ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় চালককে পিটিয়ে আহত : হাসপাতালে ভর্তি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৪৩৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কে থ্রি-হুইলারের ট্রিপ প্রতি ১’শ টাকা চাঁদা দাবী চাঁদাবাজ বিটু মাস্তানের
নিজস্ব প্রতিবেদক: চাঁদা দিতে অস্বীকৃতি জানানোই থ্রি-হুইলার চালক আব্দুস সালামকে (৩০) পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে চাঁদাবাজ বিটু ওরফে বিট্টু মাস্তান। আহত আব্দুস সালাম দর্শনা পৌর এলাকার হল্ট চাঁদপুর গ্রামের কফেজ উদ্দীনের ছেলে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে দামুড়হুদা ফকিরপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আহত সালামের স্বজনরা। দামুড়হুদা মডেল থানার ওসি জানিয়েছেন, এবিষয়ে এখনও কোন মামলা বা অভিযোগ কোন কিছুই হয়নি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জানা যায়, চুয়াডাঙ্গা কেদারগঞ্জ সিএন্ডবি পাড়ার মৃত সাফদার হোসেনের ছেলে বিটু ওরফে বিট্টু মাস্তান (৪৫) প্রতিদিন দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়কে চলাচলকারী থ্রি-হুইলার চালকদের কাছে প্রত্যেক ট্রিপ প্রতি ১০০ টাকা করে চাঁদা আদায় করে। রবিবার বিকালে থ্রি-হুইলার চালক আব্দুস সালাম চুয়াডাঙ্গা থেকে দামুড়হুদা যাওয়ার পথে দামুড়হুদা ফকিরপাড়ায় পৌছালে চাঁদাবাজ বিটু মাস্তান তার গাড়ি গতিরোধ করে ১০০ টাকা চাঁদা দাবী করে। চালক সালাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিটু মাস্তান তাকে গাড়ি থেকে নামিয়ে তার কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে।
এ ঘটনা সম্পর্কে থ্রি-হুইলার চালক আব্দুস সালামের কাছে জানতে চাইলে তিনি জানান, বিটু মাস্তান প্রতিদিনই গাড়ী প্রতি ১০০টাকা করে চাঁদা আদায় করে। রবিবার বিকালে সে প্রত্যেক ট্রিপ প্রতি ১০০টাকা করে চাঁদা দাবী করে। তার এই চাঁদা দিতে আমি অস্বীকৃতি জানালে সে তার কাছে থাকা দা ও রড দিয়ে আমাকে আঘাত করে। এ ঘটনায় অভিযুক্ত চাঁদাবাজ বিটু মাস্তানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিলো বলে আহতর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কে চলাচলকারী একাধিক থ্রি-হুইলার চালকদের সাথে কথা বললে তারা জানায়, বিটু মাস্তান দীর্ঘদিন যাবত সড়কে থ্রি-হুইলার চালকদের কাছে থেকে চাঁদা আদায় করে। আর দিন দিন বেড়েই চলেছে তার চাঁদাবাজীর দৌরাত্ম্য। সে চাঁদা না দিলে বিভিন্ন প্রকার ভয় ও প্রাণনাশের হুমকি প্রদান করে। তারা এই বিটু মাস্তানের হাত থেকে বাঁচতে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে। বিটু মাস্তান সম্পর্কে কেদারগঞ্জ সিএন্ডবি পাড়ার বাসিন্দারের সাথে কথা বললে তারা জানায়, বিটু কোন কাজ করেনা। সে ভয়ভীতি ও বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করে মানুষ ও সড়কে চলাচলকারী বিভিন্ন প্রকার গাড়ীর চালকদের কাছে থেকে চাঁদা আদায় করে। সে চাঁদার টাকা দিয়ে বিভিন্ন প্রকার নেশা জাতীয় দ্রব্য সেবন করে বলে জানায় স্থানীয়রা।
এদিকে এই ঘটনার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় চুয়াডাঙ্গা থ্রি-হুইলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। সেইসাথে অভিযুক্ত বিটু মাস্তানকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় চালককে পিটিয়ে আহত : হাসপাতালে ভর্তি

