ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
  • / ১৭২ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া গ্রামে ঘরের আড়ার সঙ্গে নাসিমা খাতুন (১৫) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত নয়। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে স্বামীর ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় নাসিমার লাশ উদ্ধার করে গাংনী থানার পুলিশ। নববধূ নাসিমা খাতুন চেংগাড়া গ্রামের সাকিল হোসেনের স্ত্রী। নববধূর লাশ উদ্ধারের পর থেকে স্বামী শাকিল আত্মগোপনে রয়েছেন। নাসিমা খাতুনের মা বিলকিছ খাতুন জানান, ‘কয়েক মাস আগে আমার মেয়ে নাসিমার বিয়ে দিই একই গ্রামের শাকিলের সঙ্গে। আমার মেয়ে বয়সে খুবই ছোট। সে সংসারের সব কাজ করতে পারে না। বিয়ের পর থেকে আমার জামায় প্রায়ই যৌতুক দাবি করে। যৌতুকের দাবি পূরণ করতে পারিনি। এ কারণে সে আমার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করে। তার দাবি পূরণ করতে পারিনি বলে আমার মেয়েকে আগে লাঠি দিয়ে মেরেছে পরে শ্বাসরোধ করে হত্যা করে নিজের দোষ আড়াল করার জন্য লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে।’ গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। মারা যাওয়ার প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য পুলিশ কাজ করছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গাংনীতে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপলোড টাইম : ০৮:৫৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০

মেহেরপুর অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া গ্রামে ঘরের আড়ার সঙ্গে নাসিমা খাতুন (১৫) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত নয়। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে স্বামীর ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় নাসিমার লাশ উদ্ধার করে গাংনী থানার পুলিশ। নববধূ নাসিমা খাতুন চেংগাড়া গ্রামের সাকিল হোসেনের স্ত্রী। নববধূর লাশ উদ্ধারের পর থেকে স্বামী শাকিল আত্মগোপনে রয়েছেন। নাসিমা খাতুনের মা বিলকিছ খাতুন জানান, ‘কয়েক মাস আগে আমার মেয়ে নাসিমার বিয়ে দিই একই গ্রামের শাকিলের সঙ্গে। আমার মেয়ে বয়সে খুবই ছোট। সে সংসারের সব কাজ করতে পারে না। বিয়ের পর থেকে আমার জামায় প্রায়ই যৌতুক দাবি করে। যৌতুকের দাবি পূরণ করতে পারিনি। এ কারণে সে আমার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করে। তার দাবি পূরণ করতে পারিনি বলে আমার মেয়েকে আগে লাঠি দিয়ে মেরেছে পরে শ্বাসরোধ করে হত্যা করে নিজের দোষ আড়াল করার জন্য লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে।’ গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। মারা যাওয়ার প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য পুলিশ কাজ করছে।