ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গ্যাস সিলিন্ডার থেকে ফেনসিডিল উদ্ধার : চুয়াডাঙ্গার তানজিল ও ঢাকার সিরাজ আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭
  • / ৩৮৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার ইসলামপাড়া ও দামুড়হুদার লোকনাথপুরে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান : ইয়াবাসহ ইমরান আটক
গ্যাস সিলিন্ডার থেকে ফেনসিডিল উদ্ধার : চুয়াডাঙ্গার তানজিল ও ঢাকার সিরাজ আটক
Imran 1নিজস্ব প্রতিবেদক: ফেনসিডিল ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোয়েন্দা পুলিশের পৃথক দুইটি অভিযানে ৬৭ বোতল ফেনসিডিল ও ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গতরাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ায় অভিযান চালিয়ে একই এলাকার ইমরান নামের একজনকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। অপরদিকে, গতরাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের লোকনাথপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ঢাকা কেরানিগঞ্জের সিরাজ মিয়া ও চুয়াডাঙ্গার ছোট দুধপাতিলা গ্রামের তানজিল মল্লিককে আটক করে পুলিশ। তাদের কাছে থেকে উদ্ধার করা হয় গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কৌশলে রাখা ৬৭ বোতল ফেনসিডিল। গতরাতেই ইয়াবাসহ আটক ইমরানের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। ফেনসিডিলসহ আটক সিরাজ ও তানজিলের বিরুদ্ধে মুড়হুদা থানায় মামলা দায়ের এবং সোপর্দের প্রক্রিয়া চলছিলো।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ফেনসিডিল পাচারের গোপন সংবাদ পেয়ে গতরাত সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলার চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের লোকনাথপুরে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় লোকনাথপুর পূর্বপাড়ার Phencidyl 1জনৈক ফয়সালের বাড়ির সামনে পাকা রাস্তার পাশে দুজন দাঁড়িয়ে ছিলো। তাদের কাছে একটি গ্যাস সিলিন্ডারও ছিলো। পুলিশ ওই দুই ব্যক্তিকে এবং কাছে গ্যাস সিলিন্ডারে তল্লাশি চালায়। সিলিন্ডারের মধ্যে ধানের গুড়োর ভেতরে বিশেষ কৌশলে রাখা ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এসময় সেখানে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলো, ঢাকা কেরানিগঞ্জ থানার বলসতা গ্রামের মৃত হযরত আলীর ছেলে সিরাজ মিয়া (৬০) এবং চুয়াডাঙ্গার ছোট দুধপাতিলা গ্রামের মৃত খোয়াজ মল্লিকের ছেলে তানজিল মল্লিক (৪২)। পরে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়। গোয়েন্দা পুলিশের এসআই আশরাফ আলী বাদি হয়ে আটককৃত সিরাজ ও তানজিলের বিরুদ্ধে মাদক আইনে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফ আলী জানান, আটককৃত সিরাজ মিয়া ওই ফেনসিডিল ঢাকায় নিয়ে যাচ্ছিলো। সংবাদ পেয়ে তাদের আটক করা হয়। আটককৃত সিরাজ ও তানজিলের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত ফেনসিডিলসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হবে।
অপরদিকে, এর আগে রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় মোমিনের চায়ের দোকানের সামনে থাকা ইমরানকে আটক করে পুলিশ। তল্লাশী করে তার প্যান্টের পকেট থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আতক করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়। আটককৃত ইমরান (২১) ইসলামপাড়ার বটতলা মোড় এলাকার আল আমিন ম-লের ছেলে। গোয়েন্দা পুলিশের এসআই জগদিশ চন্দ্র বসু বাদি হয়ে ইমরানের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেন। গতরাতেই উদ্ধারকৃত ইয়াবাসহ ইমরানকে চুয়াডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গ্যাস সিলিন্ডার থেকে ফেনসিডিল উদ্ধার : চুয়াডাঙ্গার তানজিল ও ঢাকার সিরাজ আটক

আপলোড টাইম : ০৪:১৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭

চুয়াডাঙ্গার ইসলামপাড়া ও দামুড়হুদার লোকনাথপুরে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান : ইয়াবাসহ ইমরান আটক
গ্যাস সিলিন্ডার থেকে ফেনসিডিল উদ্ধার : চুয়াডাঙ্গার তানজিল ও ঢাকার সিরাজ আটক
Imran 1নিজস্ব প্রতিবেদক: ফেনসিডিল ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোয়েন্দা পুলিশের পৃথক দুইটি অভিযানে ৬৭ বোতল ফেনসিডিল ও ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গতরাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ায় অভিযান চালিয়ে একই এলাকার ইমরান নামের একজনকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। অপরদিকে, গতরাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের লোকনাথপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ঢাকা কেরানিগঞ্জের সিরাজ মিয়া ও চুয়াডাঙ্গার ছোট দুধপাতিলা গ্রামের তানজিল মল্লিককে আটক করে পুলিশ। তাদের কাছে থেকে উদ্ধার করা হয় গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কৌশলে রাখা ৬৭ বোতল ফেনসিডিল। গতরাতেই ইয়াবাসহ আটক ইমরানের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। ফেনসিডিলসহ আটক সিরাজ ও তানজিলের বিরুদ্ধে মুড়হুদা থানায় মামলা দায়ের এবং সোপর্দের প্রক্রিয়া চলছিলো।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ফেনসিডিল পাচারের গোপন সংবাদ পেয়ে গতরাত সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলার চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের লোকনাথপুরে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় লোকনাথপুর পূর্বপাড়ার Phencidyl 1জনৈক ফয়সালের বাড়ির সামনে পাকা রাস্তার পাশে দুজন দাঁড়িয়ে ছিলো। তাদের কাছে একটি গ্যাস সিলিন্ডারও ছিলো। পুলিশ ওই দুই ব্যক্তিকে এবং কাছে গ্যাস সিলিন্ডারে তল্লাশি চালায়। সিলিন্ডারের মধ্যে ধানের গুড়োর ভেতরে বিশেষ কৌশলে রাখা ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এসময় সেখানে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলো, ঢাকা কেরানিগঞ্জ থানার বলসতা গ্রামের মৃত হযরত আলীর ছেলে সিরাজ মিয়া (৬০) এবং চুয়াডাঙ্গার ছোট দুধপাতিলা গ্রামের মৃত খোয়াজ মল্লিকের ছেলে তানজিল মল্লিক (৪২)। পরে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়। গোয়েন্দা পুলিশের এসআই আশরাফ আলী বাদি হয়ে আটককৃত সিরাজ ও তানজিলের বিরুদ্ধে মাদক আইনে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফ আলী জানান, আটককৃত সিরাজ মিয়া ওই ফেনসিডিল ঢাকায় নিয়ে যাচ্ছিলো। সংবাদ পেয়ে তাদের আটক করা হয়। আটককৃত সিরাজ ও তানজিলের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত ফেনসিডিলসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হবে।
অপরদিকে, এর আগে রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় মোমিনের চায়ের দোকানের সামনে থাকা ইমরানকে আটক করে পুলিশ। তল্লাশী করে তার প্যান্টের পকেট থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আতক করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়। আটককৃত ইমরান (২১) ইসলামপাড়ার বটতলা মোড় এলাকার আল আমিন ম-লের ছেলে। গোয়েন্দা পুলিশের এসআই জগদিশ চন্দ্র বসু বাদি হয়ে ইমরানের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেন। গতরাতেই উদ্ধারকৃত ইয়াবাসহ ইমরানকে চুয়াডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।