ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গাঁজা-ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ৪

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
  • / ২৫৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ চারজনকে আটক করেছে। এ সময় আটক মাদক কারবারিদের কাছ থেকে ৬শ’ গ্রাম গাঁজা, ৩১৮ বোতল ফেনসিডিলসহ ১০পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া এ সব মাদকদ্রব্যসহ দুজনকে পলাতক দেখিয়ে আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা দায়ের করে থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্নস্থানে এ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ফাঁড়ি পুলিশ জানতে পারে ফেনসিডিলসহ কয়েকজন মাদক কারবারি ব্যাটারিচালিত ইজিবাইকযোগে দর্শনার কোটালির দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে হিজলগাড়ী ফাঁড়ি পুলিশের ইনচার্জ বিএম আফজাল হোসেন ফোর্স নিয়ে বেগমপুর ফাঁড়ি পুলিশের সহায়তায় কোটালি গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ইজিবাইকের গতিরোধ করলে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করেন। এ সময় একজন পালিয়ে গেলেও চুয়ডাঙ্গা সদর উপজেলার বোয়লমারী গ্রামের মতিয়ার রহমানের ছেলে আরিফুল ইসলাম (২০) ও আলমডাঙ্গা উপজেলার খুদিয়াখালি গ্রামের মনরঞ্জনের ছেলে বিশ্বজিৎ (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে ইজিবাইক তল্লাশি করে ইজিবাইকে থাকা একটি পানের বস্তার ভিতর থেকে কসটেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ৩ শ ১৮ বোতল ফেনসিডি উদ্ধার করা হয়।
অপরদিকে, জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এসআই ইবনে খালিদ হোসেন ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গুলশানপাড়া এলাকায় অভিযান চালান। অভিযানকালে একই এলাকার কাজী আব্দুল বারীর ছেলে দিপু (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেন। এ সময় গ্রেপ্তার হওয়া আসামীর শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে ডিবি পুলিশ।
এ ছাড়াও সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোকুল চন্দ্র অধিকারী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সদর উপজেলার সুবদিয়া গ্রামের ঈদগাপাড়ায় লালুর বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে লালু পালিয়ে গেলেও তার স্ত্রী সোহাগী (২৬) নামের একজন গ্রেপ্তার হয়। এ সময় গ্রেপ্তারকৃত আসামির কাছ থকে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া এ সব মাদকদ্রব্যসহ দুজনকে পলাতক দেখিয়ে আটককৃত আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে পৃথক মামলা দায়ের করে থানা হেফাজতে সোপর্দ করেন। আজ এ সব আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গাঁজা-ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ৪

আপলোড টাইম : ০৯:১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ চারজনকে আটক করেছে। এ সময় আটক মাদক কারবারিদের কাছ থেকে ৬শ’ গ্রাম গাঁজা, ৩১৮ বোতল ফেনসিডিলসহ ১০পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া এ সব মাদকদ্রব্যসহ দুজনকে পলাতক দেখিয়ে আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা দায়ের করে থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্নস্থানে এ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ফাঁড়ি পুলিশ জানতে পারে ফেনসিডিলসহ কয়েকজন মাদক কারবারি ব্যাটারিচালিত ইজিবাইকযোগে দর্শনার কোটালির দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে হিজলগাড়ী ফাঁড়ি পুলিশের ইনচার্জ বিএম আফজাল হোসেন ফোর্স নিয়ে বেগমপুর ফাঁড়ি পুলিশের সহায়তায় কোটালি গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ইজিবাইকের গতিরোধ করলে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করেন। এ সময় একজন পালিয়ে গেলেও চুয়ডাঙ্গা সদর উপজেলার বোয়লমারী গ্রামের মতিয়ার রহমানের ছেলে আরিফুল ইসলাম (২০) ও আলমডাঙ্গা উপজেলার খুদিয়াখালি গ্রামের মনরঞ্জনের ছেলে বিশ্বজিৎ (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে ইজিবাইক তল্লাশি করে ইজিবাইকে থাকা একটি পানের বস্তার ভিতর থেকে কসটেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ৩ শ ১৮ বোতল ফেনসিডি উদ্ধার করা হয়।
অপরদিকে, জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এসআই ইবনে খালিদ হোসেন ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গুলশানপাড়া এলাকায় অভিযান চালান। অভিযানকালে একই এলাকার কাজী আব্দুল বারীর ছেলে দিপু (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেন। এ সময় গ্রেপ্তার হওয়া আসামীর শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে ডিবি পুলিশ।
এ ছাড়াও সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোকুল চন্দ্র অধিকারী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সদর উপজেলার সুবদিয়া গ্রামের ঈদগাপাড়ায় লালুর বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে লালু পালিয়ে গেলেও তার স্ত্রী সোহাগী (২৬) নামের একজন গ্রেপ্তার হয়। এ সময় গ্রেপ্তারকৃত আসামির কাছ থকে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া এ সব মাদকদ্রব্যসহ দুজনকে পলাতক দেখিয়ে আটককৃত আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে পৃথক মামলা দায়ের করে থানা হেফাজতে সোপর্দ করেন। আজ এ সব আসামিদের আদালতে সোপর্দ করা হবে।