ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চালক চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ের কামরুলকে হত্যা করে ইজিবাইক ছিনতাই

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭
  • / ৪৪২ বার পড়া হয়েছে

যাত্রীবেশে ইজিবাইক ভাড়া নিয়ে আলমডাঙ্গার যাদবপুর-কুমারী গ্রামের সেচ ক্যানেলের কাছে নৃশংসতা

আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার যাদবপুর-কুমারী গ্রামের মাঝামাঝি সেচ ক্যানেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক কামরুল ইসলাম (২২) চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড়ে বঙ্গজ বিস্কুট কারখানা এলাকার আব্দুস সালামের ছেলে। প্রাথমিকভাবে পুলিশের ধারনা কামরুলের তার কাছে থাকা চার্জার ইজিবাইকটি কেড়ে নিতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহতের বাবা আব্দুস সালাম জানান, তার ছেলে কামরুল গত সোমবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয়। সে চার্জার অটো ভাড়া নিয়ে চালাতো। এদিন বিকাল ৫টার দিকে বাড়িতে মোবাইল কল দিয়ে জানায় যে, সে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামে তার মামা ওমর ফারুকের সঙ্গে আছে। সেখানে সে যাত্রী নিয়ে গিয়েছিলো। এরপর সন্ধ্যা ৭টার দিকে সে বাড়িতে মোবাইল কল দিয়ে তার ছোট ভাই আকাশকে জানায়, সে একটা ভাড়া পাওয়ার কারনে চুয়াডাঙ্গায় ফিরতে দেরি হবে। এরপর তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেলে তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি করে ব্যার্থ হয়।
আলমডাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, এলাকার লোকজনের কাছে খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা উপজেলার যাদবপুর-কুমারী গ্রামের মাঝামাঝি সেচ ক্যানেল থেকে কামরুলের লাশটি উদ্ধার করা হয়। তবে তার কাছে থাকা চার্জার অটোটি উদ্ধার করা যায়নি। লাশ উদ্ধারের সময় নিচের অংশে জাঙ্গিয়া ছাড়া কিছুই ছিলো না। জামাটি ছেঁড়া ছিলো। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তার কাছে থাকা চার্জার অটোটি কেড়ে নিতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি হত্যা ও ছিনতাই মামলা রজু করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চালক চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ের কামরুলকে হত্যা করে ইজিবাইক ছিনতাই

আপলোড টাইম : ০৬:০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭

যাত্রীবেশে ইজিবাইক ভাড়া নিয়ে আলমডাঙ্গার যাদবপুর-কুমারী গ্রামের সেচ ক্যানেলের কাছে নৃশংসতা

আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার যাদবপুর-কুমারী গ্রামের মাঝামাঝি সেচ ক্যানেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক কামরুল ইসলাম (২২) চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড়ে বঙ্গজ বিস্কুট কারখানা এলাকার আব্দুস সালামের ছেলে। প্রাথমিকভাবে পুলিশের ধারনা কামরুলের তার কাছে থাকা চার্জার ইজিবাইকটি কেড়ে নিতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহতের বাবা আব্দুস সালাম জানান, তার ছেলে কামরুল গত সোমবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয়। সে চার্জার অটো ভাড়া নিয়ে চালাতো। এদিন বিকাল ৫টার দিকে বাড়িতে মোবাইল কল দিয়ে জানায় যে, সে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামে তার মামা ওমর ফারুকের সঙ্গে আছে। সেখানে সে যাত্রী নিয়ে গিয়েছিলো। এরপর সন্ধ্যা ৭টার দিকে সে বাড়িতে মোবাইল কল দিয়ে তার ছোট ভাই আকাশকে জানায়, সে একটা ভাড়া পাওয়ার কারনে চুয়াডাঙ্গায় ফিরতে দেরি হবে। এরপর তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেলে তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি করে ব্যার্থ হয়।
আলমডাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, এলাকার লোকজনের কাছে খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা উপজেলার যাদবপুর-কুমারী গ্রামের মাঝামাঝি সেচ ক্যানেল থেকে কামরুলের লাশটি উদ্ধার করা হয়। তবে তার কাছে থাকা চার্জার অটোটি উদ্ধার করা যায়নি। লাশ উদ্ধারের সময় নিচের অংশে জাঙ্গিয়া ছাড়া কিছুই ছিলো না। জামাটি ছেঁড়া ছিলো। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তার কাছে থাকা চার্জার অটোটি কেড়ে নিতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি হত্যা ও ছিনতাই মামলা রজু করা হয়েছে।