ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে বালু ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • / ১৩ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে লাল্টু হোসেন (২৫) নামের এক বালু ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। লাল্টু গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের পোড়াপাড়া গ্রামের খেদের আলীর ছেলে। স্থানীয়রা বলছেন, লাল্টু বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। তবে লাল্টুর পরিবারের সদস্যদের অভিযোগ, শক্রতাবশত প্রতিপক্ষরা লাল্টুকে পিটিয়ে হত্যা করে ড্রাম ট্রাকের নিচে ফেলেছে। তারা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোরে ড্রাম ট্রাক থেকে লাল্টু বালু নামাচ্ছিল। অসাবধানবশত ট্রাকটি পেছনে ঘোরাতে গেলে লাল্টু নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

পরিবার বলছে, গত মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় লাল্টু বালু নামানোর উদ্দেশ্যে বাঁশবাড়ীয়া গ্রামে যান। চিৎলা গ্রামের একটি পুকুর থেকে বালু নিয়ে ড্রাম ট্রাকে বাঁশবাড়ীয়া গ্রামের নির্মাণাধীন ভবন ভরাট চলছিল। ভোরের দিকে পথচারীরা তার মরদেহ দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। পরিবারের সদস্যরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে হত্যার পর নাটক সাজাচ্ছে। লাল্টুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নিহতের শরীরে ক্ষত রয়েছে। তবে কীভাবে ক্ষত হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গাংনীতে বালু ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

আপলোড টাইম : ১২:০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে লাল্টু হোসেন (২৫) নামের এক বালু ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। লাল্টু গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের পোড়াপাড়া গ্রামের খেদের আলীর ছেলে। স্থানীয়রা বলছেন, লাল্টু বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। তবে লাল্টুর পরিবারের সদস্যদের অভিযোগ, শক্রতাবশত প্রতিপক্ষরা লাল্টুকে পিটিয়ে হত্যা করে ড্রাম ট্রাকের নিচে ফেলেছে। তারা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোরে ড্রাম ট্রাক থেকে লাল্টু বালু নামাচ্ছিল। অসাবধানবশত ট্রাকটি পেছনে ঘোরাতে গেলে লাল্টু নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

পরিবার বলছে, গত মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় লাল্টু বালু নামানোর উদ্দেশ্যে বাঁশবাড়ীয়া গ্রামে যান। চিৎলা গ্রামের একটি পুকুর থেকে বালু নিয়ে ড্রাম ট্রাকে বাঁশবাড়ীয়া গ্রামের নির্মাণাধীন ভবন ভরাট চলছিল। ভোরের দিকে পথচারীরা তার মরদেহ দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। পরিবারের সদস্যরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে হত্যার পর নাটক সাজাচ্ছে। লাল্টুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নিহতের শরীরে ক্ষত রয়েছে। তবে কীভাবে ক্ষত হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।