ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীর পল্লীতে বৃদ্ধ মজিরুদ্দীনের জমি দখলের অভিযোগ জমি ফেরত পেতে বৃদ্ধ এখন পথেপথে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৪৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬
  • / ৩৭৫ বার পড়া হয়েছে

Mojir uddin pic

গাংনী অফিস: নিজের জমি বেদখল হয়েছে প্রায় দুই বছর হল। সালিশ সভায় প্রভাবশালীদের কাছে হার মেনেছে বৃদ্ধ মজিরুদ্দীন। তাই জমি ফিরে বৃদ্ধ এখন পথে পথে ঘুরছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামে। জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার ভবানিপুর গ্রামের মজিরুদ্দিন (৮৩) নামের এক বৃদ্ধের  জমি স্থানীয় ভূমি দস্যুরা জবর দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন। বৃদ্ধ মজিরুদ্দিন ভবানিপুর গ্রামের মৃত তাছের আলী চৌকিদারের ছেলে। তিনি অভিযোগ করেন স্থানীয় ভূমি দস্যু মৃত আয়ুব আলির চার পুত্র আজিজুল, মহশিন, আলি হোসেন, ইয়াছিন এবং ভাই ইসমাইল প্রায় ২ বছর ধরে আমার নিজ নামীয় আর এস খতিয়ানের ২৫৩৭ এর চার টি দাগের মোট ১৯৮ শতক জমির মধ্যে ৯০ শতক বাঁশ বাগানের জমি জোর পূর্বক দখল করে আছে। ওই জমিটি আমার নিজ নামীয়। কিন্তু জমির উপরে যেতে চাইলে তারা আমাকে দেশীয় অস্ত্র দিয়ে জানে মেরে ফেলার হুমকি দেয়। বর্তমানে আমি ভূমি দস্যুদের ভয়ে গ্রামেই থাকতে পারছিনা। বৃৃদ্ধ মজিরুদ্দিন তার জমি ফেরত পাওয়ার জন্য সমাজের মাতব্বরদের দারস্থ হয়েও কোন সুরাহা মেলেনি। জমি ফেরত পেতে প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করেছেন বৃদ্ধা মজিরুদ্দীন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গাংনীর পল্লীতে বৃদ্ধ মজিরুদ্দীনের জমি দখলের অভিযোগ জমি ফেরত পেতে বৃদ্ধ এখন পথেপথে

আপলোড টাইম : ০১:৪৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬

Mojir uddin pic

গাংনী অফিস: নিজের জমি বেদখল হয়েছে প্রায় দুই বছর হল। সালিশ সভায় প্রভাবশালীদের কাছে হার মেনেছে বৃদ্ধ মজিরুদ্দীন। তাই জমি ফিরে বৃদ্ধ এখন পথে পথে ঘুরছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামে। জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার ভবানিপুর গ্রামের মজিরুদ্দিন (৮৩) নামের এক বৃদ্ধের  জমি স্থানীয় ভূমি দস্যুরা জবর দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন। বৃদ্ধ মজিরুদ্দিন ভবানিপুর গ্রামের মৃত তাছের আলী চৌকিদারের ছেলে। তিনি অভিযোগ করেন স্থানীয় ভূমি দস্যু মৃত আয়ুব আলির চার পুত্র আজিজুল, মহশিন, আলি হোসেন, ইয়াছিন এবং ভাই ইসমাইল প্রায় ২ বছর ধরে আমার নিজ নামীয় আর এস খতিয়ানের ২৫৩৭ এর চার টি দাগের মোট ১৯৮ শতক জমির মধ্যে ৯০ শতক বাঁশ বাগানের জমি জোর পূর্বক দখল করে আছে। ওই জমিটি আমার নিজ নামীয়। কিন্তু জমির উপরে যেতে চাইলে তারা আমাকে দেশীয় অস্ত্র দিয়ে জানে মেরে ফেলার হুমকি দেয়। বর্তমানে আমি ভূমি দস্যুদের ভয়ে গ্রামেই থাকতে পারছিনা। বৃৃদ্ধ মজিরুদ্দিন তার জমি ফেরত পাওয়ার জন্য সমাজের মাতব্বরদের দারস্থ হয়েও কোন সুরাহা মেলেনি। জমি ফেরত পেতে প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করেছেন বৃদ্ধা মজিরুদ্দীন।