ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গরিবদের ফ্রি ইন্টারনেট দেবে ফেসবুক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
  • / ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ব্রাজিল ও সাব-সাহারান আফ্রিকাসহ পিছিয়ে থাকা অঞ্চলের গরিব মানুষদের বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেবে ফেসবুক। ইন্টারনেট কোম্পানির বিশ্লেষণ অনুযায়ী এসব অঞ্চলের বিপুল জনগোষ্ঠী বিনামূল্যে অনলাইন সার্ভিস পাওয়ায় বিজ্ঞাপন-প্রচারণা বাবদ মোটা অঙ্কের অর্থ পাচ্ছে ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যম। উন্নয়ন আর সমৃদ্ধির পথে ধাবিত দেশসমূহে ক্রমাগতভাবে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঘনবসতিপূর্ণ দেশগুলোতে ইন্টারনেট ব্যবহারের আগ্রহ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ইন্টারনেট কোম্পানিগুলোর ব্যবসায়িক প্রবৃদ্ধিও প্রসারিত হয়েছে। এ অবস্থায় পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ উন্নয়নশীল বিশ্বে সেলুলার ফোনের সংযোগ প্রদানকারী কোম্পানির সঙ্গে ফেসবুক ইতোমধ্যে একটি চুক্তি করেছে যে সীমিত ভার্সনের ইন্টারনেট/ফেসবুক এবং আরও কয়েকটি ওয়েবসাইট গ্রাহকেরা ব্যবহারের সুযোগ পাবেন কোনো ফি প্রদান ছাড়াই। আবার কোনো কোনো কোম্পানি এমনও সেলফোন-সার্ভিস দিচ্ছে, যার বিনিময়ে সামান্য ফি নেওয়া হচ্ছে। এই ফিও আগাম নেওয়ার নিয়ম চালু করেছে সস্তায় ডাটা প্রদানকারী কোম্পানিগুলো। বিশ্বে সর্বাধিক প্রচারিত দৈনিক ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এ ২৪ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে ফেসবুক কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে আরও বলা হয়েছে, অ্যাপস এবং সার্ভিসের মাধ্যমে গরিব মানুষেরা প্রযুক্তির সুবিধা পাবে, যাতে তারাও যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। প্রসঙ্গত, ওয়াইফাই সার্ভিসের মাধ্যমে ফেসবুকের নতুন গ্রাহকেরা অনলাইন সেবা নিতে সক্ষম হচ্ছেন কোনো মাসিক বিল ছাড়াই।
ফ্রি সেলফোন-ডাটা প্রোগ্রাম চালু হওয়ায় সারা বিশ্বে মাসে গড়ে নয়া ব্যবহারকারীর সংখ্যা ১০.৬ মিলিয়ন তথা ১ কোটি ৬ লাখ করে বৃদ্ধি পাওয়ার কথা। এমন লক্ষ্য স্থির করা হয় গত বছরের আগস্টে। তবে ডিসেম্বরের পরও সে লক্ষ্য অর্জিত হয়েছে কি না সেটি নিশ্চিত করতে পারেনি ফেসবুক কর্তৃপক্ষ। এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি মানুষ ফেসবুক ব্যবহারের আওতায় এসেছে, যে সংখ্যা এক বিলিয়ন। তবে এর অর্ধেকই এখন পর্যন্ত সংযোগ সচল করেনি। ফেসবুকের কর্মকর্তারা আশা করছেন গত বছর মে থেকে চলতি বছর ডিসেম্বরের মধ্যে এশিয়া মহাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ গুণ বাড়বে। এ টার্গেট স্থির করার সময় (গত বছরের মে মাসে) এ মহাদেশে নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা ছিল মাসিক ১.৬৫ মিলিয়ন তথা ১৬ লাখ ৫০ হাজার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গরিবদের ফ্রি ইন্টারনেট দেবে ফেসবুক

আপলোড টাইম : ০৪:১৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২

বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ব্রাজিল ও সাব-সাহারান আফ্রিকাসহ পিছিয়ে থাকা অঞ্চলের গরিব মানুষদের বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেবে ফেসবুক। ইন্টারনেট কোম্পানির বিশ্লেষণ অনুযায়ী এসব অঞ্চলের বিপুল জনগোষ্ঠী বিনামূল্যে অনলাইন সার্ভিস পাওয়ায় বিজ্ঞাপন-প্রচারণা বাবদ মোটা অঙ্কের অর্থ পাচ্ছে ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যম। উন্নয়ন আর সমৃদ্ধির পথে ধাবিত দেশসমূহে ক্রমাগতভাবে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঘনবসতিপূর্ণ দেশগুলোতে ইন্টারনেট ব্যবহারের আগ্রহ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ইন্টারনেট কোম্পানিগুলোর ব্যবসায়িক প্রবৃদ্ধিও প্রসারিত হয়েছে। এ অবস্থায় পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ উন্নয়নশীল বিশ্বে সেলুলার ফোনের সংযোগ প্রদানকারী কোম্পানির সঙ্গে ফেসবুক ইতোমধ্যে একটি চুক্তি করেছে যে সীমিত ভার্সনের ইন্টারনেট/ফেসবুক এবং আরও কয়েকটি ওয়েবসাইট গ্রাহকেরা ব্যবহারের সুযোগ পাবেন কোনো ফি প্রদান ছাড়াই। আবার কোনো কোনো কোম্পানি এমনও সেলফোন-সার্ভিস দিচ্ছে, যার বিনিময়ে সামান্য ফি নেওয়া হচ্ছে। এই ফিও আগাম নেওয়ার নিয়ম চালু করেছে সস্তায় ডাটা প্রদানকারী কোম্পানিগুলো। বিশ্বে সর্বাধিক প্রচারিত দৈনিক ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এ ২৪ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে ফেসবুক কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে আরও বলা হয়েছে, অ্যাপস এবং সার্ভিসের মাধ্যমে গরিব মানুষেরা প্রযুক্তির সুবিধা পাবে, যাতে তারাও যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। প্রসঙ্গত, ওয়াইফাই সার্ভিসের মাধ্যমে ফেসবুকের নতুন গ্রাহকেরা অনলাইন সেবা নিতে সক্ষম হচ্ছেন কোনো মাসিক বিল ছাড়াই।
ফ্রি সেলফোন-ডাটা প্রোগ্রাম চালু হওয়ায় সারা বিশ্বে মাসে গড়ে নয়া ব্যবহারকারীর সংখ্যা ১০.৬ মিলিয়ন তথা ১ কোটি ৬ লাখ করে বৃদ্ধি পাওয়ার কথা। এমন লক্ষ্য স্থির করা হয় গত বছরের আগস্টে। তবে ডিসেম্বরের পরও সে লক্ষ্য অর্জিত হয়েছে কি না সেটি নিশ্চিত করতে পারেনি ফেসবুক কর্তৃপক্ষ। এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি মানুষ ফেসবুক ব্যবহারের আওতায় এসেছে, যে সংখ্যা এক বিলিয়ন। তবে এর অর্ধেকই এখন পর্যন্ত সংযোগ সচল করেনি। ফেসবুকের কর্মকর্তারা আশা করছেন গত বছর মে থেকে চলতি বছর ডিসেম্বরের মধ্যে এশিয়া মহাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ গুণ বাড়বে। এ টার্গেট স্থির করার সময় (গত বছরের মে মাসে) এ মহাদেশে নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা ছিল মাসিক ১.৬৫ মিলিয়ন তথা ১৬ লাখ ৫০ হাজার।