ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গানে ন্যান্সি কন্যা রোদেলা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯
  • / ৫১৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: চলতি সময়ে বাংলাদেশে গানের জগতের সবচাইতে সফল ও নির্ভরযোগ্য নারী কন্ঠশিল্পী হিসেবে ধরা হয় নাজমুন মুনিরা ন্যান্সিকে। অডিও, প্লেব্যাক ও স্টেজ- এ তিন ক্ষেত্রেই এখন ব্যস্ত এ শিল্পী। আর নতুন খবর হলো এবার ন্যান্সির পথ ধরে গানের জগতে আসছেন তার বড় মেয়ে মারজিয়া বুশরা রোদেলা। তার বয়স এখন ১১ বছর। পড়ছে ষষ্ঠ শ্রেনীতে। সম্প্রতি একটি গানে কন্ঠ দিয়েছে রোদেলা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘প্রজাপতি প্রজাপতি’ শীর্ষক গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছে সে। এর সংগীতায়োজন করেছেন মীর মাসুম। মেয়ের কণ্ঠের প্রথম গানটিতে আছে মায়েরও অংশগ্রহণ। অর্থাৎ এতে হামিং দিয়েছেন ন্যান্সি। ন্যান্সি বলেন, রোদেলার গানের প্রতি টান একেবারে ছোটবেলা থেকে। এবার প্রথম গানে কন্ঠ দিলো সে। আমি মা হিসেবে বেশ গর্ববোধ করছি। আর গানটি কেমন হয়েছে সেটা শ্রোতারা শুনলেই বুঝতে পারবেন। এটা যেহুতু ওর প্রথম গান সবাই উৎসাহ দিলে আমার বিশ্বাস সামনে ভালো করবে রোদেলা। ন্যান্সি জানান, পহেলা মার্চে ‘প্রজাপতি প্রজাপতি’ গানটির স্টুডিও ভার্সন ভিডিও ছাড়া হবে রোদেলার ইউটিউব চ্যানেলে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গানে ন্যান্সি কন্যা রোদেলা

আপলোড টাইম : ০৮:৫৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯

বিনোদন ডেস্ক: চলতি সময়ে বাংলাদেশে গানের জগতের সবচাইতে সফল ও নির্ভরযোগ্য নারী কন্ঠশিল্পী হিসেবে ধরা হয় নাজমুন মুনিরা ন্যান্সিকে। অডিও, প্লেব্যাক ও স্টেজ- এ তিন ক্ষেত্রেই এখন ব্যস্ত এ শিল্পী। আর নতুন খবর হলো এবার ন্যান্সির পথ ধরে গানের জগতে আসছেন তার বড় মেয়ে মারজিয়া বুশরা রোদেলা। তার বয়স এখন ১১ বছর। পড়ছে ষষ্ঠ শ্রেনীতে। সম্প্রতি একটি গানে কন্ঠ দিয়েছে রোদেলা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘প্রজাপতি প্রজাপতি’ শীর্ষক গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছে সে। এর সংগীতায়োজন করেছেন মীর মাসুম। মেয়ের কণ্ঠের প্রথম গানটিতে আছে মায়েরও অংশগ্রহণ। অর্থাৎ এতে হামিং দিয়েছেন ন্যান্সি। ন্যান্সি বলেন, রোদেলার গানের প্রতি টান একেবারে ছোটবেলা থেকে। এবার প্রথম গানে কন্ঠ দিলো সে। আমি মা হিসেবে বেশ গর্ববোধ করছি। আর গানটি কেমন হয়েছে সেটা শ্রোতারা শুনলেই বুঝতে পারবেন। এটা যেহুতু ওর প্রথম গান সবাই উৎসাহ দিলে আমার বিশ্বাস সামনে ভালো করবে রোদেলা। ন্যান্সি জানান, পহেলা মার্চে ‘প্রজাপতি প্রজাপতি’ গানটির স্টুডিও ভার্সন ভিডিও ছাড়া হবে রোদেলার ইউটিউব চ্যানেলে।