ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চাঁদে ধারণার চেয়ে বেশি পানির সন্ধান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
  • / ১২৯ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক:
চাঁদ কী শুষ্ক? কিছুদিন আগেও এই প্রশ্নের উত্তর হতে পারতো- হ্যাঁ। কিন্তু সেই ধারণা এবার ভুল প্রমাণিত হলো। ১১ বছর পর চাঁদে পানির সন্ধান মিলেছে। গবেষণা বলছে, চাঁদে শুধু পানি আছে তা নয় যতটা অনুমান করা হয়েছিলো তারচেয়েও বেশি পানি জমায়েত আছে। নাসার বিজ্ঞানীরা নেচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত পৃথক দুই গবেষণা প্রবন্ধে এ সংক্রান্ত তথ্যপ্রমাণ হাজির করেছেন। নাসার পরিচালক জিম ব্রাইডেনস্টাইন জানিয়েছেন, ‘এখনও আমরা জানি না এই সম্পদ আমরা কী করে ব্যবহার করব’, তবে আণবিক জলের অস্তিত্বের স্পষ্ট এই আবিষ্কার চাঁদে ভবিষ্যৎ অভিযান ও মহাশূন্যে আরও গভীর অভিযান এবং অনুসন্ধান চালানো সহজ করবে বলে মন্তব্য করেছেন তিনি।
আগের গবেষণাগুলোতে বলা হয়েছিল চাঁদের অন্ধকারাচ্ছন্ন অংশের গর্তগুলোতেই কেবল পানি আছে। সবশেষ আবিষ্কারে বিজ্ঞানীদের দাবি, চাঁদের সূর্যালোক পৃষ্ঠেও আণবিক পানি রয়েছে। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞানীদের উদ্ধৃতি তুলে ধরে ‘নেচার অ্যাসট্রনমি’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যা আশা করা হয়েছিল, তার চেয়ে অনেক বেশি পরিমাণ পানি আছে চাঁদে। এতদিন বিজ্ঞানীরা তা বুঝতে পারেননি কারণ, চাঁদের যে অংশে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে বরফের আকারে জমে আছে অনেকখানি পানি। কয়েক কোটি বছর ধরে ওই পানি ওই ভাবে জমে থাকার কারণে বিজ্ঞানীরা এতদিন তা বুঝতে পারেননি। নাসার বক্তব্য, নতুন এই আবিষ্কার মহাকাশ বিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে দিল। এখন মহাকাশচারীরা চাঁদে গিয়ে চাঁদের পানিই পান করতে পারবেন। রকেটের ফুয়েল তৈরির কাজেও ওই পানি ব্যবহার করা যাবে।
চাঁদের দুইটি দিক। এক দিকে সূর্যের আলো পৌঁছায়, অন্য দিকে পৌঁছায় না। অতন্দ্র অন্ধকার। বিজ্ঞানীরা দেখেছেন, ওই অঞ্চলে জমাট বরফের আকারে বিপুল পরিমাণ পানি জমে আছে। শুধু তাই নয়, যে দিকে সূর্যের আলো পৌঁছয়, সেখানেও পানির মলিকিউল পাওয়া গিয়েছে। চাঁদের অন্ধকার দিকের তাপমাত্রা হিমাঙ্কের ১৩২ ডিগ্রি নীচে। কোটি কোটি বছর ধরে সেখানে পানি বরফের আকারে আছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এতদিন ওই অঞ্চল শুকনো পাথরের মতো বলে মনে করতেন বিজ্ঞানীরা। এদিকে বিজ্ঞানীরা বলছেন, চাঁদে পানির সন্ধান পাওয়া গবেষণার পথ আরও সুগম করলো। এর ফলে আরও নতুন নতুন পরীক্ষার দ্বার উন্মোচিত হলো। এ নিয়ে নাসা অত্যন্ত আশাবাদী ও আনন্দিত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চাঁদে ধারণার চেয়ে বেশি পানির সন্ধান

