ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গড়াইটুপিতে রাজু ও ডাউকিতে তরিকুল চেয়ারম্যান নির্বাচিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
  • / ২৩৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার তিন ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও ইভিএমে ছিল অস্বস্তি

সুষ্ঠু ও নিরপক্ষে নির্বাচন উপহার দিতে পেরে আমরা খুশি : ডিসি-এসপি
নিজস্ব প্রতিবেদক/আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি ইউপিতে সাধারণ নির্বাচন ও আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউপিতে চেয়ারম্যান পদে এবং খাদিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদে উপনির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। এই নির্বাচনে ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। এতে চুয়াডাঙ্গার গড়াইটুপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিকুর রহমান (রাজু মাস্টার) ও আলমডাঙ্গার ডাউকিতে নৌকা প্রতীকের প্রার্থী তরিকুল ইসলাম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া আলমডাঙ্গা খাদিমপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ডে মোরগ প্রতীক নিয়ে শিমুল হোসেন মেম্বার নির্বাচিত হয়েছেন। এদিকে, গড়াইটুপিতে ইভিএম পদ্ধতিতে এই প্রথম ভোট হওয়ায় ভোটারদের মধ্যে কিছুটা অস্বস্তি লক্ষ করা যায়। ভোট দিতে গিয়ে অনেকে একটু বিভ্রান্তিতে পড়লেও সুষ্ঠুভাবেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানা গেছে। গতকাল সকালেই ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এনির্বাচনের ফলাফল ঘোষণার পরে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘গড়াইটুপি, ডাউকি ও খাদিমপুর ইউপিতে শতভাগ সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে কোথাও কোনো অসুবিধার সৃষ্টি হয়নি। এমনকি কোনো অনাকাঙ্খিত ঘটনাও ঘটেনি। আমরা সার্বক্ষণিক মনিটরিং করেছি।’ পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর ছিল। একটি সুষ্ঠু ও নিরপক্ষে নির্বাচন উপহার দিতে পেরে আমরা খুশি।’
গড়াইটুপি:
শান্তিপূর্ণভাবে কঠোর নিরাপত্তা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা গড়াইটুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিকুর রহমান (রাজু মাস্টার) বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার হলরুমে আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান এ ফলাফল ঘোষণা করেন। নৌকা প্রতীকের প্রার্থী রাজু মাস্টার মোট ৩ হাজার ২৪২ পেয়ে ভোটে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল ওয়াহেদ মিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৫৫টি ভোট। গতকাল সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতিটি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বিকেলে ৪টার পর থেকে প্রায় প্রতিটি কেন্দ্রে হাতেগোনা কয়েকজন ভোটারকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়। তবে কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে আগে থেকেই মোতায়েন করা হয় পুলিশ, র‌্যাব, ডিবি, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এছাড়া কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে ছিল একাধিক টিম।
বিভিন্ন কেন্দ্রের ভোটাররা জানিয়েছেন, তাঁরা পছন্দের প্রার্থীকে শান্তিপূর্ণ পরিবশে ভোট দিতে পেরেছেন। এখানে কোনো প্রার্থীর লোক বা অন্য কেউ বাধা দেয়নি। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়। গতকাল রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান অনুষ্ঠানিকভাবে জানান, ‘গড়াইটুপিতে মোট ভোটারের সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৩ হাজার ৪৬৩ জন। বিভিন্ন কারণে ভোট বাতিল হয়েছে ৪০টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৮২ শতাংশ।
ডাউকি:
আলসডাঙ্গার ডাউকি ইউনিয়নে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তরিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তরিকুল ইসলাম ৪ হাজার ৮শ ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে নাজমুল হুসাইন পেয়েছেন ৪ হাজার ২৫ ভোট। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী ইউনুস আলী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭২৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের রানা ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৮৩৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২০৪ ভোট।
খাদিমপুর:
আলমডাঙ্গা খাদিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মোরগ প্রতীক নিয়ে ৫৮৭ ভোট পেয়ে শিমুল হোসেন মেম্বার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩২০ ভোট।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গড়াইটুপিতে রাজু ও ডাউকিতে তরিকুল চেয়ারম্যান নির্বাচিত

