ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালঘরে করোনা সেন্টার, খাওয়ানো হচ্ছে গোমূত্র!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
  • / ৬৭ বার পড়া হয়েছে

গোয়ালঘরে কোভিড সেন্টার, গোমূত্র থেকে তৈরি ওষুধ দেয়া হচ্ছে রোগীদের

বিশ্ব প্রতিবেদন:
ভারতে করোনার প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে। সংক্রমণের হার ও মৃত্যু বেড়ে গেছে বহুগুণ। একদিকে করোনার প্রকোপ, অন্যদিকে অক্সিজেনের ঘাটতি হওয়ায় দেশটিতে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এমন অবস্থায় রোগীদের অক্সিজেন, হাসপাতালে বেড থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে অনেককেই এগিয়ে আসছেন। এমন পরিস্থিতিতে উত্তর গুজরাটের বাঁশকাঁথা জেলার তেতোড়া গ্রামের একটি গোয়ালঘরকে কোভিড কেয়ার সেন্টার বানানো হয়েছে। যার নাম দেয়া হয়েছে ‘ভেদালক্ষণ পঞ্চগাব্য আয়ুর্বেদ আইসোলেশন সেন্টার।’ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, বর্তমানে ওই বিশেষ সেন্টারটিতে সাত জন রোগী ভর্তি রয়েছেন। যাদের নিয়মিত আয়ুর্বেদিক ওষুধ, গরুর দুধ আর গোমূত্র খাওয়ানো হচ্ছে। পাশাপাশি চালানো হচ্ছে অ্যালোপ্যাথি চিকিৎসাও। গত ৫ মে রাজারাম গৌশালা আশ্রমের উদ্যোগে ওই কোভিড কেয়ার সেন্টার খোলা হয়। যেসব রোগীর হালকা উপসর্গ রয়েছে, তাদেরই ভর্তি নেয়া হচ্ছে সেখানে। গোধাম মহাতীর্থ পথমেদার বাঁশকাঁথা জেলার প্রতিনিধি মোহন যাদব বলেন, যাদের দেহে বিশেষ উপসর্গ নেই বললেই চলে, অথচ কোভিড আক্রান্ত, তাদের চিকিৎসা করছি আমরা। আট ধরনের আয়ুর্বেদিক ওষুধের উপর ভরসা রাখা হচ্ছে। গরুর দুধ, ঘি এবং গোমূত্র ব্যবহার করেই ওই ওষুধ তৈরি করা হচ্ছে। মোহন আরো জানান, পঞ্চগাব্য আয়ুর্বেদ থেরাপির পাশাপাশি গুজরাটের ওই কোভিড সেন্টারে ‘গৌ তীর্থ’ নামের একটি ওষুধ ব্যবহার করা হচ্ছে। যা দেশি গোরুর মূত্র ব্যবহার করে তৈরি করা হয়। পাশাপাশি জড়িবুটি এবং গোমূত্র খাওয়ানো হচ্ছে করোনা আক্রান্তদের। চিকিৎসার জন্য আইসলেশন সেন্টারটিতে দুজন কবিরাজ এবং দুজন এমবিবিএস ডাক্তার রয়েছে। কারো প্রয়োজন হলে তবেই অ্যালোপ্যাথি চিকিৎসা দেয়া হচ্ছে। গোয়ালঘরে করোনা চিকিৎসার জন্য স্থানীয় প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল বলে জানিয়েছেন জেলাশাসক আনন্দ প্যাটেল। প্রশাসনের তরফ থেকে সেই আবেদন মঞ্জুরও করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গোয়ালঘরে করোনা সেন্টার, খাওয়ানো হচ্ছে গোমূত্র!

আপলোড টাইম : ০৮:৪৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১

বিশ্ব প্রতিবেদন:
ভারতে করোনার প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে। সংক্রমণের হার ও মৃত্যু বেড়ে গেছে বহুগুণ। একদিকে করোনার প্রকোপ, অন্যদিকে অক্সিজেনের ঘাটতি হওয়ায় দেশটিতে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এমন অবস্থায় রোগীদের অক্সিজেন, হাসপাতালে বেড থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে অনেককেই এগিয়ে আসছেন। এমন পরিস্থিতিতে উত্তর গুজরাটের বাঁশকাঁথা জেলার তেতোড়া গ্রামের একটি গোয়ালঘরকে কোভিড কেয়ার সেন্টার বানানো হয়েছে। যার নাম দেয়া হয়েছে ‘ভেদালক্ষণ পঞ্চগাব্য আয়ুর্বেদ আইসোলেশন সেন্টার।’ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, বর্তমানে ওই বিশেষ সেন্টারটিতে সাত জন রোগী ভর্তি রয়েছেন। যাদের নিয়মিত আয়ুর্বেদিক ওষুধ, গরুর দুধ আর গোমূত্র খাওয়ানো হচ্ছে। পাশাপাশি চালানো হচ্ছে অ্যালোপ্যাথি চিকিৎসাও। গত ৫ মে রাজারাম গৌশালা আশ্রমের উদ্যোগে ওই কোভিড কেয়ার সেন্টার খোলা হয়। যেসব রোগীর হালকা উপসর্গ রয়েছে, তাদেরই ভর্তি নেয়া হচ্ছে সেখানে। গোধাম মহাতীর্থ পথমেদার বাঁশকাঁথা জেলার প্রতিনিধি মোহন যাদব বলেন, যাদের দেহে বিশেষ উপসর্গ নেই বললেই চলে, অথচ কোভিড আক্রান্ত, তাদের চিকিৎসা করছি আমরা। আট ধরনের আয়ুর্বেদিক ওষুধের উপর ভরসা রাখা হচ্ছে। গরুর দুধ, ঘি এবং গোমূত্র ব্যবহার করেই ওই ওষুধ তৈরি করা হচ্ছে। মোহন আরো জানান, পঞ্চগাব্য আয়ুর্বেদ থেরাপির পাশাপাশি গুজরাটের ওই কোভিড সেন্টারে ‘গৌ তীর্থ’ নামের একটি ওষুধ ব্যবহার করা হচ্ছে। যা দেশি গোরুর মূত্র ব্যবহার করে তৈরি করা হয়। পাশাপাশি জড়িবুটি এবং গোমূত্র খাওয়ানো হচ্ছে করোনা আক্রান্তদের। চিকিৎসার জন্য আইসলেশন সেন্টারটিতে দুজন কবিরাজ এবং দুজন এমবিবিএস ডাক্তার রয়েছে। কারো প্রয়োজন হলে তবেই অ্যালোপ্যাথি চিকিৎসা দেয়া হচ্ছে। গোয়ালঘরে করোনা চিকিৎসার জন্য স্থানীয় প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল বলে জানিয়েছেন জেলাশাসক আনন্দ প্যাটেল। প্রশাসনের তরফ থেকে সেই আবেদন মঞ্জুরও করা হয়।