আপলোড টাইম : ১০:৩০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০

প্রযুক্তি ডেস্ক:
চাঁদ কী শুষ্ক? কিছুদিন আগেও এই প্রশ্নের উত্তর হতে পারতো- হ্যাঁ। কিন্তু সেই ধারণা এবার ভুল প্রমাণিত হলো। ১১ বছর পর চাঁদে পানির সন্ধান মিলেছে। গবেষণা বলছে, চাঁদে শুধু পানি আছে তা নয় যতটা অনুমান করা হয়েছিলো তারচেয়েও বেশি পানি জমায়েত আছে। নাসার বিজ্ঞানীরা নেচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত পৃথক দুই গবেষণা প্রবন্ধে এ সংক্রান্ত তথ্যপ্রমাণ হাজির করেছেন। নাসার পরিচালক জিম ব্রাইডেনস্টাইন জানিয়েছেন, ‘এখনও আমরা জানি না এই সম্পদ আমরা কী করে ব্যবহার করব’, তবে আণবিক জলের অস্তিত্বের স্পষ্ট এই আবিষ্কার চাঁদে ভবিষ্যৎ অভিযান ও মহাশূন্যে আরও গভীর অভিযান এবং অনুসন্ধান চালানো সহজ করবে বলে মন্তব্য করেছেন তিনি।
আগের গবেষণাগুলোতে বলা হয়েছিল চাঁদের অন্ধকারাচ্ছন্ন অংশের গর্তগুলোতেই কেবল পানি আছে। সবশেষ আবিষ্কারে বিজ্ঞানীদের দাবি, চাঁদের সূর্যালোক পৃষ্ঠেও আণবিক পানি রয়েছে। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞানীদের উদ্ধৃতি তুলে ধরে ‘নেচার অ্যাসট্রনমি’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যা আশা করা হয়েছিল, তার চেয়ে অনেক বেশি পরিমাণ পানি আছে চাঁদে। এতদিন বিজ্ঞানীরা তা বুঝতে পারেননি কারণ, চাঁদের যে অংশে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে বরফের আকারে জমে আছে অনেকখানি পানি। কয়েক কোটি বছর ধরে ওই পানি ওই ভাবে জমে থাকার কারণে বিজ্ঞানীরা এতদিন তা বুঝতে পারেননি। নাসার বক্তব্য, নতুন এই আবিষ্কার মহাকাশ বিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে দিল। এখন মহাকাশচারীরা চাঁদে গিয়ে চাঁদের পানিই পান করতে পারবেন। রকেটের ফুয়েল তৈরির কাজেও ওই পানি ব্যবহার করা যাবে।
চাঁদের দুইটি দিক। এক দিকে সূর্যের আলো পৌঁছায়, অন্য দিকে পৌঁছায় না। অতন্দ্র অন্ধকার। বিজ্ঞানীরা দেখেছেন, ওই অঞ্চলে জমাট বরফের আকারে বিপুল পরিমাণ পানি জমে আছে। শুধু তাই নয়, যে দিকে সূর্যের আলো পৌঁছয়, সেখানেও পানির মলিকিউল পাওয়া গিয়েছে। চাঁদের অন্ধকার দিকের তাপমাত্রা হিমাঙ্কের ১৩২ ডিগ্রি নীচে। কোটি কোটি বছর ধরে সেখানে পানি বরফের আকারে আছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এতদিন ওই অঞ্চল শুকনো পাথরের মতো বলে মনে করতেন বিজ্ঞানীরা। এদিকে বিজ্ঞানীরা বলছেন, চাঁদে পানির সন্ধান পাওয়া গবেষণার পথ আরও সুগম করলো। এর ফলে আরও নতুন নতুন পরীক্ষার দ্বার উন্মোচিত হলো। এ নিয়ে নাসা অত্যন্ত আশাবাদী ও আনন্দিত।