ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গরু ব্যবসায়ী সুমনের লাশ ফেরত দিল বিএসএফ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
  • / ২১৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি গরু ব্যবসায়ী সুমনের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। গত রোববার সন্ধ্যার দিকে তাঁর লাশ পরিবারের সদস্যরা গ্রহণ করেন। এ সময় নিহত সুমনের স্বজন, বিজিবির শ্রীনাথপুর কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল হাসান, মহেশপুর থানা পুলিশের প্রতিনিধি আওয়াল হোসেন এবং বিএসএফের পক্ষে পাখিউড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন। ঝিনাইদহ-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, ‘ঘটনার ৬১ ঘণ্টা পর বিকেলে মহেশপুর সীমান্তের মেইন পিলার ৬০/১৩০ আর পিলারের নিকট ভারতের অভ্যন্তরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ নিহত সুমনের লাশ হস্তান্তর করেছে। পরে আমরা পুলিশ ও বিজিবির উপস্থিতিতে লাশ নিহত ব্যক্তির পরিবারকে বুঝিয়ে দিয়েছি। উল্লেখ্য, গত শনিবার ভোর চারটার দিকে জেলার মহেশপুর সীমান্তের লড়াইঘাট এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যান সুমনসহ কয়েকজন। গরু নিয়ে ফেরার সময় ভারতের অভ্যন্তরে শীলগেট নামক স্থানে পৌঁছালে পাখিউড়া ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুমন। তিনি মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গরু ব্যবসায়ী সুমনের লাশ ফেরত দিল বিএসএফ

আপলোড টাইম : ১০:২১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি গরু ব্যবসায়ী সুমনের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। গত রোববার সন্ধ্যার দিকে তাঁর লাশ পরিবারের সদস্যরা গ্রহণ করেন। এ সময় নিহত সুমনের স্বজন, বিজিবির শ্রীনাথপুর কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল হাসান, মহেশপুর থানা পুলিশের প্রতিনিধি আওয়াল হোসেন এবং বিএসএফের পক্ষে পাখিউড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন। ঝিনাইদহ-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, ‘ঘটনার ৬১ ঘণ্টা পর বিকেলে মহেশপুর সীমান্তের মেইন পিলার ৬০/১৩০ আর পিলারের নিকট ভারতের অভ্যন্তরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ নিহত সুমনের লাশ হস্তান্তর করেছে। পরে আমরা পুলিশ ও বিজিবির উপস্থিতিতে লাশ নিহত ব্যক্তির পরিবারকে বুঝিয়ে দিয়েছি। উল্লেখ্য, গত শনিবার ভোর চারটার দিকে জেলার মহেশপুর সীমান্তের লড়াইঘাট এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যান সুমনসহ কয়েকজন। গরু নিয়ে ফেরার সময় ভারতের অভ্যন্তরে শীলগেট নামক স্থানে পৌঁছালে পাখিউড়া ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুমন। তিনি মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে।