ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
  • / ১৮৩ বার পড়া হয়েছে

গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কিবরিয়া নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন স্কুলছাত্র আহত হয়। গতকাল রোববার সকাল ১০টার দিকে গাংনী পৌর এলাকার আখ সেন্টারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিবরিয়া উপজেলার খরমপুর গ্রামের ইন্তাদুল ইসলামের ছেলে ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কিবরিয়া তার দুই বন্ধু পলক ও মুজাহিদ নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বের হয়। পথিমধ্যে তারা গাংনী আখ সেন্টার এলাকায় পৌছালে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক কিবরিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে মুজাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। তবে পলককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু

আপলোড টাইম : ১০:৫৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০

গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কিবরিয়া নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন স্কুলছাত্র আহত হয়। গতকাল রোববার সকাল ১০টার দিকে গাংনী পৌর এলাকার আখ সেন্টারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিবরিয়া উপজেলার খরমপুর গ্রামের ইন্তাদুল ইসলামের ছেলে ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কিবরিয়া তার দুই বন্ধু পলক ও মুজাহিদ নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বের হয়। পথিমধ্যে তারা গাংনী আখ সেন্টার এলাকায় পৌছালে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক কিবরিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে মুজাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। তবে পলককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।