ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গ্রিসে ভয়াবহ দাবানলে নিহত ৫০

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮
  • / ৪৪১ বার পড়া হয়েছে

বিশ্ব ডেস্ক: গ্রিসের রাজধানী এথেন্সের বন ও গ্রামাঞ্চলে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৭০ জন। পুড়ে গেছে বিস্তীর্ণ বনাঞ্চল ও বসত-বাড়ি। দাবানল নিয়ন্ত্রণে না আসার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সেখানে দাবানল ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। মঙ্গলবার দুপুর নাগাদ এটি রাজধানীর চারপাশে ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতি এড়াতে কর্তৃপক্ষ স্থানীয় অধিবাসী ও পর্যটকদের অবিলম্বে নিরাপদ জায়গায় সরে পড়ার নির্দেশ দিয়েছে । মঙ্গলবার দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে দেশটির সরকার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। খবরে বলা হয়, সোমবার এথেন্সের পশ্চিম উপকূলের কিনেতা অঞ্চলে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এটি এথেন্স শহর থেকে ৫৫ কিলোমিটার দূরে। পরে আগুন ক্রমেই বিধ্বংসী রূপ নিতে থাকে। মঙ্গলবার নাগাদ আগুন লোকালয়ে ছড়িয়ে পড়ে। সাহায্য সংস্থা রেড ক্রসের কর্মকর্তা ও সেখানকার ভাইস-মেয়র গির্জস কোকোলিস বলেন, মঙ্গলবার তারা উপকূলীয় রাফিনা অঞ্চল থেকে ২৬ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানান, মৃতদেহের অবস্থান দেখে ধারণা করা হচ্ছে, তারা আগুন থেকে বাচার জন্য সাগরে পৌঁছার চেষ্টা করছিলেন। এর আগে সোমবার দাবানলে ২৪ জনের নিহত হওয়ার খবর দিয়েছিল কর্তৃপক্ষ। গ্রিসের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, তারা ৫০ জনের নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত না। কেননা সব মৃতদেহ এখনো হাসপাতালে পৌঁছায় নি। তবে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা নিহতের সংখ্যা ৪৯ জন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ১৫০ জনেরও বেশি মানুষ দাবানলের আগুনে দগ্ধ হয়েছে। এতে বিপুল সংখ্যক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। সংশ্লিষ্ট অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘর বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গ্রিসে ভয়াবহ দাবানলে নিহত ৫০

আপলোড টাইম : ০৯:৫৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮

বিশ্ব ডেস্ক: গ্রিসের রাজধানী এথেন্সের বন ও গ্রামাঞ্চলে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৭০ জন। পুড়ে গেছে বিস্তীর্ণ বনাঞ্চল ও বসত-বাড়ি। দাবানল নিয়ন্ত্রণে না আসার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সেখানে দাবানল ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। মঙ্গলবার দুপুর নাগাদ এটি রাজধানীর চারপাশে ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতি এড়াতে কর্তৃপক্ষ স্থানীয় অধিবাসী ও পর্যটকদের অবিলম্বে নিরাপদ জায়গায় সরে পড়ার নির্দেশ দিয়েছে । মঙ্গলবার দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে দেশটির সরকার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। খবরে বলা হয়, সোমবার এথেন্সের পশ্চিম উপকূলের কিনেতা অঞ্চলে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এটি এথেন্স শহর থেকে ৫৫ কিলোমিটার দূরে। পরে আগুন ক্রমেই বিধ্বংসী রূপ নিতে থাকে। মঙ্গলবার নাগাদ আগুন লোকালয়ে ছড়িয়ে পড়ে। সাহায্য সংস্থা রেড ক্রসের কর্মকর্তা ও সেখানকার ভাইস-মেয়র গির্জস কোকোলিস বলেন, মঙ্গলবার তারা উপকূলীয় রাফিনা অঞ্চল থেকে ২৬ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানান, মৃতদেহের অবস্থান দেখে ধারণা করা হচ্ছে, তারা আগুন থেকে বাচার জন্য সাগরে পৌঁছার চেষ্টা করছিলেন। এর আগে সোমবার দাবানলে ২৪ জনের নিহত হওয়ার খবর দিয়েছিল কর্তৃপক্ষ। গ্রিসের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, তারা ৫০ জনের নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত না। কেননা সব মৃতদেহ এখনো হাসপাতালে পৌঁছায় নি। তবে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা নিহতের সংখ্যা ৪৯ জন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ১৫০ জনেরও বেশি মানুষ দাবানলের আগুনে দগ্ধ হয়েছে। এতে বিপুল সংখ্যক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। সংশ্লিষ্ট অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘর বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন।