ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চালককে এলোপাতাড়ি কুপিয়ে পাখিভ্যান ছিনতাই!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
  • / ১১৫ বার পড়া হয়েছে

দর্শনা-হিজলগাড়ী সড়কে রাতের বেলা যাত্রীবেশে ছিনতাইকারীর তাণ্ডব
দর্শনা অফিস:
দর্শনায় যাত্রীসেজে শুভ (১৬) নামের এক পাখিভ্যানচালককে এলোপাতাড়ি কুপিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সোয়া ৯টার দিকে দর্শনা-হিজলগাড়ী সড়কে দোয়েল ইটভাটার নিকট এ ঘটনা ঘটে। এসময় যাত্রীবেশে থাকা ওই দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে পাখিভ্যানচালককে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে তার পাখিভ্যান ছিনতাই করে পালয়ে যায়। পরে পাখিভ্যানচালক শুভ রক্তাক্ত অবস্থায় পায়ে হেটে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর স্কুলপাড়ার মোড়ে পৌঁছালে স্থানীয় ব্যক্তিরা তাঁকে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্যাঠাই। রক্তাক্ত জখম পাখিভ্যানচালক দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্টস্টেশন বাজারপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।
জানা যায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে যাত্রীসেজে এক ছিনতাইকারী দর্শনা দক্ষিণ চাঁদপুর হল্টস্টেশন বাজার থেকে দোস্তগ্রামে যাওয়ার কথা বলে শুভর পাভিভ্যানে ওঠেন। শুভ একা ওই যাত্রীকে নিয়ে যাত্রা শুরু করে। পথিমধ্যে দর্শনা-হিজলগাড়ী সড়কের দোয়েল ইটভাটার নিকট পৌঁছালে যাত্রীবেশি ওই ছিনতাইকারী একটি ধারালো দেশীয় অস্ত্র দিয়ে শুভকে পিছন থেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। শুভ অস্ত্রের কোপে রক্তাক্ত জখম হয়ে পাখিভ্যান থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। এসময় ওই ছিনতাইকারী শুভর সারাদিনের উপার্জনের টাকা ছিনিয়ে নিতে চাই। শুভ টাকা না দিতে চাইলে তাঁকে আরও কয়েকটি কোপ মেরে শুভর কাছে থাকা টাকা ও পাখিভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পারে শুভ রক্তাক্ত অবস্থায় কোনো মতে পায়ে হেটে দক্ষিণ চাঁদপুর স্কুলপাড়ার মোড়ে পৌঁছায়। সেখানে উপস্থিত কয়েকজন তাঁকে অন্য একটি পাখিভ্যানযোগে চাঁদপুর হল্টস্টেশন মোড়ের একটি ফার্মেসীতে চিকিৎসার জন্য নেয়। এসময় স্থানীয়রা শুভর পরিবারের সদস্যদেরকে খবর দিলে তাঁরা শুভকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালে এনে ভর্তি করে। এদিকে, ছিনতাইয়ের ঘটনার বিষয়ে জানতে পেরে দর্শনা থানা-পুলিশের একটি টিম ঘটনার তদন্তে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং পাখিভ্যানসহ ছিনতাইকারীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দর্শনা দক্ষিণ চাঁদপুর স্কুলপাড়া মোড়ের কয়েকজন জানান, ‘পাখিভ্যানচালক শুভ রক্তাক্ত অবস্থায় একা একা পায়ে হেটে মোড়ে এসে মাটিতে লুটিয়ে পড়ে। আমরা দ্রুত তাঁকে একটি ফার্মেসিতে নিয়ে যায়। সেখানে শুভর সঙ্গে কথা বলে জানতে পারি এক যাত্রী নিয়ে সে দোস্তগ্রামের দিকে যাচ্ছিলো। দোয়েল ইটভাটার কাছে পৌঁছালে যাত্রীটি তাঁকে আক্রমণ করে ভ্যান ও টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমরা তাকে চিকিৎসার জন্য হল্টস্টেশনের দিকে নিয়ে যায়। তাঁরা আরও বলেন, ঐ রাস্তায় প্রায়ই এ ধরণের ঘটনা ঘটে। তারপরেও পুলিশি টহল থাকে না। রাস্তাটি এখন অনিরাপদ হয়ে উঠেছে।’
এবিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজল বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই দর্শনা থানা-পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। রাস্তাটি রাতের বেলা নির্জন হয়ে ওঠে, যে কারণে ছিনতাইকারী তাকে কৌশলে ঐ রাস্তায় নিয়ে যায়। উক্ত ছিনতাইকারীকে ধরতে থানা পুলিশের একটি টিম মাঠে সক্রিয় রয়েছে। এ ঘটনায় আহত পাখিভ্যানচালক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানতে পেরেছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চালককে এলোপাতাড়ি কুপিয়ে পাখিভ্যান ছিনতাই!

