ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে পুকুরের মাছ মরে তিন লক্ষাধিক টাকার ক্ষতি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯
  • / ৩৪৭ বার পড়া হয়েছে

গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার জোরপুকুরিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মহাসিন আলী নামের এক শারীরিক প্রতিবন্ধীর পুকুরে মাছ মরে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গতকাল সোমবার দুপুরের পর মাছ মরে পুকুরের পানিতে ভেসে উঠলে, তা মালিক মহাসিনসহ প্রতিবেশীদের চোখে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত কিছু মাছ উদ্ধার করে বিক্রির চেষ্টা করেন। শারীরিক প্রতিবন্ধী মহাসিন আলী জানান, ‘আট মাস আগে বাড়ির পাশে একটি পুকুর খনন করে মাছ চাষ শুরু করি। এর মধ্যে প্রায় তিন লক্ষাধিক টাকার মতো মাছও বিক্রি হয়েছে। কিন্তু হঠাৎ সব শেষ হয়ে গেছে আমার। কারও সঙ্গে আমার কোনো বিরোধ নেই।’ মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি জানান, ‘হঠাৎ রোগে এত মাছ মারা যেতে পারে না। হয়তো বিষ প্রয়োগ বা বিষাক্ত কোনো ট্যাবলেট দিয়ে মারা হতে পারে। তবে ঠিক কী কারণে মাছগুলো মারা গেছে, সেটা ঢাকা ছাড়া আমাদের এখানে জানার কোনো যন্ত্র নেই।’ গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ‘বিষয়টি আমি শুনেছি। তাঁরা একটি জিডি করেছেন এ বিষয়ে। আমি তদন্ত করে এ বিষয়ে কারও কোনো অপরাধ পেলে, তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গাংনীতে পুকুরের মাছ মরে তিন লক্ষাধিক টাকার ক্ষতি

আপলোড টাইম : ০৮:৪৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯

গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার জোরপুকুরিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মহাসিন আলী নামের এক শারীরিক প্রতিবন্ধীর পুকুরে মাছ মরে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গতকাল সোমবার দুপুরের পর মাছ মরে পুকুরের পানিতে ভেসে উঠলে, তা মালিক মহাসিনসহ প্রতিবেশীদের চোখে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত কিছু মাছ উদ্ধার করে বিক্রির চেষ্টা করেন। শারীরিক প্রতিবন্ধী মহাসিন আলী জানান, ‘আট মাস আগে বাড়ির পাশে একটি পুকুর খনন করে মাছ চাষ শুরু করি। এর মধ্যে প্রায় তিন লক্ষাধিক টাকার মতো মাছও বিক্রি হয়েছে। কিন্তু হঠাৎ সব শেষ হয়ে গেছে আমার। কারও সঙ্গে আমার কোনো বিরোধ নেই।’ মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি জানান, ‘হঠাৎ রোগে এত মাছ মারা যেতে পারে না। হয়তো বিষ প্রয়োগ বা বিষাক্ত কোনো ট্যাবলেট দিয়ে মারা হতে পারে। তবে ঠিক কী কারণে মাছগুলো মারা গেছে, সেটা ঢাকা ছাড়া আমাদের এখানে জানার কোনো যন্ত্র নেই।’ গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ‘বিষয়টি আমি শুনেছি। তাঁরা একটি জিডি করেছেন এ বিষয়ে। আমি তদন্ত করে এ বিষয়ে কারও কোনো অপরাধ পেলে, তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’