ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চালের বাজারে অস্থিরতা : লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • / ৩৪৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় রশিদ এগ্রোফুডে তল্লাশী : রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা

অস্বাভাবিক ও অবৈধ মজুতদারদের চিহ্নিত করে তাদের গুদামে অভিযানের নির্দেশ
সমীকরণ ডেস্ক: চালের বাজারের অস্থিরতা থামছে না। অব্যাহতভাবে বাড়ছে চালের দাম। তদারক কর্তৃপক্ষ, মিলমালিক, আড়তদার ও খুচরা ব্যবসায়ীরা এজন্য একে অপরকে দুষছে। সরকারের তরফে কড়া হুঁশিয়ারি দেয়া হচ্ছে মজুতদারির বিরুদ্ধে। গতকাল চালের বাজার পরিস্থিতি নিয়ে মিলমালিকদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্য ও খাদ্যমন্ত্রী। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, অস্বাভাবিক ও অবৈধ মজুতদারদের চিহ্নিত করে তাদের গুদামে অভিযানের নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনে তাদের গ্রেপ্তার করতে বলা হয়েছে। দিনে সচিবালয়ে বৈঠকের পর কুষ্টিয়ায় বাংলাদেশ রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুর রশিদের গুদামে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। তবে ওই গুদামে আটক বা জব্দ করার মতো কোনো চাল ছিল না। পরে আরো কয়েকটি মিল ও গুদামে অভিযান চালানো হয়। এদিকে চালের দাম বাড়ার অস্থিরতার মধ্যে গতকাল থেকে শুরু হয়েছে খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম। তবে নির্ধারিত সব স্পটে চাল বিক্রি হয়নি। ডিলাররা জানিয়েছেন প্রস্তুতি না থাকায় এমনটা হয়েছে। রাজধানীতে ওএমএস এর ডিলাররা আতপ চাল বিক্রি করায় এতে ক্রেতাও কম। গতকাল কয়েকটি দোকান ঘুরে দেখা গেছে বিকাল পর্যন্ত দিনের বরাদ্দের অর্ধেক চালও বিক্রি হয়নি। আতপ চাল বলে অনেকে তা নিতে চাইছেন না। দ্বিগুণ দাম বাড়িয়ে এবার ৩০ টাকা কেজি দরে ওএমএস’র চাল বিক্রি হচ্ছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে চালের বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবে গতকাল মিল মালিকদের ডেকে বৈঠক করেন দুই মন্ত্রী। আগামী মঙ্গলবার চালের বাজার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে মন্ত্রণালয়ে ফের বৈঠক ডাকা হয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, বাংলাদেশ চালকল সমিতির সভাপতি আবদুর রশিদের প্রতিষ্ঠান রশিদ অ্যাগ্রোফুড লিমিটেডে অভিযান শেষ করেছে বাজার নিয়ন্ত্রণ কমিটি। এ ছাড়া রশিদের দুটি চালকল ও গুদামেও তল্লাশি চালানো হয়। গতকাল রোববার বিকেলে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে এ অভিযান চলে। চালের দামের ঊর্ধ্বগতি বিষয়ে জানতে রশিদের ওই প্রতিষ্ঠানে পর্যবেক্ষণ অভিযান চালানো হয় বলে জানা যায়।
কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে বাজার নিয়ন্ত্রণ কমিটির সদস্যরা রশিদ অ্যাগ্রোফুড মিলে চাল বা ধানের মজুদ আছে কি না, তা পর্যবেক্ষণ করেন। এ সময় রশিদের দুটি কলে ও গুদামে তল্লাশি চালানো হয়।
বাজার নিয়ন্ত্রণ কমিটির সভাপতি কুষ্টিয়া জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, চালের বাজার নিয়ন্ত্রণে বাজার তদারকির অংশ হিসেবে রশিদ অ্যাগ্রোফুডসহ খাজানগরের কয়েকটি চালকলে এ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। বেশ কিছু দিন ধরে কুষ্টিয়াসহ দেশের চালের বাজার অস্থির হয়ে উঠেছে। কয়েক দফায় চালের দাম বেড়েছে।
এদিকে, চালের অবৈধ মজুদ রাখার অভিযোগে চালকল সমিতির সভাপতি আবদুর রশিদ ও সাধারণ সম্পাদক লায়েক আলীকে  গ্রেপ্তারের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। আজ রোববার সচিবালয়ে জেলা প্রশাসকদের এ নির্দেশ দেন তিনি। আবদুর রশিদের বাড়ি কুষ্টিয়ায়। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী রশিদের গুদামে অভিযান চালিয়ে অতিরিক্ত চাল মজুদের প্রমাণ পায়। ওই সময় রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চালের বাজারে অস্থিরতা : লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম

