ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গরু ও ফেন্সিডিলসহ ভারতীয় মালামাল উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯
  • / ৩০৪ বার পড়া হয়েছে

দামুড়হুদা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে বিজিবির চোরচালান বিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে চোরচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু ও ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার ও গত রোববার পৃথক স্থান থেকে এসব চোরাচালান উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ১১টি ভারতীয় শাড়ী, ৩টি মেক্সি, ১০টি হাত ঘড়ি এবং ৪৫টি হাত ঘড়ির ব্যাটারী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭৪ হাজার ৭৫০ টাকা।
এদিকে, গত রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার অন্তর্গত বুড়িপোতা গ্রামের পুকুরপাড় থেকে ৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ হামিদুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করে। আটককৃত হামিদুল ইসলাম বুড়িপোতা গ্রামের আরজ আলীর ছেলে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৩ হাজার ২শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিলসহ আসামীকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।
একইদিন রোববার বিকাল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ফুলবাড়ি বিওপির টহল কমান্ডার নায়েক কবীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পাকা রাস্তার উপর হতে ১৫টি ভারতীয় শাড়ী, ১০টি থ্রীপিচ, ১ জোড়া জুতা, ২ বোতল শ্যাম্পু এবং ১ প্যাকেট পাটের বীজ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার ৩শ’ টাকা।
অপরদিকে, গত রোববার রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঠাকুরপুর সীমান্তে মেইন পিলার ৮৯/৫-আর হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ থেকে ২টি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধারকৃত গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, গত রোববার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তে মেইন পিলার ৮৮ হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ থেকে ১টি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। উদ্ধারকৃত গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একইদিন রোববার রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর মাঝপাড়া গ্রামের মেইন পিলার ৯৩ হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর মাঝপাড়ার আমবাগান থেকে ১০ বোতল ভারতীয় মদসহ হাসিবুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করে। আটককৃত হাসিবুল ইসলাম দামুড়হুদা উপজেলার মুন্সিপুর মাঝপাড়ার সানোয়ার হোসেনের ছেলে। উদ্ধারকৃত মদ’র আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। উদ্ধারকৃত মদসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গরু ও ফেন্সিডিলসহ ভারতীয় মালামাল উদ্ধার

আপলোড টাইম : ১১:৩৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯

দামুড়হুদা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে বিজিবির চোরচালান বিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে চোরচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু ও ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার ও গত রোববার পৃথক স্থান থেকে এসব চোরাচালান উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ১১টি ভারতীয় শাড়ী, ৩টি মেক্সি, ১০টি হাত ঘড়ি এবং ৪৫টি হাত ঘড়ির ব্যাটারী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭৪ হাজার ৭৫০ টাকা।
এদিকে, গত রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার অন্তর্গত বুড়িপোতা গ্রামের পুকুরপাড় থেকে ৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ হামিদুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করে। আটককৃত হামিদুল ইসলাম বুড়িপোতা গ্রামের আরজ আলীর ছেলে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৩ হাজার ২শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিলসহ আসামীকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।
একইদিন রোববার বিকাল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ফুলবাড়ি বিওপির টহল কমান্ডার নায়েক কবীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পাকা রাস্তার উপর হতে ১৫টি ভারতীয় শাড়ী, ১০টি থ্রীপিচ, ১ জোড়া জুতা, ২ বোতল শ্যাম্পু এবং ১ প্যাকেট পাটের বীজ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার ৩শ’ টাকা।
অপরদিকে, গত রোববার রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঠাকুরপুর সীমান্তে মেইন পিলার ৮৯/৫-আর হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ থেকে ২টি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধারকৃত গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, গত রোববার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তে মেইন পিলার ৮৮ হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ থেকে ১টি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। উদ্ধারকৃত গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একইদিন রোববার রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর মাঝপাড়া গ্রামের মেইন পিলার ৯৩ হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর মাঝপাড়ার আমবাগান থেকে ১০ বোতল ভারতীয় মদসহ হাসিবুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করে। আটককৃত হাসিবুল ইসলাম দামুড়হুদা উপজেলার মুন্সিপুর মাঝপাড়ার সানোয়ার হোসেনের ছেলে। উদ্ধারকৃত মদ’র আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। উদ্ধারকৃত মদসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।