ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চিটাগংকে বড় ব্যবধানে হারাল রাজশাহী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭
  • / ৪৩৩ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: স্বাগতিক চিটাগং ভাইকিংসকে ৩৩ রানে হারিয়ে চতুর্থ জয় তুলে নিয়েছে রাজশাহী কিংস। টস জিতে ব্যাটিং করতে নেমে রাজশাহী কিংস ৬ উইকেট হারিয়ে করে ১৫৭ রান। জবাবে ৩৩ রানে থামে চিটাগং ভাইকিংসের ইনিংস।
স্কোর: চিটাগং ভাইকিংস ১২৪/১০
চিটাগং ব্যাটিং : লুক রনকি ৮, সৌম্য সরকার ১৩, এনামুল হক বিজয় ২৩, স্টিয়ান ভন জিল ২৭, সিকান্দার রাজা ১৭, লুইস রিচ ৩, তানবীর হায়দার ১৩, রায়ান এমরিট ১, সানজামুল ইসলাম ১, নাঈম হাসান ২* ও তাসকিন আহমেদ ১।
রাজশাহী বোলিং : মোহাম্মদ সামি ৩-০-২৯-১, মুস্তাফিজুর রহমান ৪-০-১৮-২, মেহেদী হাসান মিরাজ ৪-০-৩৩-০, উসামা মির ৪-০-১৫-১, কাজী অনিক ৩.২-০-১৭-৪ ও জেমস ফ্রাঙ্কলিন ১-০-১০-০।
রাজশাহী ব্যাটিং : মুমিনুল হক ৭, লুক রাইট ২৫, জাকির হাসান ১৭, মুশফিকুর রহিম ৩১, জেমস ফ্রাঙ্কলিন ৩০, ড্যারেন স্যামি ৪০, উসামা মির ২* ও মেহেদী হাসান মিরাজ ০*।
চিটাগং বোলিং : সিকান্দার রাজা ১-০-৩-০, তাসকিন আহমেদ ৪-০-৩৬-০, রায়ান এমরিট ৪-০-২৭-০, সানজামুল ইসলাম ৩-০-২৬-১, তানভীর হায়দার ২-০-৯-০, নাঈম হাসান ২-০-৯-১, সৌম্য সরকার ১-০-১৩-০, লুইস রিচ ৩-০-৩৩-৩।
এটি চিটাগংয়ের সপ্তম পরাজয়। রাজশাহীর চতুর্থ জয়। বিপিএল থেকে চিটাগং আগেই ছিটকে গেছে। আজকের জয়ে রাজশাহীর আশা টিকে আছে। শেষ দুই ম্যাচে জিতলে শেষ চারের আশা করতে পারবে তারা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চিটাগংকে বড় ব্যবধানে হারাল রাজশাহী

আপলোড টাইম : ১১:২৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭

খেলাধুলা ডেস্ক: স্বাগতিক চিটাগং ভাইকিংসকে ৩৩ রানে হারিয়ে চতুর্থ জয় তুলে নিয়েছে রাজশাহী কিংস। টস জিতে ব্যাটিং করতে নেমে রাজশাহী কিংস ৬ উইকেট হারিয়ে করে ১৫৭ রান। জবাবে ৩৩ রানে থামে চিটাগং ভাইকিংসের ইনিংস।
স্কোর: চিটাগং ভাইকিংস ১২৪/১০
চিটাগং ব্যাটিং : লুক রনকি ৮, সৌম্য সরকার ১৩, এনামুল হক বিজয় ২৩, স্টিয়ান ভন জিল ২৭, সিকান্দার রাজা ১৭, লুইস রিচ ৩, তানবীর হায়দার ১৩, রায়ান এমরিট ১, সানজামুল ইসলাম ১, নাঈম হাসান ২* ও তাসকিন আহমেদ ১।
রাজশাহী বোলিং : মোহাম্মদ সামি ৩-০-২৯-১, মুস্তাফিজুর রহমান ৪-০-১৮-২, মেহেদী হাসান মিরাজ ৪-০-৩৩-০, উসামা মির ৪-০-১৫-১, কাজী অনিক ৩.২-০-১৭-৪ ও জেমস ফ্রাঙ্কলিন ১-০-১০-০।
রাজশাহী ব্যাটিং : মুমিনুল হক ৭, লুক রাইট ২৫, জাকির হাসান ১৭, মুশফিকুর রহিম ৩১, জেমস ফ্রাঙ্কলিন ৩০, ড্যারেন স্যামি ৪০, উসামা মির ২* ও মেহেদী হাসান মিরাজ ০*।
চিটাগং বোলিং : সিকান্দার রাজা ১-০-৩-০, তাসকিন আহমেদ ৪-০-৩৬-০, রায়ান এমরিট ৪-০-২৭-০, সানজামুল ইসলাম ৩-০-২৬-১, তানভীর হায়দার ২-০-৯-০, নাঈম হাসান ২-০-৯-১, সৌম্য সরকার ১-০-১৩-০, লুইস রিচ ৩-০-৩৩-৩।
এটি চিটাগংয়ের সপ্তম পরাজয়। রাজশাহীর চতুর্থ জয়। বিপিএল থেকে চিটাগং আগেই ছিটকে গেছে। আজকের জয়ে রাজশাহীর আশা টিকে আছে। শেষ দুই ম্যাচে জিতলে শেষ চারের আশা করতে পারবে তারা।