড়েছে নদীর কুল ঘেঁষে বসবাসরত হাজার হাজার কৃষক। গতকাল বুধবার এ সংক্রান্ত একটি সংবাদ দৈনিক সময়ের সমীকরণে প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর তিতুদহ ইউনিয়ন ভূমি সহকারী অফিসার মাহাতাব উদ্দীন বিশ্বাস বিভিন্ন স্থানে উপস্থিত হয়ে দেখতে পান বীজতলা তৈরির জমিগুলো পানির নিচে ডুবে আছে এবং শুনতে পান অনেক চাষীদের আর্তনাদ। চাষীরা জানান, নদীতে অবৈধ বাঁধ দেয়ার কারণে বীজতলা তৈরির জায়গাগুলোতে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে আছে। এ কারণে বীজতলা তৈরিতে তারা সক্ষম হতে পারছে না। এ খবর চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার ওয়াশীমুল বারীকে জানালে তিনি সেখানে উপস্থিত হন এবং এর সত্যতা পেয়ে মাছ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মাছ ধরার জন্য যে বাঁধ দিয়েছে, সেটা এলাকার হাজার হাজার কৃষকদের ধানের চারার বীজতলা তৈরিতে অনেক বড় ক্ষতি হচ্ছে। তাই এই অবৈধ বাঁধ যেন সরিয়ে নেই এজন্য একদিনের সময় দেন তিনি। যদি সেটা না করে তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিচার হবে। এসময় উপস্থিত ছিলেন তিতুদহ ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই লিটন গাজী, তিতুদহ ইউনিয়ন আ. লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন প্রমূখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চিত্রা নদীর বাঁধ একদিনের মধ্যে সরানোর নির্দেশ দিলেন ইউএনও

আপলোড টাইম : ১১:১৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭

দৈনিক সময়ের সমীকরণে সংবাদ প্রকাশের পর চুয়াডাঙ্গার তিতুদহে

আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী চিত্রা নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি আটকে রেখেছে কিছু অবৈধ মৎস্য ব্যবসায়ীরা। ফলে বীজতলা তৈরিতে বিপাকে পড়েছে নদীর কুল ঘেঁষে বসবাসরত হাজার হাজার কৃষক। গতকাল বুধবার এ সংক্রান্ত একটি সংবাদ দৈনিক সময়ের সমীকরণে প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর তিতুদহ ইউনিয়ন ভূমি সহকারী অফিসার মাহাতাব উদ্দীন বিশ্বাস বিভিন্ন স্থানে উপস্থিত হয়ে দেখতে পান বীজতলা তৈরির জমিগুলো পানির নিচে ডুবে আছে এবং শুনতে পান অনেক চাষীদের আর্তনাদ। চাষীরা জানান, নদীতে অবৈধ বাঁধ দেয়ার কারণে বীজতলা তৈরির জায়গাগুলোতে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে আছে। এ কারণে বীজতলা তৈরিতে তারা সক্ষম হতে পারছে না। এ খবর চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার ওয়াশীমুল বারীকে জানালে তিনি সেখানে উপস্থিত হন এবং এর সত্যতা পেয়ে মাছ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মাছ ধরার জন্য যে বাঁধ দিয়েছে, সেটা এলাকার হাজার হাজার কৃষকদের ধানের চারার বীজতলা তৈরিতে অনেক বড় ক্ষতি হচ্ছে। তাই এই অবৈধ বাঁধ যেন সরিয়ে নেই এজন্য একদিনের সময় দেন তিনি। যদি সেটা না করে তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিচার হবে। এসময় উপস্থিত ছিলেন তিতুদহ ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই লিটন গাজী, তিতুদহ ইউনিয়ন আ. লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন প্রমূখ।