ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গরু বোঝায় পাওয়ারট্রিলার উল্টে ব্যবসায়ীর মৃত্যু!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
  • / ১৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদায় গরু বোঝায় পাওয়ারট্রিলার উল্টে আব্দুল মালেক (৫০) নমের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বৃস্পতিবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার কামার পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল মালেক দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের মৃত সামসুল হকের ছেলে।
জানা যায়, পাওয়ারট্রিলার বোঝায় গরু নিয়ে শিয়ালমারী পশুর হাটে যাচ্ছিলেন আব্দুল মালেক। পথের মধ্যে দামুড়হুদা উপজেলার কামার পাড়া নামক স্থানে পৌঁছালে পাওয়ারট্রিলারের একটি চাকা ফেটে যায়। এতে পাওয়ারট্রিলারটি উল্টে গেলে আব্দুল মালেক পাওয়ারট্রিলারের নিচে পড়ে পৃষ্ট হন। গুরুতর জখম অবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়ায় নিহতের লাশ নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, চাকায় পিষ্ট হয়ে আব্দুল মালেক গুরুতর আহত হয়েছিলেন। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে চাপা আঘাত ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছিলাম। উন্নত চিকিৎসার জন্য বাইরে রেফার্ড ও করেছিলাম। তবে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, গরু বোঝাই পাওয়ারট্রিলার উল্টে আব্দুল মালেক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়ায় হস্তান্তর করা হয়েছে। এদিকে, গতকাল আসরের নামাজের পর জানাজার শেষে গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গরু বোঝায় পাওয়ারট্রিলার উল্টে ব্যবসায়ীর মৃত্যু!

আপলোড টাইম : ০৯:৫৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০

নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদায় গরু বোঝায় পাওয়ারট্রিলার উল্টে আব্দুল মালেক (৫০) নমের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বৃস্পতিবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার কামার পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল মালেক দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের মৃত সামসুল হকের ছেলে।
জানা যায়, পাওয়ারট্রিলার বোঝায় গরু নিয়ে শিয়ালমারী পশুর হাটে যাচ্ছিলেন আব্দুল মালেক। পথের মধ্যে দামুড়হুদা উপজেলার কামার পাড়া নামক স্থানে পৌঁছালে পাওয়ারট্রিলারের একটি চাকা ফেটে যায়। এতে পাওয়ারট্রিলারটি উল্টে গেলে আব্দুল মালেক পাওয়ারট্রিলারের নিচে পড়ে পৃষ্ট হন। গুরুতর জখম অবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়ায় নিহতের লাশ নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, চাকায় পিষ্ট হয়ে আব্দুল মালেক গুরুতর আহত হয়েছিলেন। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে চাপা আঘাত ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছিলাম। উন্নত চিকিৎসার জন্য বাইরে রেফার্ড ও করেছিলাম। তবে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, গরু বোঝাই পাওয়ারট্রিলার উল্টে আব্দুল মালেক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়ায় হস্তান্তর করা হয়েছে। এদিকে, গতকাল আসরের নামাজের পর জানাজার শেষে গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।