আপলোড টাইম : ১১:০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০

দর্শনা-হিজলগাড়ী সড়কে রাতের বেলা যাত্রীবেশে ছিনতাইকারীর তাণ্ডব
দর্শনা অফিস:
দর্শনায় যাত্রীসেজে শুভ (১৬) নামের এক পাখিভ্যানচালককে এলোপাতাড়ি কুপিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সোয়া ৯টার দিকে দর্শনা-হিজলগাড়ী সড়কে দোয়েল ইটভাটার নিকট এ ঘটনা ঘটে। এসময় যাত্রীবেশে থাকা ওই দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে পাখিভ্যানচালককে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে তার পাখিভ্যান ছিনতাই করে পালয়ে যায়। পরে পাখিভ্যানচালক শুভ রক্তাক্ত অবস্থায় পায়ে হেটে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর স্কুলপাড়ার মোড়ে পৌঁছালে স্থানীয় ব্যক্তিরা তাঁকে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্যাঠাই। রক্তাক্ত জখম পাখিভ্যানচালক দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্টস্টেশন বাজারপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।
জানা যায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে যাত্রীসেজে এক ছিনতাইকারী দর্শনা দক্ষিণ চাঁদপুর হল্টস্টেশন বাজার থেকে দোস্তগ্রামে যাওয়ার কথা বলে শুভর পাভিভ্যানে ওঠেন। শুভ একা ওই যাত্রীকে নিয়ে যাত্রা শুরু করে। পথিমধ্যে দর্শনা-হিজলগাড়ী সড়কের দোয়েল ইটভাটার নিকট পৌঁছালে যাত্রীবেশি ওই ছিনতাইকারী একটি ধারালো দেশীয় অস্ত্র দিয়ে শুভকে পিছন থেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। শুভ অস্ত্রের কোপে রক্তাক্ত জখম হয়ে পাখিভ্যান থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। এসময় ওই ছিনতাইকারী শুভর সারাদিনের উপার্জনের টাকা ছিনিয়ে নিতে চাই। শুভ টাকা না দিতে চাইলে তাঁকে আরও কয়েকটি কোপ মেরে শুভর কাছে থাকা টাকা ও পাখিভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পারে শুভ রক্তাক্ত অবস্থায় কোনো মতে পায়ে হেটে দক্ষিণ চাঁদপুর স্কুলপাড়ার মোড়ে পৌঁছায়। সেখানে উপস্থিত কয়েকজন তাঁকে অন্য একটি পাখিভ্যানযোগে চাঁদপুর হল্টস্টেশন মোড়ের একটি ফার্মেসীতে চিকিৎসার জন্য নেয়। এসময় স্থানীয়রা শুভর পরিবারের সদস্যদেরকে খবর দিলে তাঁরা শুভকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালে এনে ভর্তি করে। এদিকে, ছিনতাইয়ের ঘটনার বিষয়ে জানতে পেরে দর্শনা থানা-পুলিশের একটি টিম ঘটনার তদন্তে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং পাখিভ্যানসহ ছিনতাইকারীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দর্শনা দক্ষিণ চাঁদপুর স্কুলপাড়া মোড়ের কয়েকজন জানান, ‘পাখিভ্যানচালক শুভ রক্তাক্ত অবস্থায় একা একা পায়ে হেটে মোড়ে এসে মাটিতে লুটিয়ে পড়ে। আমরা দ্রুত তাঁকে একটি ফার্মেসিতে নিয়ে যায়। সেখানে শুভর সঙ্গে কথা বলে জানতে পারি এক যাত্রী নিয়ে সে দোস্তগ্রামের দিকে যাচ্ছিলো। দোয়েল ইটভাটার কাছে পৌঁছালে যাত্রীটি তাঁকে আক্রমণ করে ভ্যান ও টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমরা তাকে চিকিৎসার জন্য হল্টস্টেশনের দিকে নিয়ে যায়। তাঁরা আরও বলেন, ঐ রাস্তায় প্রায়ই এ ধরণের ঘটনা ঘটে। তারপরেও পুলিশি টহল থাকে না। রাস্তাটি এখন অনিরাপদ হয়ে উঠেছে।’
এবিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজল বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই দর্শনা থানা-পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। রাস্তাটি রাতের বেলা নির্জন হয়ে ওঠে, যে কারণে ছিনতাইকারী তাকে কৌশলে ঐ রাস্তায় নিয়ে যায়। উক্ত ছিনতাইকারীকে ধরতে থানা পুলিশের একটি টিম মাঠে সক্রিয় রয়েছে। এ ঘটনায় আহত পাখিভ্যানচালক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানতে পেরেছি।’