ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীর এলাঙ্গীতে মসুর ক্ষেতে বিষ প্রয়োগ করে কবুতর মারার অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬
  • / ৪৫২ বার পড়া হয়েছে

wer

গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামে মসুর ক্ষেতে বিষ প্রয়োগ করে প্রায় -৩শ কবুতর মারার অভিযোগ উঠেছে। এবিষয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগিরা। জানা গেছে, গতকাল বৃস্পতিবার সকাল ১০টার দিকে এলাঙ্গি গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে শরিফ উদ্দীন তার এলাঙ্গী মাঠে নিজের মসুর ক্ষেতে গমের মধ্যে বিষ মেখে ছিটিয়ে দেয়। কিছু সময় পরে ওই ক্ষেতে এলাকার অনেক কবুতর ক্ষেতে গেলে গমের দানাগুলো ভক্ষণ করে। কিছু সময় পরে কবুতর গুলো একের পর এক মরতে থাকে। সব মিলিয়ে প্রায় ৩শ কবুতর মরে যাওয়ার অভিযোগ উঠে। এঘটনা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাঙ্গি ক্যাম্পের আইসি ওলিয়ার রহমান জানান, বিষ প্রয়োগ করে কবুতর মারার অভিযোগের সত্যতা পাওয়া গেছে, এলাঙ্গি গ্রামের নজরুল ইসলামের ছেলে ওয়াসিম এঘটনায় একটি অভিযোগ করেছে। আসলে কতগুলো কবুতর মারা গেছে সেটা এখনও জানা যায়নি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গাংনীর এলাঙ্গীতে মসুর ক্ষেতে বিষ প্রয়োগ করে কবুতর মারার অভিযোগ

আপলোড টাইম : ১২:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬

wer

গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামে মসুর ক্ষেতে বিষ প্রয়োগ করে প্রায় -৩শ কবুতর মারার অভিযোগ উঠেছে। এবিষয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগিরা। জানা গেছে, গতকাল বৃস্পতিবার সকাল ১০টার দিকে এলাঙ্গি গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে শরিফ উদ্দীন তার এলাঙ্গী মাঠে নিজের মসুর ক্ষেতে গমের মধ্যে বিষ মেখে ছিটিয়ে দেয়। কিছু সময় পরে ওই ক্ষেতে এলাকার অনেক কবুতর ক্ষেতে গেলে গমের দানাগুলো ভক্ষণ করে। কিছু সময় পরে কবুতর গুলো একের পর এক মরতে থাকে। সব মিলিয়ে প্রায় ৩শ কবুতর মরে যাওয়ার অভিযোগ উঠে। এঘটনা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাঙ্গি ক্যাম্পের আইসি ওলিয়ার রহমান জানান, বিষ প্রয়োগ করে কবুতর মারার অভিযোগের সত্যতা পাওয়া গেছে, এলাঙ্গি গ্রামের নজরুল ইসলামের ছেলে ওয়াসিম এঘটনায় একটি অভিযোগ করেছে। আসলে কতগুলো কবুতর মারা গেছে সেটা এখনও জানা যায়নি।