ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চলন্ত মালবাহী ট্রেন থেকে চাল চুরি : দর্শনার দু’যুবক আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭
  • / ৩৩৯ বার পড়া হয়েছে

দর্শনা অফিস: চলন্ত মালবাহী ট্রেন থেকে চাল চুরি করার সময় উথলী স্টেশনের কাছে গিয়ে গ্যাড়াকলে পড়েছে দু’চোর মামুন ও অন্তর। উথলী রেলস্টেশনের কাছ থেকে গ্রামবাসীর সহযোগীতায় তাদের আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। পরে আটককৃতদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয় চুরিকৃত ৫৫ কেজি চাউল। জানা গেছে, সোমবার ভোরে ভারত থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন হয়ে যশোরের নওয়াপাড়া যাওয়ার পথে দর্শনা আন্তর্জাতিক স্টেশনের রেলইয়ার্ড সংলগ্ন স্থান থেকে চলন্ত ট্রেনে উঠে পড়ে চোর সিন্ডিকেটের তিন সদস্য। এসময় তারা বগির দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। ট্রেনটি উথলী স্টেশনের সন্নিকটে পৌছালে খুলনা থেকে ছেড়ে আসা ডাউন সীমান্ত ট্রেনটি যাওয়ার জন্য মালবাহী ট্রেনটি উথুলী ২নং প্লাটফর্মে রাখা হয়। এ সময় মামুন, অন্তর ও হৃদয় নামের তিন চোর হুক মেরে চাউল চুরি করতে থাকে। উথলী গ্রামের লোকজন ঘটনাটি দেখে চিৎকার দিলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছুটে এসে মামুন ও অন্তরকে আটক করে। এ সময় হৃদয় নামের আরেক চোর পালিয়ে যায়। আটককৃত চোর সদস্যরা দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার পির মিয়ার ছেলে মামুন (২৫) ও একই এলাকার হারুনের ছেলে অন্তর (২০)। উল্লেখ্য, মামুন গত ৪ ডিসেম্বরও দর্শনা ইর্য়াড থেকে চাল চুরি করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়। আটকের পর মামুন এ ধরনের কাজ না করার প্রতিশ্রুতিতে পরিবারের সদস্যরা মুচলেকা দিয়ে মুক্ত করে নিয়ে যায়। আটকের ১৪ দিন পার না হতেই আবার চুরির দায়ে আটক হয় সে। এ বিষয়ে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের নিরাপত্তা বিভাগের ইনচার্জ এসআই আলতাফ হোসেন জানান, মামুনকে একাধিকবার ভালো হওয়ার সুযোগ দিলেও সে এধরনের কাজ অব্যাহত রেখেছে। এ বিষয়ে এসআই আলতাব হোসেন বাদি হয়ে রেলওয়ের পোড়াদহ থানায় মামলা দায়ের করে হস্তান্তর করেছে বলে জানা যায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চলন্ত মালবাহী ট্রেন থেকে চাল চুরি : দর্শনার দু’যুবক আটক

আপলোড টাইম : ১১:৪৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭

দর্শনা অফিস: চলন্ত মালবাহী ট্রেন থেকে চাল চুরি করার সময় উথলী স্টেশনের কাছে গিয়ে গ্যাড়াকলে পড়েছে দু’চোর মামুন ও অন্তর। উথলী রেলস্টেশনের কাছ থেকে গ্রামবাসীর সহযোগীতায় তাদের আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। পরে আটককৃতদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয় চুরিকৃত ৫৫ কেজি চাউল। জানা গেছে, সোমবার ভোরে ভারত থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন হয়ে যশোরের নওয়াপাড়া যাওয়ার পথে দর্শনা আন্তর্জাতিক স্টেশনের রেলইয়ার্ড সংলগ্ন স্থান থেকে চলন্ত ট্রেনে উঠে পড়ে চোর সিন্ডিকেটের তিন সদস্য। এসময় তারা বগির দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। ট্রেনটি উথলী স্টেশনের সন্নিকটে পৌছালে খুলনা থেকে ছেড়ে আসা ডাউন সীমান্ত ট্রেনটি যাওয়ার জন্য মালবাহী ট্রেনটি উথুলী ২নং প্লাটফর্মে রাখা হয়। এ সময় মামুন, অন্তর ও হৃদয় নামের তিন চোর হুক মেরে চাউল চুরি করতে থাকে। উথলী গ্রামের লোকজন ঘটনাটি দেখে চিৎকার দিলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছুটে এসে মামুন ও অন্তরকে আটক করে। এ সময় হৃদয় নামের আরেক চোর পালিয়ে যায়। আটককৃত চোর সদস্যরা দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার পির মিয়ার ছেলে মামুন (২৫) ও একই এলাকার হারুনের ছেলে অন্তর (২০)। উল্লেখ্য, মামুন গত ৪ ডিসেম্বরও দর্শনা ইর্য়াড থেকে চাল চুরি করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়। আটকের পর মামুন এ ধরনের কাজ না করার প্রতিশ্রুতিতে পরিবারের সদস্যরা মুচলেকা দিয়ে মুক্ত করে নিয়ে যায়। আটকের ১৪ দিন পার না হতেই আবার চুরির দায়ে আটক হয় সে। এ বিষয়ে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের নিরাপত্তা বিভাগের ইনচার্জ এসআই আলতাফ হোসেন জানান, মামুনকে একাধিকবার ভালো হওয়ার সুযোগ দিলেও সে এধরনের কাজ অব্যাহত রেখেছে। এ বিষয়ে এসআই আলতাব হোসেন বাদি হয়ে রেলওয়ের পোড়াদহ থানায় মামলা দায়ের করে হস্তান্তর করেছে বলে জানা যায়।