আপলোড টাইম : ১০:৫১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮

চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কে থ্রি-হুইলারের ট্রিপ প্রতি ১’শ টাকা চাঁদা দাবী চাঁদাবাজ বিটু মাস্তানের
নিজস্ব প্রতিবেদক: চাঁদা দিতে অস্বীকৃতি জানানোই থ্রি-হুইলার চালক আব্দুস সালামকে (৩০) পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে চাঁদাবাজ বিটু ওরফে বিট্টু মাস্তান। আহত আব্দুস সালাম দর্শনা পৌর এলাকার হল্ট চাঁদপুর গ্রামের কফেজ উদ্দীনের ছেলে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে দামুড়হুদা ফকিরপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আহত সালামের স্বজনরা। দামুড়হুদা মডেল থানার ওসি জানিয়েছেন, এবিষয়ে এখনও কোন মামলা বা অভিযোগ কোন কিছুই হয়নি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জানা যায়, চুয়াডাঙ্গা কেদারগঞ্জ সিএন্ডবি পাড়ার মৃত সাফদার হোসেনের ছেলে বিটু ওরফে বিট্টু মাস্তান (৪৫) প্রতিদিন দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়কে চলাচলকারী থ্রি-হুইলার চালকদের কাছে প্রত্যেক ট্রিপ প্রতি ১০০ টাকা করে চাঁদা আদায় করে। রবিবার বিকালে থ্রি-হুইলার চালক আব্দুস সালাম চুয়াডাঙ্গা থেকে দামুড়হুদা যাওয়ার পথে দামুড়হুদা ফকিরপাড়ায় পৌছালে চাঁদাবাজ বিটু মাস্তান তার গাড়ি গতিরোধ করে ১০০ টাকা চাঁদা দাবী করে। চালক সালাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিটু মাস্তান তাকে গাড়ি থেকে নামিয়ে তার কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে।
এ ঘটনা সম্পর্কে থ্রি-হুইলার চালক আব্দুস সালামের কাছে জানতে চাইলে তিনি জানান, বিটু মাস্তান প্রতিদিনই গাড়ী প্রতি ১০০টাকা করে চাঁদা আদায় করে। রবিবার বিকালে সে প্রত্যেক ট্রিপ প্রতি ১০০টাকা করে চাঁদা দাবী করে। তার এই চাঁদা দিতে আমি অস্বীকৃতি জানালে সে তার কাছে থাকা দা ও রড দিয়ে আমাকে আঘাত করে। এ ঘটনায় অভিযুক্ত চাঁদাবাজ বিটু মাস্তানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিলো বলে আহতর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কে চলাচলকারী একাধিক থ্রি-হুইলার চালকদের সাথে কথা বললে তারা জানায়, বিটু মাস্তান দীর্ঘদিন যাবত সড়কে থ্রি-হুইলার চালকদের কাছে থেকে চাঁদা আদায় করে। আর দিন দিন বেড়েই চলেছে তার চাঁদাবাজীর দৌরাত্ম্য। সে চাঁদা না দিলে বিভিন্ন প্রকার ভয় ও প্রাণনাশের হুমকি প্রদান করে। তারা এই বিটু মাস্তানের হাত থেকে বাঁচতে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে। বিটু মাস্তান সম্পর্কে কেদারগঞ্জ সিএন্ডবি পাড়ার বাসিন্দারের সাথে কথা বললে তারা জানায়, বিটু কোন কাজ করেনা। সে ভয়ভীতি ও বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করে মানুষ ও সড়কে চলাচলকারী বিভিন্ন প্রকার গাড়ীর চালকদের কাছে থেকে চাঁদা আদায় করে। সে চাঁদার টাকা দিয়ে বিভিন্ন প্রকার নেশা জাতীয় দ্রব্য সেবন করে বলে জানায় স্থানীয়রা।
এদিকে এই ঘটনার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় চুয়াডাঙ্গা থ্রি-হুইলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। সেইসাথে অভিযুক্ত বিটু মাস্তানকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।