ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চাঁদার টাকা না পেয়ে বামন্দী এলাকার পাঁচটি ইটভাটায় সন্ত্রাসীদের হামলা : তিনজন গুরুতরসহ ১৫ শ্রমিক আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭
  • / ৪৬২ বার পড়া হয়েছে

গাংনীতে আবারও চরমপন্থী সংগঠ মাথাচারা দিয়ে উঠেছে চাঁদাবাজচক্র : বেআইনি সংগঠনের নামে চিঠি

গাংনী অফিস: গতবছরে পুলিশের গুলিতে কয়েকজন সন্ত্রাসী নিহত হলে অনেকটাই চাদাবাজি বন্ধ হয়ে যায়। ভাটামালিকরা গতবছরে ভালোভাবেই ব্যবসা করে। চাদাবাজদের ভয়ে গতবছরে ভাটার আগুন বন্ধ হয়নি। কিন্তু চলতি আবারো চাদাবাজদের লেখা চিরকুট পেলেন কয়েকটি ভাটামালিক। মানুষের মাঝে আবারো নতুন করে পুরনো ভয়। হঠাৎ কি চাদাবাজরা মাথাচারা দিয়ে উঠলো? নাকি ঠান্ডা মাথায় সন্ত্রাসীরা আবারো গাংনীতে তাদের আধিপত্য বিস্তার করছে?
নভেম্বর মাসের প্রথমদিকে গাংনী উপজেলার কাজিপুর গ্রামে মাঠে মস্তকবিহিন লাশ উদ্ধার হয়। তার একদিনের মাথায় ষোলটাকা ইউনিয়নের শহরবাড়িয়া গ্রামের নোনার বিলে শহরবাড়িয়া গ্রামের একজনের জামাতা ও মহাম্মদপুর গ্রামের ছেলে ভ্যানচালকের লাশ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তার কয়েকদিনের মাথায় গাংনীর সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের বাড়ির সামনে বোমা উদ্ধার করে পুলিশ। গত কয়েকদিনে বামন্দী ও পাকুরিয়া গ্রামে দিনের বেলায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বামন্দী এলাকার ৫টি ইটভাটায় চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বামন্দী এলাকার কাইছার, তোফায়েল, খবির, পারভেজ ও আনারুল নামক ইটভাটায় সন্ত্রাসীরা এ হামলা চালায়। হামলায় ১৫ জন ইটভাটার শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তারা হলেন- ইটভাটার শ্রমিক রিপন আলী (৩০), জামান হোসেন (৪০) ও মহিবুল ইসলাম (৩৪)। গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকীরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
ইটভাটার মালিক খবির উদ্দীন ও আনারুল ইসলাম জানান, এলাকার ৫টি ইটভাটার মালিকের কাছ থেকে এক লাখ টাকা করে চাঁদা দাবী করে সন্ত্রাসীরা। ইটভাটার মালিকরা ওই টাকা না দেওয়ায় সন্ত্রাসীরা ইটভাটার শ্রমিকদের উপর হামলা করে। সন্ত্রাসীদের ভয়ে বর্তমানে ইটভাটায় কাজ করতে আসছেনা। এদিকে সন্ত্রাসীরা শ্রমিক হামলার পর ওই ইটভাটাগুলোতে বেআইনী সংগঠনের নাম সম্বলিত চিরকুট রেখে গেছে। চিরকুটে জনযুদ্ধ (এমএল)-এর খুলনা বিভাগীয় সেকেন্ড-ইন কমান্ড কাজল নামে পরিচয় দিয়ে লেখা ছিল। এ ঘটনায় গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, হামলাকারীদের আটক করতে পুলিশের কয়েকটি দল মাঠে নেমেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চাঁদার টাকা না পেয়ে বামন্দী এলাকার পাঁচটি ইটভাটায় সন্ত্রাসীদের হামলা : তিনজন গুরুতরসহ ১৫ শ্রমিক আহত

আপলোড টাইম : ১০:৫৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭

গাংনীতে আবারও চরমপন্থী সংগঠ মাথাচারা দিয়ে উঠেছে চাঁদাবাজচক্র : বেআইনি সংগঠনের নামে চিঠি

গাংনী অফিস: গতবছরে পুলিশের গুলিতে কয়েকজন সন্ত্রাসী নিহত হলে অনেকটাই চাদাবাজি বন্ধ হয়ে যায়। ভাটামালিকরা গতবছরে ভালোভাবেই ব্যবসা করে। চাদাবাজদের ভয়ে গতবছরে ভাটার আগুন বন্ধ হয়নি। কিন্তু চলতি আবারো চাদাবাজদের লেখা চিরকুট পেলেন কয়েকটি ভাটামালিক। মানুষের মাঝে আবারো নতুন করে পুরনো ভয়। হঠাৎ কি চাদাবাজরা মাথাচারা দিয়ে উঠলো? নাকি ঠান্ডা মাথায় সন্ত্রাসীরা আবারো গাংনীতে তাদের আধিপত্য বিস্তার করছে?
নভেম্বর মাসের প্রথমদিকে গাংনী উপজেলার কাজিপুর গ্রামে মাঠে মস্তকবিহিন লাশ উদ্ধার হয়। তার একদিনের মাথায় ষোলটাকা ইউনিয়নের শহরবাড়িয়া গ্রামের নোনার বিলে শহরবাড়িয়া গ্রামের একজনের জামাতা ও মহাম্মদপুর গ্রামের ছেলে ভ্যানচালকের লাশ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তার কয়েকদিনের মাথায় গাংনীর সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের বাড়ির সামনে বোমা উদ্ধার করে পুলিশ। গত কয়েকদিনে বামন্দী ও পাকুরিয়া গ্রামে দিনের বেলায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বামন্দী এলাকার ৫টি ইটভাটায় চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বামন্দী এলাকার কাইছার, তোফায়েল, খবির, পারভেজ ও আনারুল নামক ইটভাটায় সন্ত্রাসীরা এ হামলা চালায়। হামলায় ১৫ জন ইটভাটার শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তারা হলেন- ইটভাটার শ্রমিক রিপন আলী (৩০), জামান হোসেন (৪০) ও মহিবুল ইসলাম (৩৪)। গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকীরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
ইটভাটার মালিক খবির উদ্দীন ও আনারুল ইসলাম জানান, এলাকার ৫টি ইটভাটার মালিকের কাছ থেকে এক লাখ টাকা করে চাঁদা দাবী করে সন্ত্রাসীরা। ইটভাটার মালিকরা ওই টাকা না দেওয়ায় সন্ত্রাসীরা ইটভাটার শ্রমিকদের উপর হামলা করে। সন্ত্রাসীদের ভয়ে বর্তমানে ইটভাটায় কাজ করতে আসছেনা। এদিকে সন্ত্রাসীরা শ্রমিক হামলার পর ওই ইটভাটাগুলোতে বেআইনী সংগঠনের নাম সম্বলিত চিরকুট রেখে গেছে। চিরকুটে জনযুদ্ধ (এমএল)-এর খুলনা বিভাগীয় সেকেন্ড-ইন কমান্ড কাজল নামে পরিচয় দিয়ে লেখা ছিল। এ ঘটনায় গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, হামলাকারীদের আটক করতে পুলিশের কয়েকটি দল মাঠে নেমেছে।