ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

খুনিদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯
  • / ১৮৩ বার পড়া হয়েছে

কালীগঞ্জে মাদরাসাছাত্র হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন, আটক ২
প্রতিবেদক, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জে মাদরাসাছাত্র আল-আমিন (১১) হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে এই মানববন্ধন করে নানা শ্রেণি-পেশার মানুষ। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, জাতীয় ইমাম সমিতির সভাপতি মুফতি ফারুক নোমানী সহ নানা শ্রেণি পেশার শত শত মানুষ
হত্যাকারীদের বিচার দাবিতে প্লেকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহন করেন। এ সময় নিহত আল-আমিনের বাবা আব্দুর রাজ্জাকসহ বক্তারা খুনিদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য হৃদয় ও সাব্বির নামে সন্দেহভাজন দুই কিশোরকে আটক করে থানায় নিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য হৃদয় ও সাব্বির নামে দুজন কিশোরকে থানায় নেওয়া হয়েছে। দুই কিশোরই নিহত আল-আমিনের প্রতিবেশি ছিল।
উল্লেখ্য, গত বুধবার বেলা ২টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়ার একটি চারতলা বাড়ির পিছন থেকে নিখোঁজের ৫ দিন পর আল-আমিন নামের এক মাদরাসাছাত্রের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। গত ৩০ নভেম্বর শনিবার রাতে বাড়ির পাশে আড়পাড়া দরগা এলাকায় ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। কালীগঞ্জ শহরের নতুন বাজারে মোবাইল ফ্ল্যাক্সি লোড ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের একমাত্র ছেলে নিহত আল-আমিন একই এলাকার সাওতুল হেরা হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

খুনিদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি

আপলোড টাইম : ১১:১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯

কালীগঞ্জে মাদরাসাছাত্র হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন, আটক ২
প্রতিবেদক, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জে মাদরাসাছাত্র আল-আমিন (১১) হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে এই মানববন্ধন করে নানা শ্রেণি-পেশার মানুষ। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, জাতীয় ইমাম সমিতির সভাপতি মুফতি ফারুক নোমানী সহ নানা শ্রেণি পেশার শত শত মানুষ
হত্যাকারীদের বিচার দাবিতে প্লেকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহন করেন। এ সময় নিহত আল-আমিনের বাবা আব্দুর রাজ্জাকসহ বক্তারা খুনিদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য হৃদয় ও সাব্বির নামে সন্দেহভাজন দুই কিশোরকে আটক করে থানায় নিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য হৃদয় ও সাব্বির নামে দুজন কিশোরকে থানায় নেওয়া হয়েছে। দুই কিশোরই নিহত আল-আমিনের প্রতিবেশি ছিল।
উল্লেখ্য, গত বুধবার বেলা ২টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়ার একটি চারতলা বাড়ির পিছন থেকে নিখোঁজের ৫ দিন পর আল-আমিন নামের এক মাদরাসাছাত্রের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। গত ৩০ নভেম্বর শনিবার রাতে বাড়ির পাশে আড়পাড়া দরগা এলাকায় ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। কালীগঞ্জ শহরের নতুন বাজারে মোবাইল ফ্ল্যাক্সি লোড ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের একমাত্র ছেলে নিহত আল-আমিন একই এলাকার সাওতুল হেরা হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।