ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

গাংনীতে কাফন ও বোমা সদৃশ বস্তু উদ্ধার

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ০৯:৩৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • / ৪ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে শ্রমিক লীগ নেতার বাড়ি থেকে কাফনের কাপড়, দুটি বোমা সদৃশ বস্তু, এক প্যাকেট আগরবাতি, একটি সাবান এবং একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা এগুলো রেখে গেছে এমন ধারণা করছেন গৃহকর্তা ও এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে রাইপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও কড়ুইগাছি গ্রামের আতিয়ার রহমান ছেলে সুমন আলীর (৩২) বাড়ির রান্না ঘরের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। স্থানীয় এলাঙ্গী পুলিশ ক্যাম্পের এসআই রেজাউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে এগুলাে উদ্ধার করেন।
শ্রমিক লীগ নেতা সুমন আলী জানান, ‘প্রতিরাতের ন্যায় সোমবার দিবাগত রাতে ঘরে ঘুমিয়ে ছিলাম। মঙ্গলবার ভোরে আমার পরিবারের লোকজন ঘুম থেকে উঠে রান্নাঘরের সামনে দুটি বোমার মতো বস্তু, কাফনের কাপড়, একটি সাবান, আগরবাতি ও আমাকে হুমকি দিয়ে লেখা একটি চিরকুট দেখতে পাই। পরে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দিই। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে নিয়ে গেছে। আমার সাথে কারোর তেমন কোনো শত্রুতা নেই। কে বা কারা এমনটি করলো, বুঝতে পারছি না।’
এলাঙ্গী পুলিশ ক্যাম্পের এসআই রেজাউল হক জানান, বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড়, আগরবাতি, সাবান ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বোমা সদৃশ বস্তু দুটি বোমা কি না, সেটা পরীক্ষা-নিরীক্ষার পর বলা সম্ভব হবে। আর কে বা কারা এগুলো রেখে গেছে, তা অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
গাংনী থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে কাফন ও বোমা সদৃশ বস্তু উদ্ধার

আপলোড টাইম : ০৯:৩৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে শ্রমিক লীগ নেতার বাড়ি থেকে কাফনের কাপড়, দুটি বোমা সদৃশ বস্তু, এক প্যাকেট আগরবাতি, একটি সাবান এবং একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা এগুলো রেখে গেছে এমন ধারণা করছেন গৃহকর্তা ও এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে রাইপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও কড়ুইগাছি গ্রামের আতিয়ার রহমান ছেলে সুমন আলীর (৩২) বাড়ির রান্না ঘরের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। স্থানীয় এলাঙ্গী পুলিশ ক্যাম্পের এসআই রেজাউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে এগুলাে উদ্ধার করেন।
শ্রমিক লীগ নেতা সুমন আলী জানান, ‘প্রতিরাতের ন্যায় সোমবার দিবাগত রাতে ঘরে ঘুমিয়ে ছিলাম। মঙ্গলবার ভোরে আমার পরিবারের লোকজন ঘুম থেকে উঠে রান্নাঘরের সামনে দুটি বোমার মতো বস্তু, কাফনের কাপড়, একটি সাবান, আগরবাতি ও আমাকে হুমকি দিয়ে লেখা একটি চিরকুট দেখতে পাই। পরে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দিই। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে নিয়ে গেছে। আমার সাথে কারোর তেমন কোনো শত্রুতা নেই। কে বা কারা এমনটি করলো, বুঝতে পারছি না।’
এলাঙ্গী পুলিশ ক্যাম্পের এসআই রেজাউল হক জানান, বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড়, আগরবাতি, সাবান ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বোমা সদৃশ বস্তু দুটি বোমা কি না, সেটা পরীক্ষা-নিরীক্ষার পর বলা সম্ভব হবে। আর কে বা কারা এগুলো রেখে গেছে, তা অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
গাংনী থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।