ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ তিনজন গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
  • / ৮ বার পড়া হয়েছে

প্রতিবেদক, গাংনী: মেহেরপুর জেলার গাংনী উপজেলার হিন্দা গ্রামে লেবু গাছের ডাল কাটাকে কেন্দ্র করে খলিল বিশ্বাস (৬৫) হত্যা মামলার প্রধান আসামীসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ নামক স্থানে অভিযান চালিয়ে র‌্যাবের গাংনী ক্যাম্পের একটি টীম তাদের আটক করে। আটককৃতরা হলেন- হিন্দা গ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে আবু বক্কর সিদ্দীক (৫৫), তার স্ত্রী আজিমন খাতুন (৪৫) ও তার ছেলে মো. সজীব হোসেন (১৯)।

উল্লেখ্য, মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা পশ্চিমপাড়া এলাকায় পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ ভাইয়ের সাথে দ্বন্দ্ব চলে আসছিল খলিলুর রহমানের। চলতি মাসের ২১ তারিখে নিহতের বাড়ির পিছনে আসামীদের একটি লেবু গাছ ঝড়ে ভেঙে যাওয়াকে কেন্দ্র করে নিহত খলিলুর রহমানকে লাঠি দিয়ে মারপিট করেন। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় খলিলুর রহমান। এ ঘটনায় নিহতের স্ত্রী আশুরা খাতুন বাদী হয়ে এসব আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আটককৃত আসামীদের গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গাংনীতে হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ তিনজন গ্রেপ্তার

আপলোড টাইম : ০৮:২৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২

প্রতিবেদক, গাংনী: মেহেরপুর জেলার গাংনী উপজেলার হিন্দা গ্রামে লেবু গাছের ডাল কাটাকে কেন্দ্র করে খলিল বিশ্বাস (৬৫) হত্যা মামলার প্রধান আসামীসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ নামক স্থানে অভিযান চালিয়ে র‌্যাবের গাংনী ক্যাম্পের একটি টীম তাদের আটক করে। আটককৃতরা হলেন- হিন্দা গ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে আবু বক্কর সিদ্দীক (৫৫), তার স্ত্রী আজিমন খাতুন (৪৫) ও তার ছেলে মো. সজীব হোসেন (১৯)।

উল্লেখ্য, মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা পশ্চিমপাড়া এলাকায় পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ ভাইয়ের সাথে দ্বন্দ্ব চলে আসছিল খলিলুর রহমানের। চলতি মাসের ২১ তারিখে নিহতের বাড়ির পিছনে আসামীদের একটি লেবু গাছ ঝড়ে ভেঙে যাওয়াকে কেন্দ্র করে নিহত খলিলুর রহমানকে লাঠি দিয়ে মারপিট করেন। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় খলিলুর রহমান। এ ঘটনায় নিহতের স্ত্রী আশুরা খাতুন বাদী হয়ে এসব আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আটককৃত আসামীদের গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।