ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
  • / ১৯৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাস আতঙ্ক : সরোজগঞ্জে বেশি দামে চাল বিক্রি
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস আতঙ্কে সারা দেশ যখন বিপর্যস্ত, তখন অতিরিক্ত মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করে বাজার অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছেন। চলমান পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতাই গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান জেলার সব থেকে বড় চালের বাজার সরোজগঞ্জে অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, চলমান বিপর্যয়কে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত দামে চাল বিক্রি করছেন, এমন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপযুক্ত প্রমাণের ভিত্তিতে বাজারের খুচরা চাল বিক্রেতা মুক্তার আলীকে ১৫ হাজার টাকা, পিণ্টুর দোকানে ৫ হাজার টাকা, নাসির উদ্দিনের দোকানে ৫ হাজার টাকা ও পাইকারি চাল বিক্রেতা মেসার্স জাহানারা ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, করোনাভাইরাস আতঙ্কের মধ্যে চুয়াডাঙ্গায় নিত্যপণ্যের বাজার সহনীয় রাখতে গত শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার নিজে বাজার মনিটরিং করেন। এ সময় জেলা প্রশাসক শহরের বড় বাজারের পাইকারি আড়ত, খুচরা বাজারসহ চালের আড়তগুলো মনিটরিং করেন। এ ছাড়া গত শুক্রবার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ব্যবসায়ীদের সর্তক করে বলেন, কোনো অবস্থাতেই নিত্যপণ্যের বাজার অস্থির করা যাবে না। যাঁরা এমন অসাধুপায় অবলম্বন করবেন, তাঁদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে। তিনি জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখন থেকে প্রতিদিন জেলা সদরসহ জেলার চারটি উপজেলাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বাজার মনিটরিং করবেন। কোনো অবস্থাতেই বাজার পরিস্থিতি অস্থিতিশীল করতে দেওয়া হবে না। যাঁরা এমন দেশবিরোধী কাজে লিপ্ত থাকবেন, গোয়েন্দাদের মাধ্যমে তালিকা করে তাঁদের আইনের আওতায় নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড টাইম : ১০:০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০

করোনাভাইরাস আতঙ্ক : সরোজগঞ্জে বেশি দামে চাল বিক্রি
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস আতঙ্কে সারা দেশ যখন বিপর্যস্ত, তখন অতিরিক্ত মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করে বাজার অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছেন। চলমান পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতাই গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান জেলার সব থেকে বড় চালের বাজার সরোজগঞ্জে অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, চলমান বিপর্যয়কে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত দামে চাল বিক্রি করছেন, এমন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপযুক্ত প্রমাণের ভিত্তিতে বাজারের খুচরা চাল বিক্রেতা মুক্তার আলীকে ১৫ হাজার টাকা, পিণ্টুর দোকানে ৫ হাজার টাকা, নাসির উদ্দিনের দোকানে ৫ হাজার টাকা ও পাইকারি চাল বিক্রেতা মেসার্স জাহানারা ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, করোনাভাইরাস আতঙ্কের মধ্যে চুয়াডাঙ্গায় নিত্যপণ্যের বাজার সহনীয় রাখতে গত শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার নিজে বাজার মনিটরিং করেন। এ সময় জেলা প্রশাসক শহরের বড় বাজারের পাইকারি আড়ত, খুচরা বাজারসহ চালের আড়তগুলো মনিটরিং করেন। এ ছাড়া গত শুক্রবার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ব্যবসায়ীদের সর্তক করে বলেন, কোনো অবস্থাতেই নিত্যপণ্যের বাজার অস্থির করা যাবে না। যাঁরা এমন অসাধুপায় অবলম্বন করবেন, তাঁদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে। তিনি জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখন থেকে প্রতিদিন জেলা সদরসহ জেলার চারটি উপজেলাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বাজার মনিটরিং করবেন। কোনো অবস্থাতেই বাজার পরিস্থিতি অস্থিতিশীল করতে দেওয়া হবে না। যাঁরা এমন দেশবিরোধী কাজে লিপ্ত থাকবেন, গোয়েন্দাদের মাধ্যমে তালিকা করে তাঁদের আইনের আওতায় নেওয়া হবে।