ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চিকিৎসা না পেয়ে করোনা উপসর্গে যুবলীগ নেতার মৃত্যু!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
  • / ২৩৬ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে ডিউটি রেখে ঘুমানো অভিযোগ
জীবননগর অফিস:
জীবননগরে করোনা উপসর্গ নিয়ে যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক না থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে এ মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই সময়ের কর্তব্যরত চিকিৎসক ডা. হেলেনা আক্তার নিপাকে শোকজ করা হয়েছে। মৃত যুবলীগ নেতা দরবেশ দফাদার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের ব্যাপারীপাড়ার মৃত জাহাবক্স দফাদারের ছেলে।
নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, দরবেশ দফাদার বেশ কিছু দিন যাবৎ সর্দি, জ্বর, কাঁশিসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। সোমবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে খাতা-কলমে ডিউটিরত অবস্থায় ছিলেন ডা. হেলেনা আক্তার নিপা। কিন্তু তিনি ডিউটি না করে নিজের বাড়িতে ঘুমাতে চলে যান। ফলে দীর্ঘক্ষণ ডাক্তারের জন্য অপেক্ষা করেও তিনি না আসায় অবশেষে চিকিৎসার অভাবে যুবলীগ নেতা হাসপাতালে মারা যান।
তথ্যানুসন্ধানে জানা গেছে, খাতা-কলমে ডা. হেলেনা আক্তার নিপা হাসপাতালে ডিউটি করলেও বাস্তবে তিনি হাসপাতালে ডিউটি না করে রাতে বিভিন্ন ক্লিনিকে অপারেশন করে থাকেন। এ বিষয়ে ডা. হেলেনা আক্তার নিপার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন বলেন, দরবেশ নামের যে ব্যক্তি মারা গেছেন, তাঁর শরীরে করোনার সব লক্ষণ ছিল। তবে ডা. হেলেনা আক্তার নিপার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, এ বিষয়ে তাঁকে শোকজ করা হয়েছে। তদন্তপূর্বক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এস এম মারুফ হাসান বলেন, ‘জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. হেলেনা আক্তার নিপার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, বিষয়টি আমি শুনেছি এবং তাঁকে শোকজ করা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চিকিৎসা না পেয়ে করোনা উপসর্গে যুবলীগ নেতার মৃত্যু!

আপলোড টাইম : ০৯:৩৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে ডিউটি রেখে ঘুমানো অভিযোগ
জীবননগর অফিস:
জীবননগরে করোনা উপসর্গ নিয়ে যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক না থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে এ মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই সময়ের কর্তব্যরত চিকিৎসক ডা. হেলেনা আক্তার নিপাকে শোকজ করা হয়েছে। মৃত যুবলীগ নেতা দরবেশ দফাদার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের ব্যাপারীপাড়ার মৃত জাহাবক্স দফাদারের ছেলে।
নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, দরবেশ দফাদার বেশ কিছু দিন যাবৎ সর্দি, জ্বর, কাঁশিসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। সোমবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে খাতা-কলমে ডিউটিরত অবস্থায় ছিলেন ডা. হেলেনা আক্তার নিপা। কিন্তু তিনি ডিউটি না করে নিজের বাড়িতে ঘুমাতে চলে যান। ফলে দীর্ঘক্ষণ ডাক্তারের জন্য অপেক্ষা করেও তিনি না আসায় অবশেষে চিকিৎসার অভাবে যুবলীগ নেতা হাসপাতালে মারা যান।
তথ্যানুসন্ধানে জানা গেছে, খাতা-কলমে ডা. হেলেনা আক্তার নিপা হাসপাতালে ডিউটি করলেও বাস্তবে তিনি হাসপাতালে ডিউটি না করে রাতে বিভিন্ন ক্লিনিকে অপারেশন করে থাকেন। এ বিষয়ে ডা. হেলেনা আক্তার নিপার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন বলেন, দরবেশ নামের যে ব্যক্তি মারা গেছেন, তাঁর শরীরে করোনার সব লক্ষণ ছিল। তবে ডা. হেলেনা আক্তার নিপার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, এ বিষয়ে তাঁকে শোকজ করা হয়েছে। তদন্তপূর্বক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এস এম মারুফ হাসান বলেন, ‘জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. হেলেনা আক্তার নিপার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, বিষয়টি আমি শুনেছি এবং তাঁকে শোকজ করা হয়েছে।’