ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে চাঁদার দাবিতে নারী শ্রমিককে মারধর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯
  • / ২১৩ বার পড়া হয়েছে

গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে চাঁদার টাকা না দেওয়ায় কর্মসৃজন প্রকল্পের চার মহিলা শ্রমিকসহ পাঁজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকাল নয়টায় উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন রামনগর গ্রামের লেবার সর্দার কামরুল ইসলাম, মুনছুর আলীর স্ত্রী সমেনা খাতুন (৬০), সিদ্দিক আলীর স্ত্রী মানছুরা (৫৫) ও রাবেয়া খাতুন। আহত ব্যক্তিদের মধ্যে শ্রমিক সর্দার কামরুল ইসলাম গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
স্থানীয় ইউপি সদস্য হাবিল উদ্দীন ও আহত ব্যক্তিরা জানান, কর্মসৃজন প্রকল্পের আওতায় রামনগর গ্রামের মুকুলের বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত রাস্তার মাটি ভরাটের কাজ চলছিল। এ সময় একই গ্রামের খেদ আলীর ছেলে শরিফুল, কাবের আলীর ছেলে কমল, লালন, নৈমুদ্দীনের ছেলে আমিরুল ও কচিমুদ্দীনের ছেলে আজিজুল দাবিকৃত ৫০ হাজার টাকা না পেয়ে হামলা করেন।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষ্ণুপদ পাল বলেন, সরকারি কাজে বাধা দেওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তাঁদের পাওয়া যায়নি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গাংনীতে চাঁদার দাবিতে নারী শ্রমিককে মারধর

আপলোড টাইম : ০৯:১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯

গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে চাঁদার টাকা না দেওয়ায় কর্মসৃজন প্রকল্পের চার মহিলা শ্রমিকসহ পাঁজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকাল নয়টায় উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন রামনগর গ্রামের লেবার সর্দার কামরুল ইসলাম, মুনছুর আলীর স্ত্রী সমেনা খাতুন (৬০), সিদ্দিক আলীর স্ত্রী মানছুরা (৫৫) ও রাবেয়া খাতুন। আহত ব্যক্তিদের মধ্যে শ্রমিক সর্দার কামরুল ইসলাম গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
স্থানীয় ইউপি সদস্য হাবিল উদ্দীন ও আহত ব্যক্তিরা জানান, কর্মসৃজন প্রকল্পের আওতায় রামনগর গ্রামের মুকুলের বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত রাস্তার মাটি ভরাটের কাজ চলছিল। এ সময় একই গ্রামের খেদ আলীর ছেলে শরিফুল, কাবের আলীর ছেলে কমল, লালন, নৈমুদ্দীনের ছেলে আমিরুল ও কচিমুদ্দীনের ছেলে আজিজুল দাবিকৃত ৫০ হাজার টাকা না পেয়ে হামলা করেন।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষ্ণুপদ পাল বলেন, সরকারি কাজে বাধা দেওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তাঁদের পাওয়া যায়নি।