ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গ্রীল কেটে নগত টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:১০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ এপ্রিল ২০১৮
  • / ৩৯৩ বার পড়া হয়েছে

দর্শনায় দুঃসাহসিক চুরি অব্যাহত : অফিস কাম বাসার
দর্শনা অফিস: দর্শনায় একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেই চলেছে। সিগারেট কোম্পানির অফিসের জ্বানালার গ্রীল কেটে দুঃসাহসীক চুরির ঘটনা ঘটার পর আবার ইস্পাহানী টি লিমিটেড কোম্পানীর অফিস কাম বাসার গ্রীল কেটে নগত টাকাসহ সর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। গত সোমবার গভীর রাতে এ দুঃসাহসীক চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুর চাতাল সংলগ্ন মাহাবুবুর রহমান মুকুলের দোতালা বাড়ির নিচতলা ইস্পাহানী টি লিমিটেড কোম্পানীর ডিপো অফিস কাম বাসা। গত সোমবার গভীর রাতে একটি চোর চক্রের সঙ্গবদ্ধ দল বাড়ির পিছনের বারান্দার লোহার গ্রীল ও জানালার গ্রীল কেটে অফিসের ক্যাশ বাক্সে থাকা নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা ও বাসায় ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙ্গে ৪টি স্বর্ণের চেইন, ২টি স্বর্ণের আংটি, ১ জোড়া স্বর্ণের রুলী, ১টি স্বর্ণের মাথার টিকলি, ১টি স্বর্ণের ব্যাচলেট ১ জোড়া রুপার বালা লুট করে নিয়ে যায়।
ইস্পাহানী টি লিমিটেড কোম্পানীর অফিসের দায়িক্তে থাকা ডিপো ইনচার্জ চুয়াডাঙ্গা আলকদিয়ার সুনিল দাসের ছেলে মিন্টু দাস জানান, গত সোমবার অফিসের সকল কাজ শেষে মেয়ের অসুস্থতার কথা শুনে সন্ধা ৬টার দিকে গ্রামের বাড়ি আলুকদিয়ায় যায়। পরদিন সকাল ৮টার দিকে অফিসে এসে দেখি ঘরের ভিতর দিয়ে ছিটকিনি দেওয়া। এতে সন্ধেও হলে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ডাকে। পরে গ্রীল কাটা দেখে বুঝতে পারে তার অফিস কাম বাসায় চুরি হয়ে গেছে। তবে চোরেরা ঘরের ভিতরে কিছু আলামত রেখে গেছে। যা দেখে দ্রুতই চোরদের চিহ্নি করা সম্ভব হবে। এ ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে বলে জানা যায়।
খবর পেয়ে, দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, বিষয়টি শোনার পরপরই ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত করা হচ্ছে এবং সঙ্গবদ্ধ চরচক্রের ধরার জন্য অভিযান অব্যহত আছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গ্রীল কেটে নগত টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

আপলোড টাইম : ০৬:১০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ এপ্রিল ২০১৮

দর্শনায় দুঃসাহসিক চুরি অব্যাহত : অফিস কাম বাসার
দর্শনা অফিস: দর্শনায় একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেই চলেছে। সিগারেট কোম্পানির অফিসের জ্বানালার গ্রীল কেটে দুঃসাহসীক চুরির ঘটনা ঘটার পর আবার ইস্পাহানী টি লিমিটেড কোম্পানীর অফিস কাম বাসার গ্রীল কেটে নগত টাকাসহ সর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। গত সোমবার গভীর রাতে এ দুঃসাহসীক চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুর চাতাল সংলগ্ন মাহাবুবুর রহমান মুকুলের দোতালা বাড়ির নিচতলা ইস্পাহানী টি লিমিটেড কোম্পানীর ডিপো অফিস কাম বাসা। গত সোমবার গভীর রাতে একটি চোর চক্রের সঙ্গবদ্ধ দল বাড়ির পিছনের বারান্দার লোহার গ্রীল ও জানালার গ্রীল কেটে অফিসের ক্যাশ বাক্সে থাকা নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা ও বাসায় ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙ্গে ৪টি স্বর্ণের চেইন, ২টি স্বর্ণের আংটি, ১ জোড়া স্বর্ণের রুলী, ১টি স্বর্ণের মাথার টিকলি, ১টি স্বর্ণের ব্যাচলেট ১ জোড়া রুপার বালা লুট করে নিয়ে যায়।
ইস্পাহানী টি লিমিটেড কোম্পানীর অফিসের দায়িক্তে থাকা ডিপো ইনচার্জ চুয়াডাঙ্গা আলকদিয়ার সুনিল দাসের ছেলে মিন্টু দাস জানান, গত সোমবার অফিসের সকল কাজ শেষে মেয়ের অসুস্থতার কথা শুনে সন্ধা ৬টার দিকে গ্রামের বাড়ি আলুকদিয়ায় যায়। পরদিন সকাল ৮টার দিকে অফিসে এসে দেখি ঘরের ভিতর দিয়ে ছিটকিনি দেওয়া। এতে সন্ধেও হলে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ডাকে। পরে গ্রীল কাটা দেখে বুঝতে পারে তার অফিস কাম বাসায় চুরি হয়ে গেছে। তবে চোরেরা ঘরের ভিতরে কিছু আলামত রেখে গেছে। যা দেখে দ্রুতই চোরদের চিহ্নি করা সম্ভব হবে। এ ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে বলে জানা যায়।
খবর পেয়ে, দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, বিষয়টি শোনার পরপরই ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত করা হচ্ছে এবং সঙ্গবদ্ধ চরচক্রের ধরার জন্য অভিযান অব্যহত আছে।