আপলোড টাইম : ০৯:৪৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০

চুয়াডাঙ্গার তিন ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও ইভিএমে ছিল অস্বস্তি

সুষ্ঠু ও নিরপক্ষে নির্বাচন উপহার দিতে পেরে আমরা খুশি : ডিসি-এসপি
নিজস্ব প্রতিবেদক/আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি ইউপিতে সাধারণ নির্বাচন ও আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউপিতে চেয়ারম্যান পদে এবং খাদিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদে উপনির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। এই নির্বাচনে ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। এতে চুয়াডাঙ্গার গড়াইটুপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিকুর রহমান (রাজু মাস্টার) ও আলমডাঙ্গার ডাউকিতে নৌকা প্রতীকের প্রার্থী তরিকুল ইসলাম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া আলমডাঙ্গা খাদিমপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ডে মোরগ প্রতীক নিয়ে শিমুল হোসেন মেম্বার নির্বাচিত হয়েছেন। এদিকে, গড়াইটুপিতে ইভিএম পদ্ধতিতে এই প্রথম ভোট হওয়ায় ভোটারদের মধ্যে কিছুটা অস্বস্তি লক্ষ করা যায়। ভোট দিতে গিয়ে অনেকে একটু বিভ্রান্তিতে পড়লেও সুষ্ঠুভাবেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানা গেছে। গতকাল সকালেই ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এনির্বাচনের ফলাফল ঘোষণার পরে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘গড়াইটুপি, ডাউকি ও খাদিমপুর ইউপিতে শতভাগ সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে কোথাও কোনো অসুবিধার সৃষ্টি হয়নি। এমনকি কোনো অনাকাঙ্খিত ঘটনাও ঘটেনি। আমরা সার্বক্ষণিক মনিটরিং করেছি।’ পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর ছিল। একটি সুষ্ঠু ও নিরপক্ষে নির্বাচন উপহার দিতে পেরে আমরা খুশি।’
গড়াইটুপি:
শান্তিপূর্ণভাবে কঠোর নিরাপত্তা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা গড়াইটুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিকুর রহমান (রাজু মাস্টার) বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার হলরুমে আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান এ ফলাফল ঘোষণা করেন। নৌকা প্রতীকের প্রার্থী রাজু মাস্টার মোট ৩ হাজার ২৪২ পেয়ে ভোটে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল ওয়াহেদ মিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৫৫টি ভোট। গতকাল সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতিটি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বিকেলে ৪টার পর থেকে প্রায় প্রতিটি কেন্দ্রে হাতেগোনা কয়েকজন ভোটারকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়। তবে কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে আগে থেকেই মোতায়েন করা হয় পুলিশ, র‌্যাব, ডিবি, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এছাড়া কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে ছিল একাধিক টিম।
বিভিন্ন কেন্দ্রের ভোটাররা জানিয়েছেন, তাঁরা পছন্দের প্রার্থীকে শান্তিপূর্ণ পরিবশে ভোট দিতে পেরেছেন। এখানে কোনো প্রার্থীর লোক বা অন্য কেউ বাধা দেয়নি। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়। গতকাল রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান অনুষ্ঠানিকভাবে জানান, ‘গড়াইটুপিতে মোট ভোটারের সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৩ হাজার ৪৬৩ জন। বিভিন্ন কারণে ভোট বাতিল হয়েছে ৪০টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৮২ শতাংশ।
ডাউকি:
আলসডাঙ্গার ডাউকি ইউনিয়নে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তরিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তরিকুল ইসলাম ৪ হাজার ৮শ ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে নাজমুল হুসাইন পেয়েছেন ৪ হাজার ২৫ ভোট। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী ইউনুস আলী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭২৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের রানা ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৮৩৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২০৪ ভোট।
খাদিমপুর:
আলমডাঙ্গা খাদিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মোরগ প্রতীক নিয়ে ৫৮৭ ভোট পেয়ে শিমুল হোসেন মেম্বার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩২০ ভোট।