ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ব্যবসায়ী হাসপাতালে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • / ১৩ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শাহাবুদ্দিন রাজা (৩৫) ও আব্দুর রহমান (৬৫) নামের দুই ব্যক্তি অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে চলাচলকারী লোকাল বাসের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তারা। ভুক্তভোগী শাহাবুদ্দিন রাজা গাংনী উপজেলার ফতাইপুর গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে ও আব্দুর রহমান গাংনী পৌর এলাকার শিশিরপাড়ার মৃত এলাহী বক্সের ছেলে। গতকাল গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।

গাংনী পৌরসভার উচ্চমান সহকারী জামিরুল ইসলাম টিক্কা বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে শাহাবুদ্দিন রাজা লোকাল বাসযোগে মেহেরপুরে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গাড়ির মধ্যে অচেতন হয়ে পড়ে। তাদের পরিচিত কয়েকজন যাত্রী বিষয়টি টের পেলে শাহাবুদ্দিন ও আব্দুর রহমানকে মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করে।

অপরদিকে, শিশিরপাড়া গ্রামের চা ব্যবসায়ী মখলেসুর রহমান বলেন, আব্দুর রহমান দুপুর আড়াইটার দিকে লোকাল বাসযোগে বামন্দি পশু হাটে গরু কিনতে যাচ্ছিলেন। বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তার সঙ্গে থাকা ১ লাখ ৪০ হাজার টাকা খোয়া গেছে। পরে খবর পেয়ে পরিবারে সদস্যরা তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুজন অসুস্থ হওয়ার সংবাদ শুনেছি। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ব্যবসায়ী হাসপাতালে

আপলোড টাইম : ০৯:২৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শাহাবুদ্দিন রাজা (৩৫) ও আব্দুর রহমান (৬৫) নামের দুই ব্যক্তি অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে চলাচলকারী লোকাল বাসের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তারা। ভুক্তভোগী শাহাবুদ্দিন রাজা গাংনী উপজেলার ফতাইপুর গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে ও আব্দুর রহমান গাংনী পৌর এলাকার শিশিরপাড়ার মৃত এলাহী বক্সের ছেলে। গতকাল গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।

গাংনী পৌরসভার উচ্চমান সহকারী জামিরুল ইসলাম টিক্কা বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে শাহাবুদ্দিন রাজা লোকাল বাসযোগে মেহেরপুরে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গাড়ির মধ্যে অচেতন হয়ে পড়ে। তাদের পরিচিত কয়েকজন যাত্রী বিষয়টি টের পেলে শাহাবুদ্দিন ও আব্দুর রহমানকে মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করে।

অপরদিকে, শিশিরপাড়া গ্রামের চা ব্যবসায়ী মখলেসুর রহমান বলেন, আব্দুর রহমান দুপুর আড়াইটার দিকে লোকাল বাসযোগে বামন্দি পশু হাটে গরু কিনতে যাচ্ছিলেন। বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তার সঙ্গে থাকা ১ লাখ ৪০ হাজার টাকা খোয়া গেছে। পরে খবর পেয়ে পরিবারে সদস্যরা তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুজন অসুস্থ হওয়ার সংবাদ শুনেছি। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।