আপলোড টাইম : ০৬:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭

কুষ্টিয়ায় রশিদ এগ্রোফুডে তল্লাশী : রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা

অস্বাভাবিক ও অবৈধ মজুতদারদের চিহ্নিত করে তাদের গুদামে অভিযানের নির্দেশ
সমীকরণ ডেস্ক: চালের বাজারের অস্থিরতা থামছে না। অব্যাহতভাবে বাড়ছে চালের দাম। তদারক কর্তৃপক্ষ, মিলমালিক, আড়তদার ও খুচরা ব্যবসায়ীরা এজন্য একে অপরকে দুষছে। সরকারের তরফে কড়া হুঁশিয়ারি দেয়া হচ্ছে মজুতদারির বিরুদ্ধে। গতকাল চালের বাজার পরিস্থিতি নিয়ে মিলমালিকদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্য ও খাদ্যমন্ত্রী। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, অস্বাভাবিক ও অবৈধ মজুতদারদের চিহ্নিত করে তাদের গুদামে অভিযানের নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনে তাদের গ্রেপ্তার করতে বলা হয়েছে। দিনে সচিবালয়ে বৈঠকের পর কুষ্টিয়ায় বাংলাদেশ রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুর রশিদের গুদামে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। তবে ওই গুদামে আটক বা জব্দ করার মতো কোনো চাল ছিল না। পরে আরো কয়েকটি মিল ও গুদামে অভিযান চালানো হয়। এদিকে চালের দাম বাড়ার অস্থিরতার মধ্যে গতকাল থেকে শুরু হয়েছে খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম। তবে নির্ধারিত সব স্পটে চাল বিক্রি হয়নি। ডিলাররা জানিয়েছেন প্রস্তুতি না থাকায় এমনটা হয়েছে। রাজধানীতে ওএমএস এর ডিলাররা আতপ চাল বিক্রি করায় এতে ক্রেতাও কম। গতকাল কয়েকটি দোকান ঘুরে দেখা গেছে বিকাল পর্যন্ত দিনের বরাদ্দের অর্ধেক চালও বিক্রি হয়নি। আতপ চাল বলে অনেকে তা নিতে চাইছেন না। দ্বিগুণ দাম বাড়িয়ে এবার ৩০ টাকা কেজি দরে ওএমএস’র চাল বিক্রি হচ্ছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে চালের বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবে গতকাল মিল মালিকদের ডেকে বৈঠক করেন দুই মন্ত্রী। আগামী মঙ্গলবার চালের বাজার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে মন্ত্রণালয়ে ফের বৈঠক ডাকা হয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, বাংলাদেশ চালকল সমিতির সভাপতি আবদুর রশিদের প্রতিষ্ঠান রশিদ অ্যাগ্রোফুড লিমিটেডে অভিযান শেষ করেছে বাজার নিয়ন্ত্রণ কমিটি। এ ছাড়া রশিদের দুটি চালকল ও গুদামেও তল্লাশি চালানো হয়। গতকাল রোববার বিকেলে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে এ অভিযান চলে। চালের দামের ঊর্ধ্বগতি বিষয়ে জানতে রশিদের ওই প্রতিষ্ঠানে পর্যবেক্ষণ অভিযান চালানো হয় বলে জানা যায়।
কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে বাজার নিয়ন্ত্রণ কমিটির সদস্যরা রশিদ অ্যাগ্রোফুড মিলে চাল বা ধানের মজুদ আছে কি না, তা পর্যবেক্ষণ করেন। এ সময় রশিদের দুটি কলে ও গুদামে তল্লাশি চালানো হয়।
বাজার নিয়ন্ত্রণ কমিটির সভাপতি কুষ্টিয়া জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, চালের বাজার নিয়ন্ত্রণে বাজার তদারকির অংশ হিসেবে রশিদ অ্যাগ্রোফুডসহ খাজানগরের কয়েকটি চালকলে এ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। বেশ কিছু দিন ধরে কুষ্টিয়াসহ দেশের চালের বাজার অস্থির হয়ে উঠেছে। কয়েক দফায় চালের দাম বেড়েছে।
এদিকে, চালের অবৈধ মজুদ রাখার অভিযোগে চালকল সমিতির সভাপতি আবদুর রশিদ ও সাধারণ সম্পাদক লায়েক আলীকে  গ্রেপ্তারের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। আজ রোববার সচিবালয়ে জেলা প্রশাসকদের এ নির্দেশ দেন তিনি। আবদুর রশিদের বাড়ি কুষ্টিয়ায়। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী রশিদের গুদামে অভিযান চালিয়ে অতিরিক্ত চাল মজুদের প্রমাণ পায়। ওই সময় রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।