ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঘাতক ট্রাক কেড়ে নিলো আসাদের প্রাণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮
  • / ৩১৮ বার পড়া হয়েছে

জীবননগরে প্রধান সড়কের পাশে রাখা বালি থেকে বিপত্তি
জীবননগর অফিস: জীবননগরে প্রধান সড়কের পাশে বালি রাখায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাইসাইকেল চালক আসাদের। গতকাল শুক্রবার সকাল ৯টার সময় জীবননগর শহরের পশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী সুত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে জীবননগর উপজেলার বাঁকা গ্রামের স্কুল পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে আসাদ (১৮) বাইসাইকেল চালিয়ে জীবননগরে আসছিল। জীবননগর উপজেলা পশু হাসাতালের সামনে পৌছালে সড়কের পাশেই বালি ব্যবসায়ীদের রাখা বালি থাকায় বাইসাইকেলের চাকা স্লিপ করে আসাদ সড়কের উপরে পড়ে যায়। এসময় একটি ট্রাক পিছন থেকে এসে তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে আসাদ গুরুতর আহত হলে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ছেলেটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। যশোর নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়া বলছে শহরের প্রধান সড়কের পাশেই বালি থাকায় প্রায় এ ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুুদুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, বাঁকা গ্রামের যে ছেলেটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এ বিষয়ে নিহতর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করেনি। এদিকে যুবক আসাদের অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ঘাতক ট্রাক কেড়ে নিলো আসাদের প্রাণ

আপলোড টাইম : ০৯:০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮

জীবননগরে প্রধান সড়কের পাশে রাখা বালি থেকে বিপত্তি
জীবননগর অফিস: জীবননগরে প্রধান সড়কের পাশে বালি রাখায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাইসাইকেল চালক আসাদের। গতকাল শুক্রবার সকাল ৯টার সময় জীবননগর শহরের পশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী সুত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে জীবননগর উপজেলার বাঁকা গ্রামের স্কুল পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে আসাদ (১৮) বাইসাইকেল চালিয়ে জীবননগরে আসছিল। জীবননগর উপজেলা পশু হাসাতালের সামনে পৌছালে সড়কের পাশেই বালি ব্যবসায়ীদের রাখা বালি থাকায় বাইসাইকেলের চাকা স্লিপ করে আসাদ সড়কের উপরে পড়ে যায়। এসময় একটি ট্রাক পিছন থেকে এসে তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে আসাদ গুরুতর আহত হলে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ছেলেটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। যশোর নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়া বলছে শহরের প্রধান সড়কের পাশেই বালি থাকায় প্রায় এ ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুুদুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, বাঁকা গ্রামের যে ছেলেটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এ বিষয়ে নিহতর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করেনি। এদিকে যুবক আসাদের অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।